image

বাংলাদেশের আবাসন নিয়ে পরিকল্পনার তাগিদ

বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

জুলাই বিপ্লবের পর দেশজুড়ে নানা সংস্কারের বাতাস লাগলেও আবাসন খাতে উদাসীনতার কথা বলছেন নগর পরিকল্পনাবিদরা। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সভাপতি অধ্যাপক আদিল মুহাম্মদ খান সম্প্রতি এক গোলটেবিল আলোচনায় জানান, নতুন বাংলাদেশের আবাসন মডেল কেমন হবে এবং এ বিষয়ে নির্দেশনা কে দেবে তা স্পষ্ট হওয়া প্রয়োজন।

রাজধানীর বাংলামোটরে বিআইপি কনফারেন্স হলে মঙ্গলবার দুপুরে ‘বাংলাদেশের নগর এলাকার আবাসন পরিকল্পনার সংস্কার ভাবনা’ শীর্ষক এই আলোচনা অনুষ্ঠিত হয়। বিশ্ব নগর দিবস-২০২৪ ও বিশ্ব বসতি দিবস-২০২৪ উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভায় অধ্যাপক আদিল জানান, বিশ্বব্যাপী অক্টোবর মাসকে আরবান অক্টোবর বলা হয়, কারণ এ মাসেই ‘ওয়ার্ল্ড হ্যাবিটেট ডে’, ‘ওয়ার্ল্ড সিটিস ডে’ এবং ‘ওয়ার্ল্ড টাউন প্ল্যানিং ডে’ উদযাপন করা হয়।

বিআইপি সাধারণ সম্পাদক শেখ মুহম্মদ মেহেদী আহসান জানান, শহরের সুবিধাগুলি গ্রামের মানুষকে আকর্ষণ করছে, ফলে মানুষ শহরে আসতে উৎসাহী হচ্ছে। নগর পরিকল্পনাবিদদের গুরুত্বারোপ করে তিনি বলেন, শিক্ষা ব্যবস্থায় পঞ্চম শ্রেণি থেকে নগর পরিকল্পনা অন্তর্ভুক্ত করা প্রয়োজন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাশেদা রওনক খান বলেন, বড় কোনো বিপর্যয়ের আগে জাতীয় আবাসন নীতি প্রয়োগ, প্লট-বাণিজ্য বন্ধ এবং নগর এলাকার কাঠামো নির্ধারণ করা জরুরি। প্রকৌশলী আবু সাদেক ঢাকা অঞ্চলের সুষ্ঠু পরিকল্পনার অভাবের কথা তুলে ধরেন এবং টেকসই রূপরেখা বাস্তবায়নের তাগিদ দেন, বিশেষ করে বস্তিতে বসবাসকারী নিম্নবিত্ত জনগোষ্ঠীকে কেন্দ্র করে।

এতে আরও বক্তব্য দেন পরিবেশ আন্দোলন কর্মী আমিরুল রাজীব, পরিকল্পনাবিদ আবু নাঈম সোহাগ এবং বুয়েট শিক্ষার্থী মধুমিতা আক্তার।

‘নগর-মহানগর’ : আরও খবর

সম্প্রতি