alt

সারাদেশ

মনোহরদীকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণার সপ্তাহ পার

আশ্রয়ণের ঘর পেয়েও মাথা গোঁজার ঠাঁই হয়নি অনেক পরিবারের

মোস্তাফিজুর রহমান, নরসিংদী থেকে ফিরে : মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩

উদ্বোধন হলেও মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামে আশ্রয়ণ প্রকল্পের কাজ শেষ হয়নি -সংবাদ

চারধাপে ‘আশ্রয়ণের’ ২০৮টি গৃহ প্রদানের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে মনোহরদী উপজেলাকে ‘ভূমিহীন ও গৃহহীনমুক্ত’ ঘোষণার এক সপ্তাহ পেরিয়েছে। কিন্তু এখনও নতুন ঠিকানায় মাথা গোঁজার সুযোগ হয়নি বেশ কয়েকটি পরিবারের। অন্তত ১৫টির বেশি পরিবারের খোঁজ রয়েছে যারা এখনও অস্থায়ী ঠিকানায় ‘মানবেতর’ জীবনযাপন করছে। তারা জানেন না কবে নাগাদ স্থায়ী ঠিকানায় উঠতে পারবেন।

এমন পরিস্থিতিতে পরিবারগুলোর মধ্য ক্ষোভ বিরাজ করছে। অনেকেই সংবাদকে অভিযোগ করেছেন, ঘরে কাজ ‘ধীরগতিতে’ করছেন ঠিকাদাররা। তাদের ‘গাফিলতির’ কারণেই ঘরে উঠতে ‘বিলম্ব’ হচ্ছে। তবে ঠিকাদাররা জানিয়েছেন, তারা ‘দ্রুত’ কাজ শেষ করার চেষ্টা করছেন। তবে কবে শেষ করতে পারবেন সেটি জানাতে পারেননি।

এ বিষয়ে যোগাযোগ করা হলে ঘর প্রস্তুত না হওয়ার বিষয়টি স্বীকার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। তিনি গত সোমবার সংবাদকে বলেন, ‘আশা করছি, আগামী এক সপ্তাহের মধ্যে বাকি কাজ শেষ হয়ে যাবে।’

ঘর অপ্রস্তুত রেখেই উদ্বোধন করার বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও বলেন, ‘প্রস্তুত হওয়া ঘরের সঙ্গে উদ্বোধনের জন্য কিছু কিছু (অপ্রস্তত ঘর) ইম্পুর্ট দেয়া হয়েছিল। মূলত যেগুলোর কাজ প্রায় শেষ সেগুলো উদ্বোধন করা হয়েছে। আশা করছি অসমাপ্ত যে কাজ রয়েছে তা আগামী এক সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে।’

জানা গেছে, চতুর্থ ধাপে নির্মিত ৩৫টি গৃহ গত ২২ র্মাচ উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে এসব গৃহ হস্তন্তরের ফলে ‘ভূমিহীন ও গৃহহীনমুক্ত’ হয় এই উপজেলা। এর আগে ১ম, ২য় ও ৩য় পর্যায়ে যথাক্রমে ৪৫, ৫ ও ১২৩ জন ‘ক’ শ্রেণীর ভূমিহীন-গৃহহীনদের যাচাই-বাছাইপূর্বক মোট ১৭৩টি গৃহ প্রদান করা হয়।

সর্বশেষ ধাপে নির্মিত গৃহগুলোর মধ্যে উপজেলার লেবুতলা ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামে ৭টি গৃহ রয়েছে। গত রোববার বিকেলে সেখানে গিয়ে দায়িত্বরত পাহারাদার ছাড়া কাউকে খুঁজে পাওয়া যায়নি। জানতে চাইলে পাহারাদার শাহজাহান বলেন, ‘কাজ শেষ না হওয়ায় এখনও কেউ ঘরে উঠতে পারেননি।’ তবে এর বেশি কিছু বলতে রাজি হননি।

প্রকল্প এলাকা ঘুরে তেমন কোন কর্মতৎপরতাও চোখে পড়েনি। প্রথম দুটি ঘরের কাজ কিছু বেশি সম্পাদন হলেও বাকি ঘরগুলোর কাজ এখনও অনেক পিছিয়ে। ওই ঘরগুলোর বারান্দায় এখন মাটিই ফেলা হয়নি। বড় বড় গর্ত হয়ে আছে। ঘরের প্লাস্টারের কাজও বাকি। দরজা জানালার কাজের ফিনিসিং এখনও হয়নি। ওয়াশরুমের কাজও অসম্পূর্ণ। এছাড়া ঘরগুলোতে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়নি। পানি সরবারহের কাজ চলমান। মূল সড়ক থেকে ঘরগুলোর মধ্যে রাস্তা তৈরির কাজও হয়নি। এতে একটু বৃষ্টি হলেই সেখানে পানি জমে যাচ্ছে।

