image
বরগুনা : নারী নির্যাতন পক্ষে মানববন্ধন করছেন দুর্বার ও শুকতারার সদস্যরা -সংবাদ

নারী নির্যাতন প্রতিবাদ পক্ষ মানববন্ধন

বুধবার, ৩০ নভেম্বর ২০২২
নিজস্ব বার্তা প্রতিবেদক, বরগুনা

নারী নির্যাতন প্রতিবাদ পক্ষ উপলক্ষে দুর্বার নেটওয়ার্ক এবং বরগুনা শুকতারা মহিলা সংস্থা সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করে। শহীদ স্মৃতি সড়কের থানা পাড়ায় টি আই বি অফিসের সম্মুখে এ কর্মসূচি পালিত হয়। প্রতিবাদ পক্ষের প্রথম দিন বিকেল ৩টায় আয়োজিত নারী নির্যাতন প্রতিবাদ পক্ষের কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক সুখরঞ্জন শীল। সভায় বক্তব্য রাখেন শুকতারা মহিলা সমিতির নির্বাহী পরিচালক কাজল রানী দাস ,শিক্ষক চম্পা দাস প্রমুখ। মানববন্ধনের সময় সমাবেশে বক্তারা বলেন, করোনাকালীন সময় সারা দেশে যে সামাজিক সংকট দেখা দিয়েছে তাতে নারীর প্রতি সহিংসতা অনেক বেড়ে গেছে অনেক। সামাজিক উদ্যোগ ও সরকারের পদক্ষেপে সে প্রতিবন্ধকতা দূর করতে হবে।

সম্প্রতি