কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক স্কুল ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে জুবায়েত (২১) নামের এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশ’ টাকা অর্থ দণ্ড দিয়েছেন মোবাইল কোর্ট। গতকাল শনিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও মো. বিল্লাল হোসেন এ রায় দেন। জুবায়েদ উপজেলার চরটেকী নামাপাড়া গ্রামের এমদাদুল হকের ছেলে।
জানা যায়, নবম শ্রেণিতে পড়–য়া ছাত্রীটি বিদ্যালয়ের যাওয়া-আসার সময় প্রায়ই জুবায়েদ ইভটিজিং করে আসছিল। এ বিষয়ে স্কুল ছাত্রীর পরিবারের সদস্যরা অভিযুক্তের পরিবারসহ এলাকার গণ্যমান্য লোকজনদের নিকট বিচারপ্রার্থী হলেও তারা কোন প্রতিকার পায়নি। পরে স্কুল ছাত্রী ও তার পরিবারের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে লিখিত অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার সত্যতা পায়।
রোববার, ১৮ মে ২০২৫
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক স্কুল ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে জুবায়েত (২১) নামের এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশ’ টাকা অর্থ দণ্ড দিয়েছেন মোবাইল কোর্ট। গতকাল শনিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও মো. বিল্লাল হোসেন এ রায় দেন। জুবায়েদ উপজেলার চরটেকী নামাপাড়া গ্রামের এমদাদুল হকের ছেলে।
জানা যায়, নবম শ্রেণিতে পড়–য়া ছাত্রীটি বিদ্যালয়ের যাওয়া-আসার সময় প্রায়ই জুবায়েদ ইভটিজিং করে আসছিল। এ বিষয়ে স্কুল ছাত্রীর পরিবারের সদস্যরা অভিযুক্তের পরিবারসহ এলাকার গণ্যমান্য লোকজনদের নিকট বিচারপ্রার্থী হলেও তারা কোন প্রতিকার পায়নি। পরে স্কুল ছাত্রী ও তার পরিবারের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে লিখিত অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার সত্যতা পায়।