কুমিল্লার হোমনা উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে চারটি মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাত পরিচয় ২,২০০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ।
মামলাটি হোমনা থানার এসআই তাপস কুমার সরকার বৃহস্পতিবার রাতে দায়ের করেন।
স্থানীয়রা জানিয়েছেন, বুধবার ‘বেমজা মহসিন’ নামের একটি আইডি থেকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তি করে একটি পোস্ট প্রকাশিত হয়। এতে ক্ষুব্ধ হয়ে গ্রামে বিক্ষোভ শুরু হয়। পুলিশ ওই যুবক মহসীনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
বৃহস্পতিবার সকালে উত্তেজিত জনতা মাজার ও বসতবাড়িতে হামলা চালায়। হামলাকারীরা প্রথমে মহসিনের বসতবাড়ি, পরে কফিল উদ্দিন শাহর মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এছাড়া আবদু শাহর মাজার, কালাই (কানু) শাহর মাজার এবং হাওয়ালি শাহর মাজারেও হামলা চালানো হয়। হাওয়ালি শাহর মাজার চত্বরের তিনটি ঘরে আগুন লাগানো হয়, যেখানে একটি মোটরসাইকেলসহ অন্যান্য আসবাবপত্র পুড়ে যায়।
ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হোমনা থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “এ সময় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।”
পুলিশ মহসীন নামের ৩৫ বছর বয়সী যুবককে গ্রেপ্তার করেছে। তদন্ত চলমান।
---
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
কুমিল্লার হোমনা উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে চারটি মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাত পরিচয় ২,২০০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ।
মামলাটি হোমনা থানার এসআই তাপস কুমার সরকার বৃহস্পতিবার রাতে দায়ের করেন।
স্থানীয়রা জানিয়েছেন, বুধবার ‘বেমজা মহসিন’ নামের একটি আইডি থেকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তি করে একটি পোস্ট প্রকাশিত হয়। এতে ক্ষুব্ধ হয়ে গ্রামে বিক্ষোভ শুরু হয়। পুলিশ ওই যুবক মহসীনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
বৃহস্পতিবার সকালে উত্তেজিত জনতা মাজার ও বসতবাড়িতে হামলা চালায়। হামলাকারীরা প্রথমে মহসিনের বসতবাড়ি, পরে কফিল উদ্দিন শাহর মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এছাড়া আবদু শাহর মাজার, কালাই (কানু) শাহর মাজার এবং হাওয়ালি শাহর মাজারেও হামলা চালানো হয়। হাওয়ালি শাহর মাজার চত্বরের তিনটি ঘরে আগুন লাগানো হয়, যেখানে একটি মোটরসাইকেলসহ অন্যান্য আসবাবপত্র পুড়ে যায়।
ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হোমনা থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “এ সময় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।”
পুলিশ মহসীন নামের ৩৫ বছর বয়সী যুবককে গ্রেপ্তার করেছে। তদন্ত চলমান।
---