নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় মাদকসেবনের সময় চারজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাত ১১টার দিকে উপজেলার গারাউন্দ এলাকার একটি মাজার থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন উপজেলার মানশ্রী পূর্বপাড়ার মীর্জা আহম্মদ আলী মিয়ার ছেলে মির্জা আমিরুল ইসলাম (৪০), মানশ্রী গ্রামের হেলাল মিয়ার ছেলে মো. শাকিল মিয়া (২৬), মাঘান পশ্চিমপাড়ার মতিউর রহমানের ছেলে মো. মিজানুর রহমান (৩৫) এবং মোহনগঞ্জ পৌরশহরের দক্ষিণ দৌলতপুরের আমির মিয়ার ছেলে তরিকুল ইসলাম (৩৩)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের মাদকসেবনরত অবস্থায় আটক করা হয়।
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় মাদকসেবনের সময় চারজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাত ১১টার দিকে উপজেলার গারাউন্দ এলাকার একটি মাজার থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন উপজেলার মানশ্রী পূর্বপাড়ার মীর্জা আহম্মদ আলী মিয়ার ছেলে মির্জা আমিরুল ইসলাম (৪০), মানশ্রী গ্রামের হেলাল মিয়ার ছেলে মো. শাকিল মিয়া (২৬), মাঘান পশ্চিমপাড়ার মতিউর রহমানের ছেলে মো. মিজানুর রহমান (৩৫) এবং মোহনগঞ্জ পৌরশহরের দক্ষিণ দৌলতপুরের আমির মিয়ার ছেলে তরিকুল ইসলাম (৩৩)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের মাদকসেবনরত অবস্থায় আটক করা হয়।