মঙ্গলবার, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরা ‘মাথায় কাফনের কাপড় বেঁধে’ যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন। শাহবাগ থানার সামনে পুলিশি ব্যারিকেডে আটকে যান তারা -সংবাদ
সরকারি চাকরিতে কোটাসহ পাঁচ দফা দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থানরত চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের যমুনা অভিমুখী পদযাত্রা আটকে দিয়েছে পুলিশ। সপ্তদশ দিনের অবস্থান কর্মসূচি থেকে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা মঙ্গলবার,(০৪ নভেম্বর ২০২৫) দুপুর ২টার দিকে ‘মাথায় কাফনের কাপড় বেঁধে’ যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন। পদযাত্রাটি শাহবাগ থানার সামনে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়।
একজন চাকরিপ্রত্যাশী সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমরা সরকারের কাছে ৫ দফা দাবি নিয়ে যাচ্ছিলাম। বিগত দিনের মতো আজকেও আমাদের আটকে দেয়া হয়েছে। আমরা এ ঘৃণিত কাজের তীব্র নিন্দা জানাই। আমরা চাই অতিদ্রুত ব্যারিকেড তুলে আমাদের যমুনার দিকে যেতে দেয়া হোক। তারা যদি বিকেল ৫টার মধ্যে আমাদের যেতে না দেয় বা দাবির প্রতি সংহতিপূর্ণ বক্তব্য প্রকাশ না করে, তবে আমরা আমরণ অনশন কর্মসূচি শুরু করতে বাধ্য হব।’
আরেক প্রার্থী বলেন, ‘এই দাবিগুলো নিয়ে আমরা ১৭দিন ধরে দিন-রাত ২৪ ঘণ্টা রাজু ভাস্কর্যের সামনে অবস্থান করছি। আমরা প্রতিদিনই প্রধান উপদেষ্টার কাছে দাবি জানাতে যেতে চাই, আর পুলিশ আমাদের আটকে দেয়। আমরা আজ কাফনের কাপড় মাথায় বেঁধে পদযাত্রা শুরু করেছি। আমরা প্রধান উপদেষ্টার কাছে বলতে চাই। আমরা অলরেডি ডেড। আমরা মৃত্যু মিছিল নিয়ে বের হয়েছি। আমাদের হয় মেরে ফেলুন অথবা আমাদের সাংবিধানিক অধিকার দেয়া হোক। আপনাদের কাফনের কাপড়ও কিনতে হবে না, তা আমরা নিয়ে এসেছি।’
প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা পাঁচ দফা দাবি নিয়ে গত ১৯ অক্টোবর থেকে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান করছেন। দাবিগুলো হলো- প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে স্বতন্ত্র ২ শতাংশ কোটা এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরিতে ৫ শতাংশ স্বতন্ত্র প্রতিবন্ধী কোটা নির্ধারণ। নির্বাহী আদেশের মাধ্যমে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের বিশেষ নিয়োগ প্রদান। বিদ্যমান অভিন্ন জাতীয় শ্রুতলেখক নীতিমালা সংশোধন। পিএইচটি সেন্টারগুলোর শূন্য পদে দৃষ্টিপ্রতিবন্ধী চাকরিপ্রত্যাশীদের বিশেষ নিয়োগের ব্যবস্থা এবং প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের জন্য চাকরির বয়সসীমা ৩৫ বছর করা।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
মঙ্গলবার, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরা ‘মাথায় কাফনের কাপড় বেঁধে’ যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন। শাহবাগ থানার সামনে পুলিশি ব্যারিকেডে আটকে যান তারা -সংবাদ
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫
সরকারি চাকরিতে কোটাসহ পাঁচ দফা দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থানরত চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের যমুনা অভিমুখী পদযাত্রা আটকে দিয়েছে পুলিশ। সপ্তদশ দিনের অবস্থান কর্মসূচি থেকে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা মঙ্গলবার,(০৪ নভেম্বর ২০২৫) দুপুর ২টার দিকে ‘মাথায় কাফনের কাপড় বেঁধে’ যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন। পদযাত্রাটি শাহবাগ থানার সামনে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়।
একজন চাকরিপ্রত্যাশী সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমরা সরকারের কাছে ৫ দফা দাবি নিয়ে যাচ্ছিলাম। বিগত দিনের মতো আজকেও আমাদের আটকে দেয়া হয়েছে। আমরা এ ঘৃণিত কাজের তীব্র নিন্দা জানাই। আমরা চাই অতিদ্রুত ব্যারিকেড তুলে আমাদের যমুনার দিকে যেতে দেয়া হোক। তারা যদি বিকেল ৫টার মধ্যে আমাদের যেতে না দেয় বা দাবির প্রতি সংহতিপূর্ণ বক্তব্য প্রকাশ না করে, তবে আমরা আমরণ অনশন কর্মসূচি শুরু করতে বাধ্য হব।’
আরেক প্রার্থী বলেন, ‘এই দাবিগুলো নিয়ে আমরা ১৭দিন ধরে দিন-রাত ২৪ ঘণ্টা রাজু ভাস্কর্যের সামনে অবস্থান করছি। আমরা প্রতিদিনই প্রধান উপদেষ্টার কাছে দাবি জানাতে যেতে চাই, আর পুলিশ আমাদের আটকে দেয়। আমরা আজ কাফনের কাপড় মাথায় বেঁধে পদযাত্রা শুরু করেছি। আমরা প্রধান উপদেষ্টার কাছে বলতে চাই। আমরা অলরেডি ডেড। আমরা মৃত্যু মিছিল নিয়ে বের হয়েছি। আমাদের হয় মেরে ফেলুন অথবা আমাদের সাংবিধানিক অধিকার দেয়া হোক। আপনাদের কাফনের কাপড়ও কিনতে হবে না, তা আমরা নিয়ে এসেছি।’
প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা পাঁচ দফা দাবি নিয়ে গত ১৯ অক্টোবর থেকে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান করছেন। দাবিগুলো হলো- প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে স্বতন্ত্র ২ শতাংশ কোটা এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরিতে ৫ শতাংশ স্বতন্ত্র প্রতিবন্ধী কোটা নির্ধারণ। নির্বাহী আদেশের মাধ্যমে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের বিশেষ নিয়োগ প্রদান। বিদ্যমান অভিন্ন জাতীয় শ্রুতলেখক নীতিমালা সংশোধন। পিএইচটি সেন্টারগুলোর শূন্য পদে দৃষ্টিপ্রতিবন্ধী চাকরিপ্রত্যাশীদের বিশেষ নিয়োগের ব্যবস্থা এবং প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের জন্য চাকরির বয়সসীমা ৩৫ বছর করা।