বগুড়ার শেরপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু, কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকচাপায় অজ্ঞাত এক যুবক, শরীয়তপুরের নড়িয়ায় মোটরসাইকেল-নসিমন সংঘর্ষে এক ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি, নাটোরের বড়াইগ্রামে ভুটভুটি-নসিমন সংঘর্ষে এক ব্যক্তি এবং মেহেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী এক কৃষক নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর
শেরপুর (বগুড়া) : বগুড়ার শেরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গেলে পেছন দিক থেকে আসা ট্রাকের চাপায় তিন বন্ধু নিহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যা ৬টায় উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া বটতলা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত তিন বন্ধু হলেন- উপজেলার খানপুর ইউনিয়নের কয়েরখালী গ্রামের বাদশার ছেলে নাঈম, সিদ্দিকের ছেলে সেলিম এবং লিটনের ছেলে রিফাত রহমান। জানা যায়, গত বুধবার বিকেলে কয়েরখালি বাজার থেকে ওই তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে শেরপুরে ঘুরতে যান। ইফতারের আগে দ্রুতগতিতে মোটরসাইকেল নিয়ে বাড়ির ফিরছিলেন তারা। পথিমধ্যে শেরুয়া বটতলা এলাকায় পৌঁছালে একটি প্রাইভেটকারকে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপরে পড়ে যান তারা। এ সময় পেছন দিন থেকে আসা একটি ট্রাক তাদেরকে চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই নিহত হন এক বন্ধু নাঈম। জিতু নামে নিহতদের আরেক বন্ধু জানান, শেরপুর থেকে বাসায় যাওয়ার সময় সড়ক দুর্ঘটনার খবর পেয়ে এগিয়ে গিয়ে দেখতে পাই আমার বন্ধুরা। সেখান থেকে তাদেরকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করে। অন্য দুজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে সেলিম এবং রিফাতের মত্যু হয়। শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজিজুল হক জানান, পরবর্তী প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ শেষে নিহতের মরদেহ তাদের পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে।
ভৈরব (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকচাপায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। গত বুধবার দিবাগত রাত ৩টায় উপজেলার কালিকাপ্রসাদ এলাকায় ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মাসড়কে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে থানা পুলিশ। ভৈরব হাইওয়ে থানার এসআই মো. রুকনুজ্জামান বলেন, ধারণা করা হচ্ছে গত বুধবার রাতের রাতের কোনো এক সময় সড়ক দুর্ঘটনায় ওই যুবক মারা গেছেন। তার পরনে শুধু একটি লুঙ্গি ছিল, যেটি ছিল রক্তে ভেজা। শারীরিক অবস্থা দেখে ওই যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় সন্দেহভাজন একটি ট্রাককে চালসহ আটক করা হয়েছে। নিহতের নাম-পরিচয় নিশ্চিত করার জন্য পিবিআইয়ের সহযোগিতা নেয়া হবে।
শরীয়তপুর : শরীয়তপুরের নড়িয়ায় নসিমনের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে রতন কুমার ঘোষ নামে এক ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। গত বুধবার দুপুর পৌনে ২টায় উপজেলার চাকধ নয়াকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রতন কুমার ঘোষ সাতক্ষীরার তালা উপজেলার সরুলিয়া গ্রামের চিত্তরঞ্জন ঘোষের ছেলে। তিনি রেডিয়েন্ট ফার্মার সিনিয়র ইনফরমেশন মেডিকেল অফিসার হিসেবে শরীয়তপুরের নড়িয়ায় কর্মরত ছিলেন। নড়িয়া থানার ওসি মোহাম্মদ আসলাম উদ্দিন বলেন, দুর্ঘটনার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ পাইনি আমারা। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ শেষে মরদেহ হস্তান্তরের ব্যবস্থা করা হবে।
বড়াইগ্রাম (নাটোর) : নাটোরের বড়াইগ্রামে গরুবোঝাই নসিমনের সাথে পণ্যবাহী ভুটভুটির সংঘর্ষে রুবেল হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছন। এই ঘটনায় আহত হয়েছেন শাকিল হোসেন নামে আরও এক ব্যক্তি। গত বুধবার দুপুর ১২টায় উপজেলার চ-িপুর এলাকায় ওয়ালিয়া-বনপাড়া আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল হোসেন পাশর্^বর্তী লালপুর উপজেলার হাংড়াগাড়ী গ্রামের আবু বক্কারের ছেলে। আহত শাকিল হোসেনের বাড়িও একই গ্রামে। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সরল মুরমু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মেহেরপুর : মেহেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় ফাজিল মল্লিক নামে বাইসাইকেল আরোহী এক কৃষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলের চালক শ্রাবন। গত বুধবার বিকেল ৪টায় মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে আমঝুপি খামারের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত কৃষক ফাজিল মল্লিক আমঝুপি নওদাপাড়া গ্রামের ইজু মল্লিকের ছেলে। আহত মোটরসাইকেল চালক শ্রাবন মেহেরপুর শহরের মল্লিক পাড়ার বাসিন্দা।
গুরুতর আহত অবস্থায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। ফায়ার সার্ভিসের একটি দল দুর্ঘটনাস্থলে গিয়ে নিহত কৃষকের মরদেহ উদ্ধার করেছে। মেহেরপুর সদর থানার ওসি মেজবাহ উদ্দিন জানান, নিহতের পারিবারিক সমঝোতায় তার মরদেহ দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
