ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের রূহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। শুক্রবার জুমার নামাজের পর এ বিশেষ দোয়ার আয়োজনের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
বৃহস্পতিবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাজায় ইসরায়েলি বাহিনীর নির্মম গণহত্যা ও ধ্বংসযজ্ঞে গোটা মুসলিম বিশ্বে ক্ষোভের সঞ্চার হয়েছে। খাদ্য ও পানির সরবরাহ বন্ধ করে দিয়ে গাজাবাসীকে দুর্ভিক্ষের মুখে ঠেলে দিয়েছে তারা। এমন পরিস্থিতিতে ইসলামিক ফাউন্ডেশন ফিলিস্তিনিদের প্রতি গভীর শোক, সমবেদনা ও সংহতি প্রকাশ করে দেশের মসজিদগুলোতে দোয়ার অনুরোধ জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা জানাতে গিয়ে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে বা জানমালের ক্ষতি না হয়, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে দেশের নানা প্রান্তে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। জেলা ও উপজেলা শহরগুলোতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ নিজ নিজ অবস্থান থেকে রাস্তায় নেমে প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছেন।
গত সোমবার দেশের বিভিন্ন স্থানে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির আওতায় প্রতিবাদ, ধর্মঘট ও মানববন্ধন পালন করা হয়।
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের রূহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। শুক্রবার জুমার নামাজের পর এ বিশেষ দোয়ার আয়োজনের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
বৃহস্পতিবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাজায় ইসরায়েলি বাহিনীর নির্মম গণহত্যা ও ধ্বংসযজ্ঞে গোটা মুসলিম বিশ্বে ক্ষোভের সঞ্চার হয়েছে। খাদ্য ও পানির সরবরাহ বন্ধ করে দিয়ে গাজাবাসীকে দুর্ভিক্ষের মুখে ঠেলে দিয়েছে তারা। এমন পরিস্থিতিতে ইসলামিক ফাউন্ডেশন ফিলিস্তিনিদের প্রতি গভীর শোক, সমবেদনা ও সংহতি প্রকাশ করে দেশের মসজিদগুলোতে দোয়ার অনুরোধ জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা জানাতে গিয়ে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে বা জানমালের ক্ষতি না হয়, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে দেশের নানা প্রান্তে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। জেলা ও উপজেলা শহরগুলোতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ নিজ নিজ অবস্থান থেকে রাস্তায় নেমে প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছেন।
গত সোমবার দেশের বিভিন্ন স্থানে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির আওতায় প্রতিবাদ, ধর্মঘট ও মানববন্ধন পালন করা হয়।