এখানে ঘর পাওয়া কয়েকজন সংবাদকে জানিয়েছেন, ঠিকাদার তার ‘ইচ্ছেমতো অল্প অল্প করে’ কাজ করছেন। যেভাবে কাজ হচ্ছে তাতে আগামী ‘এক মাসের’ আগে কাজ শেষ হবে কি না সেই সন্দেহ প্রকাশও করেছেন কেউ কেউ। এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদার তসলিম সংবাদের কাছে দাবি করেন, তিনি কাজ ‘দ্রুত’ শেষ করার চেষ্টা করছেন।

উপজেলার বড়চাপা ইউনিয়নের নয়ানগর বাজারের পাশে একসঙ্গে ১০টি গৃহ নির্মাণ শেষে সেগুলো গৃহহীন ও ভূমিহীনদের হস্তান্তর করা হয়েছে। গত সোমবার সেখানে গিয়েও কাউকে পাওয়া যায়নি। কোন পাহারাদারও ছিল না। প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে, এখানেও প্রথম দুটি ঘর প্রায় প্রস্তুত করা হলেও বাকি ঘরগুলোতে কাজ বাকি রয়েছে। ঘরের প্লাস্টারেরর কাজসহ ফিনিসিংয়ের অনেক কাজ অসম্পন্ন। স্থানীয়রা জানিয়েছেন, এটি তৃতীয় ধাপে উদ্বোধনের পর উপকারভূগীদের মাঝে বুঝিয়ে দেয়া হয়েছে। কিন্তু কাজ শেষ না হওয়ায় এখনও কেউ উঠতে পারেননি।

ঘর পেয়েও উঠতে না পেরে ক্ষোভ

ষাটোর্ধ হেলেনা খাতুন। স্বামীহারা চার সন্তানের এ জননী সংসার চালাতে গিয়ে একপাশ প্যারালাইসড হয়ে পড়েছে অনেক আগেই। তাছাড়া বাধ্যক্যজনিত নানা রোগে তিনি আক্রান্ত, হাঁটতে পারেন না, বসতেও পারেন না। শুয়ে থেকেই জীবন পার করতে হচ্ছে তাকে। গত সপ্তাহে তাকে অনেকটা কোলে করে উপজেলায় নিয়ে আসা হয়েছিল।

সেদিন জীবনের বাকি অংশ কাটাতে আনুষ্ঠানিকভাবে তাকে নরেন্দ্রপুরের ৭টি ঘরের মধ্যে একটি ঘর বুঝিয়ে দেয়া হয়েছিল। কিন্তু অপ্রস্তুত সেই ঘরে সেদিন উঠতে পারেননি তিনি। উপজেলা থেকে ফিরে আবার থাকতে হচ্ছে ছোট ছেলের চালাকচর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ভাড়া বাড়িতে। এরপর সপ্তাহ গেলেও এখন পর্যন্ত নিজের ঘরে ঠাঁই হয়নি হেলেনা খাতুনের। কবে নাগাদ ঘরে উঠতে পারেন সেটিও জানেন না তিনি। তার সঙ্গে গত সোমবার যখন কথা হচ্ছিল তখন অসুস্থে কাঁপছিলেন। কাঁপতে কাঁপতে মাথা গোঁজার ঠাঁই পেয়েও এখনও না উঠতে পেরে আক্ষেপ করছিলেন তিনি।

‘আমার কোন ঠিহানা আছিলনা। হারাটা জীবন কষ্ট করছি। এহন সরকার ঠিহানা কইরা দিছে। একটা দালান পাইছি, জাইয়া পাইছি। এজন্য অনেক কৃতজ্ঞ। কিন্তু হেই ঘরটা এহনও দেহি নাই। কহন ঘরে উঠুম কইতামও পারি না।’ সংবাদকে বলছিলেন হেলেনা। এক পর্যায়ে কান্নার সুরে বলে উঠেন, ‘আমার একটাপর একটা অসুক লাইগগাই থাহে। বয়েস হইছে। অনেক কষ্ট করে থাহি। মরার সময় হইছে। মরার আগে কয়েকটা দিন তৃপ্তি নিয়া একটু সুহে থাকার ইচ্ছা। সেটা পূরণ হইয়াও এহনও হইলো না।’

