জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা নেওয়া শেষ হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার বাছাই শেষে আগামী রোববার প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করবে কমিশন।
বুধবার (১৯ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিভিন্ন পদে কেন্দ্রীয় ও হল সংসদ মিলে মোট ২৪৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদে ২১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তিনি আরও জানান, হল শিক্ষার্থী সংসদে মোট ৩৮টি মনোনয়নপত্র জমা হয়েছে।
হল শিক্ষার্থী সংসদের বিষয়ে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল প্রভোস্ট আঞ্জুমান আরা সংবাদকে বলেন, ৩৮ জনের মনোনয়ন ফরম জমা দিয়েছে। এখন যাচাই বাছাই চলছে। আজকেও যাচাই-বাছাই করেছি। এখন পর্যন্ত একজনের প্রার্থিতা বাতিল হতে পারে, তার ভোটার তালিকায় নাম পাওয়া যায়নি। আগামী রোববার প্রাথমিক প্রার্থীতালিকা প্রকাশ করা হবে।
গত ৫ নভেম্বর এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, ১৯ ও ২০ নভেম্বর বাছাই হবে। ২৩ নভেম্বর (রোববার) প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ এবং ২৪ থেকে ২৬ নভেম্বর প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি হবে। প্রার্থীদের ডোপ টেস্ট করা হবে ২৭ ও ৩০ নভেম্বর। এরপর প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৩ ডিসেম্বর।
তারপর প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহারের সুযোগ পাবেন ৪, ৭ ও ৮ ডিসেম্বর। যারা মনোনয়ন প্রত্যাহার করবেন, তাদের তালিকা ৯ ডিসেম্বর প্রকাশ করা হবে। সেদিন থেকেই যোগ্য প্রার্থীরা নির্বাচনি প্রচারণা শুরু করতে পারবেন।
১৯ ডিসেম্বর পর্যন্ত প্রচার শেষে ভোটগ্রহণ হবে ২২ ডিসেম্বর। ভোট শেষে সেদিনই বা তারপরের দিন ফলাফল ঘোষণা করার কথা রয়েছে।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা নেওয়া শেষ হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার বাছাই শেষে আগামী রোববার প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করবে কমিশন।
বুধবার (১৯ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিভিন্ন পদে কেন্দ্রীয় ও হল সংসদ মিলে মোট ২৪৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদে ২১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তিনি আরও জানান, হল শিক্ষার্থী সংসদে মোট ৩৮টি মনোনয়নপত্র জমা হয়েছে।
হল শিক্ষার্থী সংসদের বিষয়ে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল প্রভোস্ট আঞ্জুমান আরা সংবাদকে বলেন, ৩৮ জনের মনোনয়ন ফরম জমা দিয়েছে। এখন যাচাই বাছাই চলছে। আজকেও যাচাই-বাছাই করেছি। এখন পর্যন্ত একজনের প্রার্থিতা বাতিল হতে পারে, তার ভোটার তালিকায় নাম পাওয়া যায়নি। আগামী রোববার প্রাথমিক প্রার্থীতালিকা প্রকাশ করা হবে।
গত ৫ নভেম্বর এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, ১৯ ও ২০ নভেম্বর বাছাই হবে। ২৩ নভেম্বর (রোববার) প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ এবং ২৪ থেকে ২৬ নভেম্বর প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি হবে। প্রার্থীদের ডোপ টেস্ট করা হবে ২৭ ও ৩০ নভেম্বর। এরপর প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৩ ডিসেম্বর।
তারপর প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহারের সুযোগ পাবেন ৪, ৭ ও ৮ ডিসেম্বর। যারা মনোনয়ন প্রত্যাহার করবেন, তাদের তালিকা ৯ ডিসেম্বর প্রকাশ করা হবে। সেদিন থেকেই যোগ্য প্রার্থীরা নির্বাচনি প্রচারণা শুরু করতে পারবেন।
১৯ ডিসেম্বর পর্যন্ত প্রচার শেষে ভোটগ্রহণ হবে ২২ ডিসেম্বর। ভোট শেষে সেদিনই বা তারপরের দিন ফলাফল ঘোষণা করার কথা রয়েছে।