টাঙ্গাইলে বাসে দুর্বৃত্তদের দেয়া আগুন নেভাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা -সংবাদ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির মধ্যে বৃহস্পতিবার,(১৩ নভেম্বর ২০২৫) ও রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ, যানবাহনে আগুন এবং বিক্ষিপ্ত হাতবোমা বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক রয়েছে জনমনে। তবে নাশকতা ঠেকাতে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা অভিযান চালাচ্ছেন। গ্রেপ্তার করা হয়েছে আ’লীগের দেড় শতাধিক নেতাকর্মীকে। গত বুধবার থেকেই ঢাকার প্রবেশপথগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। সন্দেহভাজনদের থামিয়ে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তল্লাশি করা হচ্ছে সঙ্গে থাকা ব্যাগ।
বৃহস্পতিবার,(১৩ নভেম্বর ২০২৫) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় সতর্ক অবস্থানে দেখা যায় পুলিশ, এপিবিএন ও বিজিবি সদস্যদের। পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। পুরো এলাকাজুড়ে গড়ে তোলা হয়েছে নিরাপত্তা বলয়। ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের সহকারী কমিনার মো. মাজহারুল ইসলাম বলেন, ‘ট্রাইব্যুনাল ও এর আশপাশের এলাকায় পর্যাপ্ত ফোর্স ডেপ্লয় করা হয়েছে। জিরো পয়েন্ট, দোয়েল চত্বর ও মৎস্য ভবন এলাকায় চেকপোস্ট বসিয়ে কার্যক্রম চালানো হয়। আমরা সবার সঙ্গে সমন্বয় করে কাজ করছি।’
মহানগর পুলিশের ওয়ারী বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে ‘সর্বাত্মক প্রস্তুতি’ রয়েছে তাদের। তার আওতাধীন এলাকায় ঢাকার ডেমরা, সাইনবোর্ড ও পোস্তগোলা হয়ে তিনটি ‘এক্সিট ও এন্ট্রি পয়েন্ট’ রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘তিনটা রোডেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। চেকপোস্ট ও টহল কার্যক্রম চলমান রয়েছে। কেউ যেন কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা করতে না পারে আমরা সতর্ক রয়েছি।’
সারাদেশে ৭ ঘণ্টায় ৭ গাড়িতে আগুন
রাজধানীসহ টাঙ্গাইল, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুরে গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৭ ঘণ্টায় ৭টি যানবাহনে আগুনের ঘটনা ঘটে। বৃহস্পতিবার,(১৩ নভেম্বর ২০২৫) সকালে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাশেদুল খালিদ এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল বুধবার রাত ১২টার পর থেকে বৃহস্পতিবার সকাল ৭টা ২০ মিনিট পর্যন্ত এসব আগুনের ঘটনা ঘটে। রাশেদুল খালিদ জানিয়েছেন, ঢাকায় আগুনের ঘটনা ঘটেছে দুই জায়গায়। কমলাপুর রেলস্টেশনের পাশে লেগুনায় বুধবার রাত পৌনে ৩টার দিকে এবং পল্লবীতে ট্রাস্ট পরিবহনের যাত্রীবাহী বাসে রাত ১২টা ১০ মিনিটে আগুন দেয়া হয়। ঢাকার বাইরে টাঙ্গাইলের বারই খোলায় যাত্রীবাহী বাসে রাত ১২টা ২৫ মিনিটে, গজারিয়ার মুন্সিগঞ্জ আকিজ পেপার মিলের সামনে ৩টা ৩৮ মিনিটে একটি ট্রাকে আগুন দেয়া হয়। এছাড়া ভোর ৪টা ৪০ মিনিটে গোপালগঞ্জ গণপূর্ত অফিসের পাশে একটি পিকআপ ও পাজেরো জিপে এবং শরিয়তপুরের নাওডোবা গোল চত্বরে একটি ট্রাকে সকাল ৭টা ২০ মিনিটে আগুন দেয়া হয়েছে। এসব আগুনের ঘটনায় হতাহতের কোনো হতাহত হয়নি বলেও জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। রাজধানীতে ট্রেন ও বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে বুধবার সন্ধ্যার পর। হাতবোমার বিস্ফোরণ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
### ফরিদপুরে লাগেজ থেকে ৩২টি পেট্রোল বোমা উদ্ধার
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মহাসড়কের পাশে ফেলে রাখা লাগেজ থেকে ৩২টি পেট্রোল বোমা সদৃশ বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুর ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদি ইউনিয়নের মুনসুরাবাদ এলাকা থেকে বিস্ফোরকগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন। ওসি আশরাফ হোসেন বলেন, আওয়ামী লীগ ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে দুপুরে মুনসুরাবাদ এলাকায় নাশকতার প্রস্তুতির খবর পেয়ে অভিযানে নামে থানা পুলিশ। পরে দুর্বৃত্তরা টের পেয়ে সড়কের পাশে লাগেজটি রেখে পালিয়ে যায়। লাগেজের ভেতর থেকে ৩২টি বোতল পেট্রোল বোমা সদৃশ বিস্ফোরক উদ্ধার করা হয়। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি, তবে তদন্ত চলছে বলে জানান ওসি।
