image

নিয়ন্ত্রণ হারিয়ে তেলের লরি ঢুকে গেল গাড়ির বিক্রয়কেন্দ্রে, নিহত ১

সংবাদ অনলাইন রিপোর্ট

রাজধানীর নতুন বাজার প্রগতি সরণি এলাকায় একটি তেলের লরি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ির বিক্রয়কেন্দ্রে ঢুকে পড়েছে, এতে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার বিকালে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় নিহত যুবকের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ভাটারা থানার এসআই আশরাফুল ইসলাম জানান, বিমানবন্দর এলাকায় তেল খালাস করে বাড্ডার দিকে ফেরার পথে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে ‘এ ওয়ান ট্রেডিং’ নামের পুরনো গাড়ির বিক্রয়কেন্দ্রে ঢুকে পড়ে। এতে এক যুবক গুরুতর আহত হন। পথচারীরা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বিকেল ৫টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত যুবকের পরনে ছিল চেক গেঞ্জি ও ট্রাউজার। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় লরির চালক ইব্রাহিমকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

‘নগর-মহানগর’ : আরও খবর

» সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে এবার দুটি পোড়া লাশ উদ্ধার, এ নিয়ে ৫টি

» রাজধানীতে তরুণীর গলাকাটা লাশ উদ্ধার

সম্প্রতি