হেলেনা খাতুনের পাশে দাঁড়িয়ে দেখভালে দায়িত্বে থাকা ছোট ছেলে মোহাম্মদ আলী। স্থানীয় চালাকচর বাজারে ডিস ব্যবসায়ের টেকনিশিয়ান হিসাবে কাজ করেন। স্বল্প বেতনের এই কাজ করে একাই টানছেন সংসার। জানালেন, এরমধ্যে দু’দিন ঘুরে এসেছেন কিন্তু তাদের ঘর এখনও তৈরি হয়নি। তাছাড়া সেখানে (প্রকল্প এলাকা) কেউ পাননি বলেও তিনি জানিয়েছেন। আলী সংবাদকে বলেন, সংসারে এখন মা, নিজের ছেলে, বোন, বনের ছেলেসহ ৫ জন আছেন। বড় দুই ভাই এই সংসারের খোঁজ নেন না।

‘অনেক অভাবের সংসার। সবার ছোট ছেলে হয়েও সংসার আমাকে চালাতে হয়। ৬ হাজার টেহা বেতন পাই। বাসা ভাড়া বিদ্যুৎ ২ হাজার টেহার বেশি চলে যায়। বাকি টাকা দিয়ে সংসার চালানো খুব কষ্ট হচ্ছে। আবার মার ওষুধ চিকিৎসার খরচ তো আছেই। অনেক টেনেটুনে চলছি।’

আক্ষেপ করে তিনি বলেন, ‘ভাবছিলাম এই মাসে মাকে নিয়ে নতুন ঘরে উঠতে পারবো। তাহলে ঈদের আগে বাসার ভাড়াসহ অনেক খরচ থেকে রক্ষা পাইতাম। মার চিকিৎসাও করাতে পারতাম। ঈদে মা-বোন ছেলেদের নতুন কাপড়ও দিতে পারতাম। কিন্তু এখন হবে কি না কিছুই জানি না। সব প্যাচ লাগ্গা গেল।’

হেলেনা খাতুনের পরিবারের মতো অন্যান্য পরিবারগুলোও ‘মানবেতর’ জীবনযাপনের কথা জানিয়েছেন। তবে তাদের অনেকেই নাম প্রকাশ করতে রাজি হননি। বেশ কয়েকজন জানিয়েছেন, ঘরে দ্রুত উঠার জন্য তারা নিয়মিতই খোঁজখবর রাখছেন। কিন্তু কবে উঠতে পারবেন সেটি তাদের জানাচ্ছেন না সংশ্লিষ্টরা।

ছবি

তাড়াশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে গরু বিতরণে অনিয়ম

রাজশাহীতে উল্লেখযোগ্য হারে বেড়েছে আত্মহত্যার সংখ্যা

ছবি

থ্যালাসেমিয়ায় আক্রান্ত একই পরিবারের তিন শিশু

ভারতীয় গণমাধ্যমগুলো বিনোদনের মাধ্যমে পরিণত হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব

রাণীনগরে আওয়ামী লীগ ও যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার

ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ছবি

একসঙ্গে ছয় সন্তান জন্ম দিলেন গৃহবধূ

তুচ্ছ ঘটনায় দিনমজুরকে ছুরিকাঘাতে হত্যা

ছবি

প্রকাশ্যে বেল্ট দিয়ে নির্যাতন, মূল অভিযুক্ত জিহাদ গ্রেপ্তার

মেহেরপুরের ঘরে ঘরে গরুর খামার

হবিগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন ধানের গুদাম

ছবি

বীরগঞ্জে কৃষকের করলা, ঝিঙ্গা গাছ কেটে দিল দুর্বৃত্তরা

সীমান্ত সচেতনতা নিয়ে মতবিনিময়

ছবি

মাধবপুর সীমান্তে বিজিবির ২ স্তরের নিরাপত্তা বলয়

চান্দিনায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রাণীনগরে আওয়ামী লীগ ও যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার

