ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বান্দরবানের আলীকদম উপজেলার সীমান্ত এলাকায় মায়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরনে এক ম্রো উপজাতীয় জুমিয়া কৃষক নিহত ও ১ বাংলাদেশি নাগরিক আহত হয়েছে। মঙ্গলবার, (১৪ অক্টোবর ২০২৫) সকালে বান্দরবানের আলীকদম উপজেলার পৌয়ামুহুরী সংলগ্ন রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্ত এলাকার বিপরীতে মায়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে মায়ানমার নাগরিক নিহত ও এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, নিহত মায়ানমার নাগরিকের মৃতদেহ ঘটনাস্থলে রয়েছে। আহত বাংলাদেশি নাগরিক নিজেই তার নিজ এলাকা গর্জনপাড়া চলে আসে। কুরুকপাতা ইউপি চেয়ারম্যান ক্রাতপুং ম্রো জানান, আহত ব্যক্তি তার নিজ পাড়ায় চিকিৎসা নিচ্ছেন। এখনও হাসপাতালে আনা হয়নি। সীমান্তে মাইন বিস্ফোরণের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার, সকাল আনুমানিক ১০টা নাগাদ রামু ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তের বিপি-৫৫ পিলারের পশ্চিমে মায়ানমারের হটাওমগপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই সময় দুইজন জুমচাষী নিজেদের জুম বাগান দেখতে যাওয়ার পথে মাইন বিস্ফোরণে পড়েন।
এতে ঘটনাস্থলেই মায়ানমার নাগরিক তাংলাই ম্রোর ছেলে মেনথ্যাং ম্রো (৪০) নিহত হন। তিনি মায়ানমারের নতুন পাড়া গ্রামের বাসিন্দা।
এদিকে আহত ব্যক্তি আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের গর্জন পাড়ার বাসিন্দা শাংওয়ান ম্রোর ছেলে ম্যাংসার ম্রো (৩০) সে বাংলাদেশি নাগরিক।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
বান্দরবানের আলীকদম উপজেলার সীমান্ত এলাকায় মায়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরনে এক ম্রো উপজাতীয় জুমিয়া কৃষক নিহত ও ১ বাংলাদেশি নাগরিক আহত হয়েছে। মঙ্গলবার, (১৪ অক্টোবর ২০২৫) সকালে বান্দরবানের আলীকদম উপজেলার পৌয়ামুহুরী সংলগ্ন রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্ত এলাকার বিপরীতে মায়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে মায়ানমার নাগরিক নিহত ও এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, নিহত মায়ানমার নাগরিকের মৃতদেহ ঘটনাস্থলে রয়েছে। আহত বাংলাদেশি নাগরিক নিজেই তার নিজ এলাকা গর্জনপাড়া চলে আসে। কুরুকপাতা ইউপি চেয়ারম্যান ক্রাতপুং ম্রো জানান, আহত ব্যক্তি তার নিজ পাড়ায় চিকিৎসা নিচ্ছেন। এখনও হাসপাতালে আনা হয়নি। সীমান্তে মাইন বিস্ফোরণের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার, সকাল আনুমানিক ১০টা নাগাদ রামু ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তের বিপি-৫৫ পিলারের পশ্চিমে মায়ানমারের হটাওমগপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই সময় দুইজন জুমচাষী নিজেদের জুম বাগান দেখতে যাওয়ার পথে মাইন বিস্ফোরণে পড়েন।
এতে ঘটনাস্থলেই মায়ানমার নাগরিক তাংলাই ম্রোর ছেলে মেনথ্যাং ম্রো (৪০) নিহত হন। তিনি মায়ানমারের নতুন পাড়া গ্রামের বাসিন্দা।
এদিকে আহত ব্যক্তি আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের গর্জন পাড়ার বাসিন্দা শাংওয়ান ম্রোর ছেলে ম্যাংসার ম্রো (৩০) সে বাংলাদেশি নাগরিক।