ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
নওগাঁর সাপাহারে নিজ বাসা থেকে নিখোঁজের ২৪ ঘন্টা পর নুরল ইসলাম (৭৩) নামে এক বৃদ্ধের মরদেহ পানি থেকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পিছলডাঙ্গা (মলপাড়া) গ্রামের অদূরে খাড়ির পানিতে ভাসমান হাত পা বাঁধা বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত নুরুল ইসলাম মলপাড়া গ্রামের মৃত আজির উদ্দিনের ছেলে।
বৃদ্ধের পারিবারিক সূত্রে জানা গেছে গত ০৮ অক্টোবর বুধবার ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে আর ফিরে না আসায় বুধবার সারাদিন তাকে খুঁজতে থাকে পরিবারের লোকজন। কোথাও তার কোন সন্ধান না পেয়ে পুনরায় গ্রামবাসী সহ সকলে মিলে বৃহস্পতিবার ভোর হতে আবার খোঁজাখুজি শুরুর এক পর্যায়ে গ্রামের অদূরে খাড়ির পানিতে বৃদ্ধের ভাসমান মরদেহ দেখতে পায়। সাথে সাথে গ্রামবাসী স্থানীয় থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনা স্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ থানা হেফাজতে নেয়।
এবিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ ঘটনাস্থল পরিদর্শন করে বলেন ধারনা করা হচ্ছে এটি একটি হত্যা কান্ড। ময়না তদন্তের জন্য মৃতদেহটি নওগাঁ মর্গে পাঠানো হয়েছে রিপোর্ট এলে মৃত্যের সঠিক কারণ জানা যাবে বলে তিনি জানিয়েছেন।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫
নওগাঁর সাপাহারে নিজ বাসা থেকে নিখোঁজের ২৪ ঘন্টা পর নুরল ইসলাম (৭৩) নামে এক বৃদ্ধের মরদেহ পানি থেকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পিছলডাঙ্গা (মলপাড়া) গ্রামের অদূরে খাড়ির পানিতে ভাসমান হাত পা বাঁধা বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত নুরুল ইসলাম মলপাড়া গ্রামের মৃত আজির উদ্দিনের ছেলে।
বৃদ্ধের পারিবারিক সূত্রে জানা গেছে গত ০৮ অক্টোবর বুধবার ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে আর ফিরে না আসায় বুধবার সারাদিন তাকে খুঁজতে থাকে পরিবারের লোকজন। কোথাও তার কোন সন্ধান না পেয়ে পুনরায় গ্রামবাসী সহ সকলে মিলে বৃহস্পতিবার ভোর হতে আবার খোঁজাখুজি শুরুর এক পর্যায়ে গ্রামের অদূরে খাড়ির পানিতে বৃদ্ধের ভাসমান মরদেহ দেখতে পায়। সাথে সাথে গ্রামবাসী স্থানীয় থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনা স্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ থানা হেফাজতে নেয়।
এবিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ ঘটনাস্থল পরিদর্শন করে বলেন ধারনা করা হচ্ছে এটি একটি হত্যা কান্ড। ময়না তদন্তের জন্য মৃতদেহটি নওগাঁ মর্গে পাঠানো হয়েছে রিপোর্ট এলে মৃত্যের সঠিক কারণ জানা যাবে বলে তিনি জানিয়েছেন।