প্রকাশ্যে বেল্ট দিয়ে নির্যাতন, মূল অভিযুক্ত জিহাদ গ্রেপ্তার

ছবি

চাঁদপুরে বোরোর উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়েও বেশি

কক্সবাজারে পাচারকারীর হাত থেকে ১৪ জন উদ্ধার

খাগড়াছড়িতে দুর্র্র্র্বল রবি এয়ারটেল নেটওয়ার্ক, সমস্যায় ভুগছে গ্রাহক

ছবি

কোরবানি উপলক্ষে দুমকিতে গবাদি পশু মোটাতাজাকরণে ব্যস্ত খামারিরা

ছাত্রদল নেতা হত্যার প্রধান আসামি কুষ্টিয়ায় গ্রেপ্তার

ছবি

রায়পুরে তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ খেটে-খাওয়া মানুষ

রাউজানে বসতঘর পুড়ে ছাই : অর্ধকোটি টাকার ক্ষতি

প্রতিপক্ষের হামলায় আহত বৃদ্ধার মৃত্যু

হবিগঞ্জে ছাত্র আন্দোলনে ৪ জনের ওপর হামলার ঘটনায় আটক ২

হাটহাজারীতে আম গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

হবিগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ছবি

সীতাকুণ্ডে দাপিয়ে বেড়াচ্ছে স্ক্র্যাপবাহী পরিবহন, ঘটছে দুর্ঘটনা

ছবি

ডিমলায় ভুট্টার ন্যায্যমূল্য না পেয়ে চাষিরা ক্ষুব্ধ

শেরপুরের ১৩৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

ভৈরবে অবৈধ বালু উত্তোলন তিন ড্রেজার, এক নৌকা আটক

ছবি

সিরাজগঞ্জে দাবদাহে প্রাণিকুল অতিষ্ঠ-খামারিরা বিপাকে

ছবি

ভোমরা স্থলবন্দর দিয়ে ছয় মাসে ১ লাখ ৬৮ হাজার ১০০ টন চাল আমদানি

ভৈরবে ৩ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালতের

নদীর পাড়ে রক্তাক্ত অজ্ঞাত মরদেহ

tab

সারাদেশ

মনোহরদীকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণার সপ্তাহ পার

আশ্রয়ণের ঘর পেয়েও মাথা গোঁজার ঠাঁই হয়নি অনেক পরিবারের

মোস্তাফিজুর রহমান, নরসিংদী থেকে ফিরে

উদ্বোধন হলেও মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামে আশ্রয়ণ প্রকল্পের কাজ শেষ হয়নি -সংবাদ

মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩

চারধাপে ‘আশ্রয়ণের’ ২০৮টি গৃহ প্রদানের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে মনোহরদী উপজেলাকে ‘ভূমিহীন ও গৃহহীনমুক্ত’ ঘোষণার এক সপ্তাহ পেরিয়েছে। কিন্তু এখনও নতুন ঠিকানায় মাথা গোঁজার সুযোগ হয়নি বেশ কয়েকটি পরিবারের। অন্তত ১৫টির বেশি পরিবারের খোঁজ রয়েছে যারা এখনও অস্থায়ী ঠিকানায় ‘মানবেতর’ জীবনযাপন করছে। তারা জানেন না কবে নাগাদ স্থায়ী ঠিকানায় উঠতে পারবেন।

এমন পরিস্থিতিতে পরিবারগুলোর মধ্য ক্ষোভ বিরাজ করছে। অনেকেই সংবাদকে অভিযোগ করেছেন, ঘরে কাজ ‘ধীরগতিতে’ করছেন ঠিকাদাররা। তাদের ‘গাফিলতির’ কারণেই ঘরে উঠতে ‘বিলম্ব’ হচ্ছে। তবে ঠিকাদাররা জানিয়েছেন, তারা ‘দ্রুত’ কাজ শেষ করার চেষ্টা করছেন। তবে কবে শেষ করতে পারবেন সেটি জানাতে পারেননি।

এ বিষয়ে যোগাযোগ করা হলে ঘর প্রস্তুত না হওয়ার বিষয়টি স্বীকার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। তিনি গত সোমবার সংবাদকে বলেন, ‘আশা করছি, আগামী এক সপ্তাহের মধ্যে বাকি কাজ শেষ হয়ে যাবে।’

ঘর অপ্রস্তুত রেখেই উদ্বোধন করার বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও বলেন, ‘প্রস্তুত হওয়া ঘরের সঙ্গে উদ্বোধনের জন্য কিছু কিছু (অপ্রস্তত ঘর) ইম্পুর্ট দেয়া হয়েছিল। মূলত যেগুলোর কাজ প্রায় শেষ সেগুলো উদ্বোধন করা হয়েছে। আশা করছি অসমাপ্ত যে কাজ রয়েছে তা আগামী এক সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে।’

