ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের আনারপুরা এলাকায় গত সোমবার সকালে সড়ক দুর্ঘটনায় ব্যাটারী চালিত থ্রি হুইলারের যাত্রী বিল্লাল হোসেন (৬৫) ও তার স্ত্রী আলনাবেগম (৫০) নিহত ও ব্যাটারী চালিত যানের অজ্ঞাত চালকসহ একই পরিবারের অপর দুইযাত্রী অঞ্জনা বেগম (২৩) ও শিশু আানিসা (৪) আহত হয়েছেন। হাতাহতরা একই পরিবারের সদস্য ও কুমিল্লা জেলার মেঘনা থানার দড়ি লুটেরচর গ্রামের বাসিন্দা।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার ভবেরচর হাইওয়ে পুলিশের ডিউটি অফিসার এএসআই সাইফুল ইসলাম জানান, গত সোমবার সকাল আনুমানিক সাড়ে ৯ টায় মহাসড়কের আনারপুরা এলাকায় মহাসড়কে ইউটার্ণ নেয়ার সময়, চাঁদপুর থেকে ঢাকাগামী মতলব এক্সপ্রেসের দ্রুত গতির একটি যাত্রীবাহী বাস (নং ঢাকা মেট্টো-ব-১৪-৪৪৫৬) ব্যাটারি চালিত থ্রি হুইলারকে সজোড়ে ধাক্কা দেয়ার কারণে ওই হতাহতের ঘটনা ঘটে। ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, দুর্ঘটনা কবলীত বাস ও থ্রি হুইলার পুলিশ জব্দ করেছে।
এ সময় বাস চালক কাউসার আহম্মেদকে(৩২) আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, আহতদের গজারিয়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স জরুরী বিভাগে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসার পর বিল্লাল হোসেন (৭৫) অঞ্জনা আক্তার (২৩) ও শিশু আনিসা বেগমকে(৪) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঢাকায় নেয়ার পথে যাত্রী দম্পতি বিল্লাল ও আলনার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন নিহতের চাচা নজরুল ইসলাম।
উল্লেখ্য, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৪ কিলোমিটার জুড়ে নিষিদ্ধ ঘোষিত থ্রি হুইলারের অবাধ বেপড়োয়া চলাচলের কারণে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বেড়ে চলছে। গত ১০ মাসে মহাসড়কের গজারিয়া অংশে সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত ও অর্ধশতাধিক যাত্রী ও পথচারী আহত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের আনারপুরা এলাকায় গত সোমবার সকালে সড়ক দুর্ঘটনায় ব্যাটারী চালিত থ্রি হুইলারের যাত্রী বিল্লাল হোসেন (৬৫) ও তার স্ত্রী আলনাবেগম (৫০) নিহত ও ব্যাটারী চালিত যানের অজ্ঞাত চালকসহ একই পরিবারের অপর দুইযাত্রী অঞ্জনা বেগম (২৩) ও শিশু আানিসা (৪) আহত হয়েছেন। হাতাহতরা একই পরিবারের সদস্য ও কুমিল্লা জেলার মেঘনা থানার দড়ি লুটেরচর গ্রামের বাসিন্দা।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার ভবেরচর হাইওয়ে পুলিশের ডিউটি অফিসার এএসআই সাইফুল ইসলাম জানান, গত সোমবার সকাল আনুমানিক সাড়ে ৯ টায় মহাসড়কের আনারপুরা এলাকায় মহাসড়কে ইউটার্ণ নেয়ার সময়, চাঁদপুর থেকে ঢাকাগামী মতলব এক্সপ্রেসের দ্রুত গতির একটি যাত্রীবাহী বাস (নং ঢাকা মেট্টো-ব-১৪-৪৪৫৬) ব্যাটারি চালিত থ্রি হুইলারকে সজোড়ে ধাক্কা দেয়ার কারণে ওই হতাহতের ঘটনা ঘটে। ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, দুর্ঘটনা কবলীত বাস ও থ্রি হুইলার পুলিশ জব্দ করেছে।
এ সময় বাস চালক কাউসার আহম্মেদকে(৩২) আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, আহতদের গজারিয়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স জরুরী বিভাগে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসার পর বিল্লাল হোসেন (৭৫) অঞ্জনা আক্তার (২৩) ও শিশু আনিসা বেগমকে(৪) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঢাকায় নেয়ার পথে যাত্রী দম্পতি বিল্লাল ও আলনার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন নিহতের চাচা নজরুল ইসলাম।
উল্লেখ্য, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৪ কিলোমিটার জুড়ে নিষিদ্ধ ঘোষিত থ্রি হুইলারের অবাধ বেপড়োয়া চলাচলের কারণে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বেড়ে চলছে। গত ১০ মাসে মহাসড়কের গজারিয়া অংশে সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত ও অর্ধশতাধিক যাত্রী ও পথচারী আহত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।