বগুড়ার শেরপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু, কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকচাপায় অজ্ঞাত এক যুবক, শরীয়তপুরের নড়িয়ায় মোটরসাইকেল-নসিমন সংঘর্ষে এক ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি, নাটোরের বড়াইগ্রামে ভুটভুটি-নসিমন সংঘর্ষে এক ব্যক্তি এবং মেহেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী এক কৃষক নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর
শেরপুর (বগুড়া) : বগুড়ার শেরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গেলে পেছন দিক থেকে আসা ট্রাকের চাপায় তিন বন্ধু নিহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যা ৬টায় উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া বটতলা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত তিন বন্ধু হলেন- উপজেলার খানপুর ইউনিয়নের কয়েরখালী গ্রামের বাদশার ছেলে নাঈম, সিদ্দিকের ছেলে সেলিম এবং লিটনের ছেলে রিফাত রহমান। জানা যায়, গত বুধবার বিকেলে কয়েরখালি বাজার থেকে ওই তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে শেরপুরে ঘুরতে যান। ইফতারের আগে দ্রুতগতিতে মোটরসাইকেল নিয়ে বাড়ির ফিরছিলেন তারা। পথিমধ্যে শেরুয়া বটতলা এলাকায় পৌঁছালে একটি প্রাইভেটকারকে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপরে পড়ে যান তারা। এ সময় পেছন দিন থেকে আসা একটি ট্রাক তাদেরকে চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই নিহত হন এক বন্ধু নাঈম। জিতু নামে নিহতদের আরেক বন্ধু জানান, শেরপুর থেকে বাসায় যাওয়ার সময় সড়ক দুর্ঘটনার খবর পেয়ে এগিয়ে গিয়ে দেখতে পাই আমার বন্ধুরা। সেখান থেকে তাদেরকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করে। অন্য দুজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে সেলিম এবং রিফাতের মত্যু হয়। শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজিজুল হক জানান, পরবর্তী প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ শেষে নিহতের মরদেহ তাদের পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে।
ভৈরব (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকচাপায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। গত বুধবার দিবাগত রাত ৩টায় উপজেলার কালিকাপ্রসাদ এলাকায় ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মাসড়কে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে থানা পুলিশ। ভৈরব হাইওয়ে থানার এসআই মো. রুকনুজ্জামান বলেন, ধারণা করা হচ্ছে গত বুধবার রাতের রাতের কোনো এক সময় সড়ক দুর্ঘটনায় ওই যুবক মারা গেছেন। তার পরনে শুধু একটি লুঙ্গি ছিল, যেটি ছিল রক্তে ভেজা। শারীরিক অবস্থা দেখে ওই যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় সন্দেহভাজন একটি ট্রাককে চালসহ আটক করা হয়েছে। নিহতের নাম-পরিচয় নিশ্চিত করার জন্য পিবিআইয়ের সহযোগিতা নেয়া হবে।
শরীয়তপুর : শরীয়তপুরের নড়িয়ায় নসিমনের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে রতন কুমার ঘোষ নামে এক ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। গত বুধবার দুপুর পৌনে ২টায় উপজেলার চাকধ নয়াকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রতন কুমার ঘোষ সাতক্ষীরার তালা উপজেলার সরুলিয়া গ্রামের চিত্তরঞ্জন ঘোষের ছেলে। তিনি রেডিয়েন্ট ফার্মার সিনিয়র ইনফরমেশন মেডিকেল অফিসার হিসেবে শরীয়তপুরের নড়িয়ায় কর্মরত ছিলেন। নড়িয়া থানার ওসি মোহাম্মদ আসলাম উদ্দিন বলেন, দুর্ঘটনার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ পাইনি আমারা। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ শেষে মরদেহ হস্তান্তরের ব্যবস্থা করা হবে।
বড়াইগ্রাম (নাটোর) : নাটোরের বড়াইগ্রামে গরুবোঝাই নসিমনের সাথে পণ্যবাহী ভুটভুটির সংঘর্ষে রুবেল হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছন। এই ঘটনায় আহত হয়েছেন শাকিল হোসেন নামে আরও এক ব্যক্তি। গত বুধবার দুপুর ১২টায় উপজেলার চ-িপুর এলাকায় ওয়ালিয়া-বনপাড়া আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল হোসেন পাশর্^বর্তী লালপুর উপজেলার হাংড়াগাড়ী গ্রামের আবু বক্কারের ছেলে। আহত শাকিল হোসেনের বাড়িও একই গ্রামে। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সরল মুরমু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মেহেরপুর : মেহেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় ফাজিল মল্লিক নামে বাইসাইকেল আরোহী এক কৃষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলের চালক শ্রাবন। গত বুধবার বিকেল ৪টায় মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে আমঝুপি খামারের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত কৃষক ফাজিল মল্লিক আমঝুপি নওদাপাড়া গ্রামের ইজু মল্লিকের ছেলে। আহত মোটরসাইকেল চালক শ্রাবন মেহেরপুর শহরের মল্লিক পাড়ার বাসিন্দা।
গুরুতর আহত অবস্থায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। ফায়ার সার্ভিসের একটি দল দুর্ঘটনাস্থলে গিয়ে নিহত কৃষকের মরদেহ উদ্ধার করেছে। মেহেরপুর সদর থানার ওসি মেজবাহ উদ্দিন জানান, নিহতের পারিবারিক সমঝোতায় তার মরদেহ দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।