ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট জালাল উদ্দিন (৪৮) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার শ্যামকুড পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জালাল উদ্দিন ওই গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জালাল উদ্দিন নিজের বাড়ি থেকে বের হয়ে ড্রাগন ফলের বাগানে কাজ করতে যান। দুপুর গড়িয়ে গেলেও তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে সন্ধ্যার দিকে নয়াপাড়া গ্রামের নিকটবর্তী নিজ বাগানে নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্বজনরা। পরিবারের সদস্যরা জানান, বাগানে কাজ করার সময় জমিতে টানানো বৈদ্যুতিক তার স্পর্শ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, খবর পেয়েছি, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫
ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট জালাল উদ্দিন (৪৮) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার শ্যামকুড পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জালাল উদ্দিন ওই গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জালাল উদ্দিন নিজের বাড়ি থেকে বের হয়ে ড্রাগন ফলের বাগানে কাজ করতে যান। দুপুর গড়িয়ে গেলেও তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে সন্ধ্যার দিকে নয়াপাড়া গ্রামের নিকটবর্তী নিজ বাগানে নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্বজনরা। পরিবারের সদস্যরা জানান, বাগানে কাজ করার সময় জমিতে টানানো বৈদ্যুতিক তার স্পর্শ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, খবর পেয়েছি, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।