বাংলাদেশের বাজারে ‘এআই পার্টি ফোন’ রিয়েলমি ১৫ সিরিজ নিয়ে আসতে যাচ্ছে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। আগামী ১২ অক্টোবর এই ফোনটি ৩টি ভার্সনে নিয়ে আসা হচ্ছে- রিয়েলমি ১৫, রিয়েলমি ১৫ প্রো ও রিয়েলমি ১৫টি। ক্রেতারা এই মডেলগুলো আগামী ১২-১৫ অক্টোবর পর্যন্ত প্রি-বুক করতে পারবেন।
‘এআই পার্টি ফোন’ নামে পরিচিত রিয়েলমি ১৫ সিরিজে থাকছে এআই এডিট জিনিসহ ট্রিপল ক্যামেরা সেটআপ। ভয়েস-নির্ভর এই এডিটিং টুলটির মাধ্যমে এখন ভয়েস কমান্ডের মাধ্যমেই ছবি ও ভিডিও এডিট করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। ভিডিওপ্রেমীদের জন্য এতে রয়েছে ৪কে ভিডিও ক্যাপচারের সুবিধা। ডিভাইসগুলোর ফ্রন্ট ও ব্যাক দুই ক্যামেরাতেই পরিচ্ছন্ন ও সিনেমাটিক ভিজ্যুয়াল অভিজ্ঞতা নিশ্চিত করতে ৬০ এফপিএস (ফ্রেম পার সেকেন্ড) ৪কে রেকর্ডিং সুবিধা নিয়ে আসা হয়েছে। ৬.৭৭ ইঞ্চি ১৪৪ হার্জ অ্যামোলেড ডিসপ্লে সমৃদ্ধ স্মার্টফোনগুলোর প্রো ভার্সনে প্রিমিয়াম ফোরডি কার্ভড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এতে থাকছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৮০ ওয়াট সুপার-ফাস্ট চার্জিং সুবিধা।
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫
বাংলাদেশের বাজারে ‘এআই পার্টি ফোন’ রিয়েলমি ১৫ সিরিজ নিয়ে আসতে যাচ্ছে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। আগামী ১২ অক্টোবর এই ফোনটি ৩টি ভার্সনে নিয়ে আসা হচ্ছে- রিয়েলমি ১৫, রিয়েলমি ১৫ প্রো ও রিয়েলমি ১৫টি। ক্রেতারা এই মডেলগুলো আগামী ১২-১৫ অক্টোবর পর্যন্ত প্রি-বুক করতে পারবেন।
‘এআই পার্টি ফোন’ নামে পরিচিত রিয়েলমি ১৫ সিরিজে থাকছে এআই এডিট জিনিসহ ট্রিপল ক্যামেরা সেটআপ। ভয়েস-নির্ভর এই এডিটিং টুলটির মাধ্যমে এখন ভয়েস কমান্ডের মাধ্যমেই ছবি ও ভিডিও এডিট করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। ভিডিওপ্রেমীদের জন্য এতে রয়েছে ৪কে ভিডিও ক্যাপচারের সুবিধা। ডিভাইসগুলোর ফ্রন্ট ও ব্যাক দুই ক্যামেরাতেই পরিচ্ছন্ন ও সিনেমাটিক ভিজ্যুয়াল অভিজ্ঞতা নিশ্চিত করতে ৬০ এফপিএস (ফ্রেম পার সেকেন্ড) ৪কে রেকর্ডিং সুবিধা নিয়ে আসা হয়েছে। ৬.৭৭ ইঞ্চি ১৪৪ হার্জ অ্যামোলেড ডিসপ্লে সমৃদ্ধ স্মার্টফোনগুলোর প্রো ভার্সনে প্রিমিয়াম ফোরডি কার্ভড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এতে থাকছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৮০ ওয়াট সুপার-ফাস্ট চার্জিং সুবিধা।