শ্রীমঙ্গল (মৌলভীবাজার) : জেলা পরিষদ অডিটোরিয়ামে নৃত্যশিল্পীরা -সংবাদ
শ্রীমঙ্গল নৃত্যাঙ্গনের উদ্যোগে জেলা পরিষদ অডিটোরিয়ামে মঞ্চস্থ হলো দেবীগাথাঁ নির্ভর নৃত্যনাট্য ‘রণরঙ্গে দেবাদৃতা’। গত বুধবার রাত ৮টায় অনুষ্ঠিত এই আয়োজনটি ছিল শিল্প, সংস্কৃতি ও ভক্তির মেলবন্ধনে এক অনন্য দৃষ্টান্ত। অনুষ্ঠানের সূচনালগ্নে অতিথিবৃন্দ প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর নৃত্যাঙ্গনের শিল্পীরা পরিবেশন করেন দলীয় নৃত্যানুষ্ঠান ‘নৃত্যলহড়ী’, যা দর্শকদের মন কাড়ে প্রথমেই। শুভ সূচনার পর একে একে মঞ্চে আসেন ঢাকা থেকে আগত অতিথি শিল্পীরা। নৃত্য পরিবেশনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের খণ্ডকালীন শিক্ষক ও নৃত্যশিল্পী সাইফুল ইসলাম সাকী, আনন্দলোক বসুন্ধরার নৃত্য প্রশিক্ষক রাফিয়াত নাসির কথা, এবং খ্যাতিমান নৃত্য পরিচালক ও ঢাকা রেওয়াজ পারফরমার্স স্কুলের প্রিন্সিপাল মুনমুন আহমেদ। ত্রিপুরা সুন্দরী রূপে মঞ্চ মাতান নৃত্যশিল্পী তোমা দেব পায়েল।
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) : জেলা পরিষদ অডিটোরিয়ামে নৃত্যশিল্পীরা -সংবাদ
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
শ্রীমঙ্গল নৃত্যাঙ্গনের উদ্যোগে জেলা পরিষদ অডিটোরিয়ামে মঞ্চস্থ হলো দেবীগাথাঁ নির্ভর নৃত্যনাট্য ‘রণরঙ্গে দেবাদৃতা’। গত বুধবার রাত ৮টায় অনুষ্ঠিত এই আয়োজনটি ছিল শিল্প, সংস্কৃতি ও ভক্তির মেলবন্ধনে এক অনন্য দৃষ্টান্ত। অনুষ্ঠানের সূচনালগ্নে অতিথিবৃন্দ প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর নৃত্যাঙ্গনের শিল্পীরা পরিবেশন করেন দলীয় নৃত্যানুষ্ঠান ‘নৃত্যলহড়ী’, যা দর্শকদের মন কাড়ে প্রথমেই। শুভ সূচনার পর একে একে মঞ্চে আসেন ঢাকা থেকে আগত অতিথি শিল্পীরা। নৃত্য পরিবেশনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের খণ্ডকালীন শিক্ষক ও নৃত্যশিল্পী সাইফুল ইসলাম সাকী, আনন্দলোক বসুন্ধরার নৃত্য প্রশিক্ষক রাফিয়াত নাসির কথা, এবং খ্যাতিমান নৃত্য পরিচালক ও ঢাকা রেওয়াজ পারফরমার্স স্কুলের প্রিন্সিপাল মুনমুন আহমেদ। ত্রিপুরা সুন্দরী রূপে মঞ্চ মাতান নৃত্যশিল্পী তোমা দেব পায়েল।