image

????????? ???? ??? ??? ?????? ? ??? ????

লাগেজে পাওয়া দেহাংশ বাঁশখালীর হাসানের

রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
প্রতিনিধি, চট্টগ্রাম

চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন ১২ নম্বর ঘাটের কাছে সড়কে লাগেজের ভেতর থেকে উদ্ধার হওয়া দেহাংশগুলো মো. হাসান নামে এক ব্যক্তির। তিনি বাঁশখালীর কাথারিয়া ইউনিয়নের বরইতলির সাহাব মিয়ার ছেলে।

মরদেহের আঙুলের ছাপ নিয়ে তার পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পিবিআই বলছে, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে স্ত্রী ও দুই ছেলে মিলে হাসানকে খুন করে। পরে মরদেহ ৮ টুকরা করে লাগেজ ও বস্তায় ভরে ফেলে দেয়। এরই মধ্যে পুলিশ হাসানের স্ত্রী ছেনোয়ারা বেগম ও বড় ছেলে মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) নগরীর ইপিজেড থানাধীন আকমল আলী রোড থেকে বস্তা ভরা হাসানের মরদেহের অবশিষ্টাংশও উদ্ধার করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) পতেঙ্গার ১২ নম্বর ঘাটের কাছে সড়কের পাশে লাগেজের ভেতর থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। লাগেজের ভেতর মরদেহের হাত-পা ও আঙুলের আটটি টুকরা ছিল। এ ঘটনায় বাদী হয়ে ওই দিনই পতেঙ্গা থানায় মামলা করে পুলিশ।

পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার নাইমা সুলতানা গণমাধ্যমকে জানান, মরদেহের আঙুলের ছাপ নিয়ে খুন হওয়া ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় পরে নিহতের স্ত্রী ও ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, হাসান দীর্ঘ ২৭ বছর স্ত্রী ও ছেলেদের থেকে আলাদা ছিলেন। সম্প্রতি স্ত্রী-সন্তানের কাছে ফিরে আসেন তিনি। কিন্তু এর মধ্যেই হাসানকে মৃত উল্লেখ করে তার ছেলে মোস্তাফিজুর জাতীয় পরিচয়পত্র তৈরি করেছিল। এ ছাড়া আরও বেশকিছু জায়গায় হাসানকে মৃত বলেই দেখিয়েছিল পরিবার। ফলে হাসান ফিরে আসায় সম্পত্তি নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

এরপর গত ১৯ সেপ্টেম্বর রাতে ইপিজেড থানাধীন আকমল আলী সড়কের জমির ভিলার ৭ নম্বর বাসায় স্ত্রী ও দুই ছেলে মোস্তাফিজুর এবং শফিকুর রহমান জাহাঙ্গীর মিলে হাসানকে খুন করে। এরপর মরদেহ কেটে টুকরা টুকরা করে লাগেজ ও বস্তায় ভরে পতেঙ্গা ও আকমল আলী রোডের পাশে ফেলে দেয়। ঘটনার পর শফিকুর পলাতক রয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

» খুলনায় গুলি করে সাংবাদিক হত্যা

» চকরিয়ায় পানিভরা গর্তে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

» বাবার সঙ্গে সাক্ষাৎ করেছি, এটা কি আমার অপরাধ: সুব্রত বাইনের মেয়ে বিথী

» রংপুরে সারের তীব্র সংকট, কৃষকরা দিশেহারা

» সিলেটে মোটরসাইকেল সংঘর্ষে তিন জন নিহত

সম্প্রতি