জানা গেছে, চতুর্থ ধাপে নির্মিত ৩৫টি গৃহ গত ২২ র্মাচ উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে এসব গৃহ হস্তন্তরের ফলে ‘ভূমিহীন ও গৃহহীনমুক্ত’ হয় এই উপজেলা। এর আগে ১ম, ২য় ও ৩য় পর্যায়ে যথাক্রমে ৪৫, ৫ ও ১২৩ জন ‘ক’ শ্রেণীর ভূমিহীন-গৃহহীনদের যাচাই-বাছাইপূর্বক মোট ১৭৩টি গৃহ প্রদান করা হয়।

সর্বশেষ ধাপে নির্মিত গৃহগুলোর মধ্যে উপজেলার লেবুতলা ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামে ৭টি গৃহ রয়েছে। গত রোববার বিকেলে সেখানে গিয়ে দায়িত্বরত পাহারাদার ছাড়া কাউকে খুঁজে পাওয়া যায়নি। জানতে চাইলে পাহারাদার শাহজাহান বলেন, ‘কাজ শেষ না হওয়ায় এখনও কেউ ঘরে উঠতে পারেননি।’ তবে এর বেশি কিছু বলতে রাজি হননি।

প্রকল্প এলাকা ঘুরে তেমন কোন কর্মতৎপরতাও চোখে পড়েনি। প্রথম দুটি ঘরের কাজ কিছু বেশি সম্পাদন হলেও বাকি ঘরগুলোর কাজ এখনও অনেক পিছিয়ে। ওই ঘরগুলোর বারান্দায় এখন মাটিই ফেলা হয়নি। বড় বড় গর্ত হয়ে আছে। ঘরের প্লাস্টারের কাজও বাকি। দরজা জানালার কাজের ফিনিসিং এখনও হয়নি। ওয়াশরুমের কাজও অসম্পূর্ণ। এছাড়া ঘরগুলোতে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়নি। পানি সরবারহের কাজ চলমান। মূল সড়ক থেকে ঘরগুলোর মধ্যে রাস্তা তৈরির কাজও হয়নি। এতে একটু বৃষ্টি হলেই সেখানে পানি জমে যাচ্ছে।

এখানে ঘর পাওয়া কয়েকজন সংবাদকে জানিয়েছেন, ঠিকাদার তার ‘ইচ্ছেমতো অল্প অল্প করে’ কাজ করছেন। যেভাবে কাজ হচ্ছে তাতে আগামী ‘এক মাসের’ আগে কাজ শেষ হবে কি না সেই সন্দেহ প্রকাশও করেছেন কেউ কেউ। এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদার তসলিম সংবাদের কাছে দাবি করেন, তিনি কাজ ‘দ্রুত’ শেষ করার চেষ্টা করছেন।

উপজেলার বড়চাপা ইউনিয়নের নয়ানগর বাজারের পাশে একসঙ্গে ১০টি গৃহ নির্মাণ শেষে সেগুলো গৃহহীন ও ভূমিহীনদের হস্তান্তর করা হয়েছে। গত সোমবার সেখানে গিয়েও কাউকে পাওয়া যায়নি। কোন পাহারাদারও ছিল না। প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে, এখানেও প্রথম দুটি ঘর প্রায় প্রস্তুত করা হলেও বাকি ঘরগুলোতে কাজ বাকি রয়েছে। ঘরের প্লাস্টারেরর কাজসহ ফিনিসিংয়ের অনেক কাজ অসম্পন্ন। স্থানীয়রা জানিয়েছেন, এটি তৃতীয় ধাপে উদ্বোধনের পর উপকারভূগীদের মাঝে বুঝিয়ে দেয়া হয়েছে। কিন্তু কাজ শেষ না হওয়ায় এখনও কেউ উঠতে পারেননি।

ঘর পেয়েও উঠতে না পেরে ক্ষোভ

ষাটোর্ধ হেলেনা খাতুন। স্বামীহারা চার সন্তানের এ জননী সংসার চালাতে গিয়ে একপাশ প্যারালাইসড হয়ে পড়েছে অনেক আগেই। তাছাড়া বাধ্যক্যজনিত নানা রোগে তিনি আক্রান্ত, হাঁটতে পারেন না, বসতেও পারেন না। শুয়ে থেকেই জীবন পার করতে হচ্ছে তাকে। গত সপ্তাহে তাকে অনেকটা কোলে করে উপজেলায় নিয়ে আসা হয়েছিল।

