কুষ্টিয়ায় পারিবারিক কলহের জেরে রত্না খাতুন নামে (৩০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছেন স্বামী। স্ত্রীকে হত্যার পর বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন স্বামী। গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর মেছোপাড়া এলাকায় রত্নার বাবার বাড়িতে এ ঘটনা ঘটেছে।
নিহত রত্না খাতুন কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর মেছোপাড়া এলাকার আমদ মন্ডলের মেয়ে এবং একই গ্রামের রশিদ মোড় এলাকার ওমর আলীর ছেলে টুটুলের স্ত্রী। তাদের সংসারে ৮ বছর বয়সি তামিম নামের এক সন্তান রয়েছে। নিহতের পরিবার ও স্বজনরা বলেন, ৮-৯ বছর আগে টুটুলের সঙ্গে রত্নার বিয়ে হয়। তাদের সংসদের আট বছর বয়সি এক সন্তান রয়েছে। পারিবারিক কলহের জেরে তালাক দিয়েছিল রত্না। এরপর রত্মা তার বাড়ির পাশে দ্বিতীয় বিয়ে করে। দ্বিতীয় স্বামীকে তালাক দিয়ে কয়েকদিন আগে প্রথম স্বামীর ঘরে ফিরেছে। হঠাৎ দুপুরে টুটুল রত্নাকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে। এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসকরা বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। ওই নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। নিহতের স্বামী বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। সে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী। স্ত্রীকে হত্যার পর স্বামী বিষ পানে আত্মহত্যার চেষ্টা করে। সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রোববার, ১৮ মে ২০২৫
কুষ্টিয়ায় পারিবারিক কলহের জেরে রত্না খাতুন নামে (৩০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছেন স্বামী। স্ত্রীকে হত্যার পর বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন স্বামী। গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর মেছোপাড়া এলাকায় রত্নার বাবার বাড়িতে এ ঘটনা ঘটেছে।
নিহত রত্না খাতুন কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর মেছোপাড়া এলাকার আমদ মন্ডলের মেয়ে এবং একই গ্রামের রশিদ মোড় এলাকার ওমর আলীর ছেলে টুটুলের স্ত্রী। তাদের সংসারে ৮ বছর বয়সি তামিম নামের এক সন্তান রয়েছে। নিহতের পরিবার ও স্বজনরা বলেন, ৮-৯ বছর আগে টুটুলের সঙ্গে রত্নার বিয়ে হয়। তাদের সংসদের আট বছর বয়সি এক সন্তান রয়েছে। পারিবারিক কলহের জেরে তালাক দিয়েছিল রত্না। এরপর রত্মা তার বাড়ির পাশে দ্বিতীয় বিয়ে করে। দ্বিতীয় স্বামীকে তালাক দিয়ে কয়েকদিন আগে প্রথম স্বামীর ঘরে ফিরেছে। হঠাৎ দুপুরে টুটুল রত্নাকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে। এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসকরা বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। ওই নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। নিহতের স্বামী বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। সে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী। স্ত্রীকে হত্যার পর স্বামী বিষ পানে আত্মহত্যার চেষ্টা করে। সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।