ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
আগামী বছর যারা হজ করতে সৌদি আরবে যেতে চান, তাদের নিবন্ধনের সময় আজকের দিন পর্যন্ত বাড়ানো হয়েছে। বুধবার, (১৫ অক্টোবর ২০২৫) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, সরকারি ও বেসরকারি মাধ্যমে হজযাত্রী নিবন্ধনের সময়সীমা ‘বিশেষ বিবেচনায়’ বৃহস্পতিবার (আজ) পর্যন্ত বাড়ানো হলো। এ সময়ের মধ্যে হজে গমনেচ্ছুদের নিবন্ধন করে তাদের হজ গমন নিশ্চিত করার জন্য অনুরোধ করা হয়।
সৌদি সরকারের ঘোষিত রোডম্যাপ অনুসারে গত ১২ অক্টোবর হজযাত্রী নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। সেই সময় বাড়ানো হলো চার দিন। সৌদি আরবের নির্ধারণ করা কোটা অনুযায়ী, বাংলাদেশ থেকে এবার এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন। তবে কোটার অর্ধেকও এখনও নিবন্ধন করেন নি।
বুধবার, দুপুর ৩টা ১০মিনিটে দেখা যায়, তখন পর্যন্ত সরকারিভাবে ৩ হাজার ৭৬০ জন এবং বেসরকারি মাধ্যমে ৫১ হাজার ৮১ জন হজ করার জন্য নিবন্ধন করেছেন। বেসরকারি ব্যবস্থাপনায় যারা হজে যেতে আগ্রহী, তাদের জন্য তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।
এর মধ্যে খাওয়া ও কোরবানিসহ বিশেষ হজ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া সাধারণ প্যাকেজের মাধ্যমে হজ পালনে ব্যয় হবে ৫ লাখ ৫০ হাজার টাকা এবং সাশ্রয়ী হজ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫ লাখ ১০ হাজার টাকা।
সরকারি ব্যবস্থাপনায় হজের জন্য দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে প্যাকেজ-১ এর মাধ্যমে হজ পালনে খরচ ধরা হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা। এছাড়া হজ প্যাকেজ-২ এ ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা ও হজ প্যাকেজ-৩ এ ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা খরচ ধরা হয়েছে।
এছাড়া ‘বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ’ শিরোনামে একটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছিল। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫ লাখ ৯ হাজার ১৮৫ টাকা। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে হজ হবে।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
আগামী বছর যারা হজ করতে সৌদি আরবে যেতে চান, তাদের নিবন্ধনের সময় আজকের দিন পর্যন্ত বাড়ানো হয়েছে। বুধবার, (১৫ অক্টোবর ২০২৫) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, সরকারি ও বেসরকারি মাধ্যমে হজযাত্রী নিবন্ধনের সময়সীমা ‘বিশেষ বিবেচনায়’ বৃহস্পতিবার (আজ) পর্যন্ত বাড়ানো হলো। এ সময়ের মধ্যে হজে গমনেচ্ছুদের নিবন্ধন করে তাদের হজ গমন নিশ্চিত করার জন্য অনুরোধ করা হয়।
সৌদি সরকারের ঘোষিত রোডম্যাপ অনুসারে গত ১২ অক্টোবর হজযাত্রী নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। সেই সময় বাড়ানো হলো চার দিন। সৌদি আরবের নির্ধারণ করা কোটা অনুযায়ী, বাংলাদেশ থেকে এবার এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন। তবে কোটার অর্ধেকও এখনও নিবন্ধন করেন নি।
বুধবার, দুপুর ৩টা ১০মিনিটে দেখা যায়, তখন পর্যন্ত সরকারিভাবে ৩ হাজার ৭৬০ জন এবং বেসরকারি মাধ্যমে ৫১ হাজার ৮১ জন হজ করার জন্য নিবন্ধন করেছেন। বেসরকারি ব্যবস্থাপনায় যারা হজে যেতে আগ্রহী, তাদের জন্য তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।
এর মধ্যে খাওয়া ও কোরবানিসহ বিশেষ হজ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া সাধারণ প্যাকেজের মাধ্যমে হজ পালনে ব্যয় হবে ৫ লাখ ৫০ হাজার টাকা এবং সাশ্রয়ী হজ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫ লাখ ১০ হাজার টাকা।
সরকারি ব্যবস্থাপনায় হজের জন্য দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে প্যাকেজ-১ এর মাধ্যমে হজ পালনে খরচ ধরা হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা। এছাড়া হজ প্যাকেজ-২ এ ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা ও হজ প্যাকেজ-৩ এ ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা খরচ ধরা হয়েছে।
এছাড়া ‘বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ’ শিরোনামে একটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছিল। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫ লাখ ৯ হাজার ১৮৫ টাকা। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে হজ হবে।