সেদিন জীবনের বাকি অংশ কাটাতে আনুষ্ঠানিকভাবে তাকে নরেন্দ্রপুরের ৭টি ঘরের মধ্যে একটি ঘর বুঝিয়ে দেয়া হয়েছিল। কিন্তু অপ্রস্তুত সেই ঘরে সেদিন উঠতে পারেননি তিনি। উপজেলা থেকে ফিরে আবার থাকতে হচ্ছে ছোট ছেলের চালাকচর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ভাড়া বাড়িতে। এরপর সপ্তাহ গেলেও এখন পর্যন্ত নিজের ঘরে ঠাঁই হয়নি হেলেনা খাতুনের। কবে নাগাদ ঘরে উঠতে পারেন সেটিও জানেন না তিনি। তার সঙ্গে গত সোমবার যখন কথা হচ্ছিল তখন অসুস্থে কাঁপছিলেন। কাঁপতে কাঁপতে মাথা গোঁজার ঠাঁই পেয়েও এখনও না উঠতে পেরে আক্ষেপ করছিলেন তিনি।

‘আমার কোন ঠিহানা আছিলনা। হারাটা জীবন কষ্ট করছি। এহন সরকার ঠিহানা কইরা দিছে। একটা দালান পাইছি, জাইয়া পাইছি। এজন্য অনেক কৃতজ্ঞ। কিন্তু হেই ঘরটা এহনও দেহি নাই। কহন ঘরে উঠুম কইতামও পারি না।’ সংবাদকে বলছিলেন হেলেনা। এক পর্যায়ে কান্নার সুরে বলে উঠেন, ‘আমার একটাপর একটা অসুক লাইগগাই থাহে। বয়েস হইছে। অনেক কষ্ট করে থাহি। মরার সময় হইছে। মরার আগে কয়েকটা দিন তৃপ্তি নিয়া একটু সুহে থাকার ইচ্ছা। সেটা পূরণ হইয়াও এহনও হইলো না।’

হেলেনা খাতুনের পাশে দাঁড়িয়ে দেখভালে দায়িত্বে থাকা ছোট ছেলে মোহাম্মদ আলী। স্থানীয় চালাকচর বাজারে ডিস ব্যবসায়ের টেকনিশিয়ান হিসাবে কাজ করেন। স্বল্প বেতনের এই কাজ করে একাই টানছেন সংসার। জানালেন, এরমধ্যে দু’দিন ঘুরে এসেছেন কিন্তু তাদের ঘর এখনও তৈরি হয়নি। তাছাড়া সেখানে (প্রকল্প এলাকা) কেউ পাননি বলেও তিনি জানিয়েছেন। আলী সংবাদকে বলেন, সংসারে এখন মা, নিজের ছেলে, বোন, বনের ছেলেসহ ৫ জন আছেন। বড় দুই ভাই এই সংসারের খোঁজ নেন না।

‘অনেক অভাবের সংসার। সবার ছোট ছেলে হয়েও সংসার আমাকে চালাতে হয়। ৬ হাজার টেহা বেতন পাই। বাসা ভাড়া বিদ্যুৎ ২ হাজার টেহার বেশি চলে যায়। বাকি টাকা দিয়ে সংসার চালানো খুব কষ্ট হচ্ছে। আবার মার ওষুধ চিকিৎসার খরচ তো আছেই। অনেক টেনেটুনে চলছি।’

আক্ষেপ করে তিনি বলেন, ‘ভাবছিলাম এই মাসে মাকে নিয়ে নতুন ঘরে উঠতে পারবো। তাহলে ঈদের আগে বাসার ভাড়াসহ অনেক খরচ থেকে রক্ষা পাইতাম। মার চিকিৎসাও করাতে পারতাম। ঈদে মা-বোন ছেলেদের নতুন কাপড়ও দিতে পারতাম। কিন্তু এখন হবে কি না কিছুই জানি না। সব প্যাচ লাগ্গা গেল।’

হেলেনা খাতুনের পরিবারের মতো অন্যান্য পরিবারগুলোও ‘মানবেতর’ জীবনযাপনের কথা জানিয়েছেন। তবে তাদের অনেকেই নাম প্রকাশ করতে রাজি হননি। বেশ কয়েকজন জানিয়েছেন, ঘরে দ্রুত উঠার জন্য তারা নিয়মিতই খোঁজখবর রাখছেন। কিন্তু কবে উঠতে পারবেন সেটি তাদের জানাচ্ছেন না সংশ্লিষ্টরা।

back to top