image

চট্টগ্রামে বসতঘরে আগুনে দগ্ধ ৩ জনের মৃত্যু

রোববার, ২৮ মে ২০২৩
জেলা বার্তা পরিবেশক চট্টগ্রাম:

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় মশার কয়েল থেকে লাগা অগ্নিকান্ডের ঘটনায় একই পরিবারের মা ও ছেলেমেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে।

রোববার সকালে বায়েজিদ বোস্তামীর পূর্ব শহীদনগর এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন নুরনাহার বেগম, তার এক বছরের শিশুপুত্র মারুফ ও তিন বছরের শিশকন্যা ফারিজা আক্তার।

দগ্ধ প্রতিবেশী ঈমাম উদ্দিন ইমন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চমেকের বার্ন ইউনিটের চিকিৎসক মো. রফিক উদ্দিন জানান, শিশু মারুফ, ফিরিজা, তাদের মা নূরনাহার বেগম এবং ইমাম উদ্দিন নামের এক ব্যক্তিকে সকালে দগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। বার্ন ইউনিটে আনার পরপরই মারুফের মৃত্যু হয়, আর বেলা ১টার দিকে মারা যায় ফিরিজা এবং তার মা নূর নাহার।

এদিকে, পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, আজ ভোরে বায়েজিদ বোস্তামীর পূর্ব শহীদনগর এলাকায় একটি কাঁচা বসতঘরে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে ৬টি টিনের বসতঘর পুড়ে যায়।

পাশের এক বসতঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়।

‘সারাদেশ’ : আরও খবর

» চাকরি স্থায়ী হচ্ছে না চট্টগ্রাম ওয়াসার কর্মচারীদের, কাফনের কাপড় পরে বিক্ষোভ

» পীরগঞ্জে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

» র‌্যাব কর্মকর্তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে স্বর্ণালঙ্কার লুট

» ডেঙ্গু: আরও ৪১১ জন ভর্তি, মৃত্যু ৩

» পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রিতে, বইছে মৃদু শৈত্যপ্রবাহ

সম্প্রতি