নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কামরুন নাহার সায়মা (২৩) নামের এক যুবতির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে আজ মঙ্গলবার বিকেলে কাইকারটেক এলাকার রাস্তার পাশের ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউপির কাইকারটেক এলাকায় কাইকারটেক-নবীগঞ্জ সড়কের পাশের ঝোপ থেকে এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছিল। দুপুরের দিকে স্থানীয় কয়েকজন মিলে ঝোপের কাছে গিয়ে দুর্গন্ধযুক্ত একটি ব্যাগ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পুলিশ গিয়ে ব্যাগ উদ্ধার করে খোলার পর দেখা যায়, ব্যাগের ভেতর স্কচটেপ দিয়ে একটি বস্তা মোড়ানো। পরে বস্তা খুললে ভেতরে যুবতির অর্ধগলিত মরদেহ দেখতে পায়। মরদেহের গলায় দড়ি এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় পুলিশ ও স্থানীয়রা।
মোগরাপাড়া ইউপি এলাকার কয়েকজন জানান, কামরুন নাহার সায়মা শরিয়তপুর জেলার জাজিরা এলাকার মৃত সাদেক মোল্লার মেয়ে। সে মোগরাপাড়া এলাকায় বাসা ভাড়ায় থেকে চৌরাস্তায় কলাপাতা বার্গার নামের একটি রেস্টুরেন্টে চাকরি করতো। সোনারগাঁ থানার তদন্ত ওসি রাশেদুল হাসান জানান, বস্তাবন্দি এক যুবতির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে হত্যার পর ব্যাগে ভরে ফেলে গেছে। এই ঘটনার সাথে জড়িত অপরাধীদের চিহ্নিত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কামরুন নাহার সায়মা (২৩) নামের এক যুবতির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে আজ মঙ্গলবার বিকেলে কাইকারটেক এলাকার রাস্তার পাশের ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউপির কাইকারটেক এলাকায় কাইকারটেক-নবীগঞ্জ সড়কের পাশের ঝোপ থেকে এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছিল। দুপুরের দিকে স্থানীয় কয়েকজন মিলে ঝোপের কাছে গিয়ে দুর্গন্ধযুক্ত একটি ব্যাগ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পুলিশ গিয়ে ব্যাগ উদ্ধার করে খোলার পর দেখা যায়, ব্যাগের ভেতর স্কচটেপ দিয়ে একটি বস্তা মোড়ানো। পরে বস্তা খুললে ভেতরে যুবতির অর্ধগলিত মরদেহ দেখতে পায়। মরদেহের গলায় দড়ি এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় পুলিশ ও স্থানীয়রা।
মোগরাপাড়া ইউপি এলাকার কয়েকজন জানান, কামরুন নাহার সায়মা শরিয়তপুর জেলার জাজিরা এলাকার মৃত সাদেক মোল্লার মেয়ে। সে মোগরাপাড়া এলাকায় বাসা ভাড়ায় থেকে চৌরাস্তায় কলাপাতা বার্গার নামের একটি রেস্টুরেন্টে চাকরি করতো। সোনারগাঁ থানার তদন্ত ওসি রাশেদুল হাসান জানান, বস্তাবন্দি এক যুবতির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে হত্যার পর ব্যাগে ভরে ফেলে গেছে। এই ঘটনার সাথে জড়িত অপরাধীদের চিহ্নিত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।