### ভাঙ্গায় টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে সড়ক অবরোধ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার শুয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে অবরোধ শুরু করেন তারা। এ সময় মহাসড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে আওয়ামী লীগের সমর্থিত কর্মীরা যান চলাচল বন্ধ করে দেন। এতে মহাসড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এ সময় অনেককে দেশীয় অস্ত্র, রামদা ও লাঠিসোটা হাতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে দেখা যায়। স্থানীয়রা বলছেন, ভোর থেকেই আওয়ামী লীগের কয়েকজন লকডাউনের সমর্থনে সড়কে অবস্থান নেন। পরে আরও অনেকে যোগ দিলে পুরো রাস্তা অবরোধ হয়ে যায়। এতে এলাকায় উত্তেজনা তৈরি হয়।
### বরগুনায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে অগ্নিসংযোগ
আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচির আগের রাতে বরগুনায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত আনুমানিক সোয়া ১টার দিকে বরগুনা সার্কিট হাউজ এবং মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি স্তম্ভ সংলগ্ন জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে এ ঘটনা ঘটে বলে জানান বরগুনা সদর থানার ওসি মো. ইয়াকুব হোসাইন। এদিকে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভের নিচের অংশে আগুন জ্বালিয়ে দেয়ার সময়ের একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ১১ সেকেণ্ডর ওই ভিডিওতে দেখা যায়, জুলাই স্মৃতি স্তম্ভের বেদীতে তেল জাতীয় কিছু একটা ছিটিয়ে দিয়াশলাই দিয়ে অগ্নিসংযোগ ঘটায় দুর্বৃত্তরা। আগুন জ্বলে ওঠার সঙ্গে সঙ্গেই তারা স্থান ত্যাগ করে।
### ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে রেললাইনে আগুন
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় গভীর রাতে রেললাইনে আগুন দেয়া হয়েছে। উপজেলার দুবলা এলাকায় আখাউড়া-চিনাইর সড়কের পাশে ঢাকা-চট্টগ্রাম রেলপথে গতকাল বুধবার রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান আখাউড়া রেলওয়ে থানার ওসি এস এম শফিকুল ইসলাম। এতে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে আধা ঘণ্টার জন্য ওই রেলপথে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। ওসি বলেন, দুর্বৃত্তরা রেলাইনের ওপর প্লাস্টিকের পাইপে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তবে এর আগেই সেখান থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
### ঢাকায় আওয়ামী লীগের ৪৩ নেতাকর্মী গ্রেপ্তার
শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণার দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৩ নেতাকর্মীকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার ডিএমপির পাঠানো এক বার্তায় ঢাকার বিভিন্ন এলাকা থেকে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তারের তথ্য জানানো হয়েছে। ডিএমপি বলছে, গ্রেপ্তারকৃতরা ‘নাশকতার চেষ্টা চালিয়েছেন ও ঝটিকা মিছিলের’ সঙ্গে জড়িত আছেন। তবে তাদের বিস্তারিত নাম-পরিচয় জানানো হয়নি।
### বঙ্গবন্ধুর বাড়ির সামনে স্লোগান দিয়ে নারী গ্রেপ্তার
ধানমন্ডি ৩২ নম্বরে গুড়িয়ে দেয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির কাছ থেকে একজন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে সালমা আকতার (৩২) নামের ওই নারী আওয়ামী লীগের সমর্থনে স্লোগান দিলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা তাকে ধরে পুলিশে দেয়। পরে পুলিশ তাকে হেফাজতে নেয় বলে জানান, পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম জানান। তিনি বলেন, ‘এই নারী নিষিদ্ধ সংগঠনের পক্ষে সেখানে আসে এবং বিভিন্ন সময়ে মিছিলে অংশ নেয়।’
### নারায়ণগঞ্জে ‘আওয়ামী লীগের’ ২৭ জন গ্রেপ্তার
নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গত ১২ ঘণ্টায় অন্তত ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল দুপুরে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, জেলার সাতটি থানা এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। গতকাল বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত জেলাজুড়ে অন্তত ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সদস্য। এর আগের ৩৬ ঘণ্টায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া কিছু ককটেল, পেট্রোল ও বিস্ফোরক দ্রব্যও উদ্ধার করা হয় বলে এ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
### কুড়িগ্রামে নাশকতার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২০
নাশকতার চেষ্টার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ২০ জনকে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। এর আগে গত মঙ্গলবার গ্রেপ্তার করা হয় ১৩ জনকে। এ নিয়ে নাশকতাবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তারের সংখ্যা ৩৩ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম। অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম বলেন, তথাকথিত লকডাউনকে কেন্দ্র করে কুড়িগ্রাম জেলায় অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা ও সহযোগিতার অভিযোগে সর্বমোট ৩৩ জন আসামিকে কুড়িগ্রাম জেলার বিভিন্ন মামলায় গ্রেপ্তার করে পুলিশ। জেলার আইনশৃঙ্খলা রক্ষায় এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
### নেত্রকোনায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
নেত্রকোনার দূর্গাপুরে নাশকতার চেষ্টার অভিযোগে কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তারের খবর জানিয়েছে পুলিশ। দূর্গাপুর থানার ওসি মো. মাহমুদুল হাসান জানান, বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বুধবার দিন ও রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ওসি মাহমুদুল হাসান বলেন, ‘আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচিকে ঘিরে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করা হচ্ছে তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
টাঙ্গাইলে বাসে দুর্বৃত্তদের দেয়া আগুন নেভাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা -সংবাদ
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির মধ্যে বৃহস্পতিবার,(১৩ নভেম্বর ২০২৫) ও রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ, যানবাহনে আগুন এবং বিক্ষিপ্ত হাতবোমা বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক রয়েছে জনমনে। তবে নাশকতা ঠেকাতে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা অভিযান চালাচ্ছেন। গ্রেপ্তার করা হয়েছে আ’লীগের দেড় শতাধিক নেতাকর্মীকে। গত বুধবার থেকেই ঢাকার প্রবেশপথগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। সন্দেহভাজনদের থামিয়ে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তল্লাশি করা হচ্ছে সঙ্গে থাকা ব্যাগ।
বৃহস্পতিবার,(১৩ নভেম্বর ২০২৫) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় সতর্ক অবস্থানে দেখা যায় পুলিশ, এপিবিএন ও বিজিবি সদস্যদের। পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। পুরো এলাকাজুড়ে গড়ে তোলা হয়েছে নিরাপত্তা বলয়। ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের সহকারী কমিনার মো. মাজহারুল ইসলাম বলেন, ‘ট্রাইব্যুনাল ও এর আশপাশের এলাকায় পর্যাপ্ত ফোর্স ডেপ্লয় করা হয়েছে। জিরো পয়েন্ট, দোয়েল চত্বর ও মৎস্য ভবন এলাকায় চেকপোস্ট বসিয়ে কার্যক্রম চালানো হয়। আমরা সবার সঙ্গে সমন্বয় করে কাজ করছি।’
মহানগর পুলিশের ওয়ারী বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে ‘সর্বাত্মক প্রস্তুতি’ রয়েছে তাদের। তার আওতাধীন এলাকায় ঢাকার ডেমরা, সাইনবোর্ড ও পোস্তগোলা হয়ে তিনটি ‘এক্সিট ও এন্ট্রি পয়েন্ট’ রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘তিনটা রোডেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। চেকপোস্ট ও টহল কার্যক্রম চলমান রয়েছে। কেউ যেন কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা করতে না পারে আমরা সতর্ক রয়েছি।’
সারাদেশে ৭ ঘণ্টায় ৭ গাড়িতে আগুন
রাজধানীসহ টাঙ্গাইল, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুরে গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৭ ঘণ্টায় ৭টি যানবাহনে আগুনের ঘটনা ঘটে। বৃহস্পতিবার,(১৩ নভেম্বর ২০২৫) সকালে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাশেদুল খালিদ এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল বুধবার রাত ১২টার পর থেকে বৃহস্পতিবার সকাল ৭টা ২০ মিনিট পর্যন্ত এসব আগুনের ঘটনা ঘটে। রাশেদুল খালিদ জানিয়েছেন, ঢাকায় আগুনের ঘটনা ঘটেছে দুই জায়গায়। কমলাপুর রেলস্টেশনের পাশে লেগুনায় বুধবার রাত পৌনে ৩টার দিকে এবং পল্লবীতে ট্রাস্ট পরিবহনের যাত্রীবাহী বাসে রাত ১২টা ১০ মিনিটে আগুন দেয়া হয়। ঢাকার বাইরে টাঙ্গাইলের বারই খোলায় যাত্রীবাহী বাসে রাত ১২টা ২৫ মিনিটে, গজারিয়ার মুন্সিগঞ্জ আকিজ পেপার মিলের সামনে ৩টা ৩৮ মিনিটে একটি ট্রাকে আগুন দেয়া হয়। এছাড়া ভোর ৪টা ৪০ মিনিটে গোপালগঞ্জ গণপূর্ত অফিসের পাশে একটি পিকআপ ও পাজেরো জিপে এবং শরিয়তপুরের নাওডোবা গোল চত্বরে একটি ট্রাকে সকাল ৭টা ২০ মিনিটে আগুন দেয়া হয়েছে। এসব আগুনের ঘটনায় হতাহতের কোনো হতাহত হয়নি বলেও জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। রাজধানীতে ট্রেন ও বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে বুধবার সন্ধ্যার পর। হাতবোমার বিস্ফোরণ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
### ফরিদপুরে লাগেজ থেকে ৩২টি পেট্রোল বোমা উদ্ধার
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মহাসড়কের পাশে ফেলে রাখা লাগেজ থেকে ৩২টি পেট্রোল বোমা সদৃশ বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুর ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদি ইউনিয়নের মুনসুরাবাদ এলাকা থেকে বিস্ফোরকগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন। ওসি আশরাফ হোসেন বলেন, আওয়ামী লীগ ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে দুপুরে মুনসুরাবাদ এলাকায় নাশকতার প্রস্তুতির খবর পেয়ে অভিযানে নামে থানা পুলিশ। পরে দুর্বৃত্তরা টের পেয়ে সড়কের পাশে লাগেজটি রেখে পালিয়ে যায়। লাগেজের ভেতর থেকে ৩২টি বোতল পেট্রোল বোমা সদৃশ বিস্ফোরক উদ্ধার করা হয়। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি, তবে তদন্ত চলছে বলে জানান ওসি।
### ভাঙ্গায় টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে সড়ক অবরোধ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার শুয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে অবরোধ শুরু করেন তারা। এ সময় মহাসড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে আওয়ামী লীগের সমর্থিত কর্মীরা যান চলাচল বন্ধ করে দেন। এতে মহাসড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এ সময় অনেককে দেশীয় অস্ত্র, রামদা ও লাঠিসোটা হাতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে দেখা যায়। স্থানীয়রা বলছেন, ভোর থেকেই আওয়ামী লীগের কয়েকজন লকডাউনের সমর্থনে সড়কে অবস্থান নেন। পরে আরও অনেকে যোগ দিলে পুরো রাস্তা অবরোধ হয়ে যায়। এতে এলাকায় উত্তেজনা তৈরি হয়।
### বরগুনায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে অগ্নিসংযোগ
আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচির আগের রাতে বরগুনায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত আনুমানিক সোয়া ১টার দিকে বরগুনা সার্কিট হাউজ এবং মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি স্তম্ভ সংলগ্ন জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে এ ঘটনা ঘটে বলে জানান বরগুনা সদর থানার ওসি মো. ইয়াকুব হোসাইন। এদিকে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভের নিচের অংশে আগুন জ্বালিয়ে দেয়ার সময়ের একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ১১ সেকেণ্ডর ওই ভিডিওতে দেখা যায়, জুলাই স্মৃতি স্তম্ভের বেদীতে তেল জাতীয় কিছু একটা ছিটিয়ে দিয়াশলাই দিয়ে অগ্নিসংযোগ ঘটায় দুর্বৃত্তরা। আগুন জ্বলে ওঠার সঙ্গে সঙ্গেই তারা স্থান ত্যাগ করে।
### ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে রেললাইনে আগুন
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় গভীর রাতে রেললাইনে আগুন দেয়া হয়েছে। উপজেলার দুবলা এলাকায় আখাউড়া-চিনাইর সড়কের পাশে ঢাকা-চট্টগ্রাম রেলপথে গতকাল বুধবার রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান আখাউড়া রেলওয়ে থানার ওসি এস এম শফিকুল ইসলাম। এতে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে আধা ঘণ্টার জন্য ওই রেলপথে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। ওসি বলেন, দুর্বৃত্তরা রেলাইনের ওপর প্লাস্টিকের পাইপে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তবে এর আগেই সেখান থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
### ঢাকায় আওয়ামী লীগের ৪৩ নেতাকর্মী গ্রেপ্তার
শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণার দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৩ নেতাকর্মীকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার ডিএমপির পাঠানো এক বার্তায় ঢাকার বিভিন্ন এলাকা থেকে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তারের তথ্য জানানো হয়েছে। ডিএমপি বলছে, গ্রেপ্তারকৃতরা ‘নাশকতার চেষ্টা চালিয়েছেন ও ঝটিকা মিছিলের’ সঙ্গে জড়িত আছেন। তবে তাদের বিস্তারিত নাম-পরিচয় জানানো হয়নি।
### বঙ্গবন্ধুর বাড়ির সামনে স্লোগান দিয়ে নারী গ্রেপ্তার
ধানমন্ডি ৩২ নম্বরে গুড়িয়ে দেয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির কাছ থেকে একজন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে সালমা আকতার (৩২) নামের ওই নারী আওয়ামী লীগের সমর্থনে স্লোগান দিলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা তাকে ধরে পুলিশে দেয়। পরে পুলিশ তাকে হেফাজতে নেয় বলে জানান, পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম জানান। তিনি বলেন, ‘এই নারী নিষিদ্ধ সংগঠনের পক্ষে সেখানে আসে এবং বিভিন্ন সময়ে মিছিলে অংশ নেয়।’
### নারায়ণগঞ্জে ‘আওয়ামী লীগের’ ২৭ জন গ্রেপ্তার
নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গত ১২ ঘণ্টায় অন্তত ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল দুপুরে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, জেলার সাতটি থানা এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। গতকাল বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত জেলাজুড়ে অন্তত ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সদস্য। এর আগের ৩৬ ঘণ্টায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া কিছু ককটেল, পেট্রোল ও বিস্ফোরক দ্রব্যও উদ্ধার করা হয় বলে এ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
### কুড়িগ্রামে নাশকতার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২০
নাশকতার চেষ্টার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ২০ জনকে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। এর আগে গত মঙ্গলবার গ্রেপ্তার করা হয় ১৩ জনকে। এ নিয়ে নাশকতাবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তারের সংখ্যা ৩৩ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম। অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম বলেন, তথাকথিত লকডাউনকে কেন্দ্র করে কুড়িগ্রাম জেলায় অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা ও সহযোগিতার অভিযোগে সর্বমোট ৩৩ জন আসামিকে কুড়িগ্রাম জেলার বিভিন্ন মামলায় গ্রেপ্তার করে পুলিশ। জেলার আইনশৃঙ্খলা রক্ষায় এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
### নেত্রকোনায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
নেত্রকোনার দূর্গাপুরে নাশকতার চেষ্টার অভিযোগে কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তারের খবর জানিয়েছে পুলিশ। দূর্গাপুর থানার ওসি মো. মাহমুদুল হাসান জানান, বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বুধবার দিন ও রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ওসি মাহমুদুল হাসান বলেন, ‘আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচিকে ঘিরে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করা হচ্ছে তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়।