রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
রাজধানীতে ২৫ জন গ্রেপ্তার
রোববার,(০৯ নভেম্বর ২০২৫) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, ডিবি মিরপুর বিভাগ তিনজন, ডিবি রমনা বিভাগ তিনজন, ডিবি সাইবার বিভাগ দুইজন, ডিবি মতিঝিল বিভাগ চারজন, ডিবি ওয়ারী বিভাগ পাঁচজন, ডিবি উত্তরা বিভাগ দুইজন, ডিবি তেজগাঁও বিভাগ দুইজন, ডিবি লালবাগ বিভাগ তিনজন এবং ডিবি গুলশান বিভাগ একজনকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা ঢাকা শহরে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টিসহ আইনশৃঙ্খলা বিঘ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। এছাড়া আগামী ১০-১২ নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার আশপাশে ও ঢাকা শহরের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্লোগান সম্বলিত এক লাখ গ্যাস বেলুন ওড়ানোর পরিকল্পনা করছিলেন।
নেত্রকোনায় সাবেক কাউন্সিলরসহ গ্রেপ্তার ১০
আমাদের নেত্রকোনা প্রতিনিধি জানান, নেত্রকোনায় সাবেক কাউন্সিলর নাজমুল হুদাসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের অন্তত ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোর থেকে রোববার, ভোর পর্যন্ত ২৪ ঘণ্টায় মোহনগঞ্জ, মদন, পূর্বধলা ও সদর উপজেলায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-জেলার মোহনগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলার ও জেলা কৃষকলীগের সদস্য নাজমুল হুদা, পূর্বধলার হোগলা ইউনিয়নের পানিশা গ্রামের বাসিন্দা যুবলীগ নেতা জুবায়ের আল হাসান, মদন উপজেলার কাইটাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম, সদর উপজেলার বটতলা এলাকার জমশেদ মিয়ার ছেলে ছাত্রলীগকর্মী আলম মিয়া (১৮), অরংগবাজ এলাকার মেহেদী হাসানের ছেলে ইব্রাহিম খলিল (১৮), একই এলাকার তাইজুল ইসলামের ছেলে মো. জুনায়েদ হাসান ওরফে রাফি (১৬), সুলতানপুর এলাকার মোস্তফা কামালের ছেলে মো. আরিফ ওরফে জারিফ (১৬), সাতবেরিকান্দা এলাকার আনোয়ার হোসেনের ছেলে শাহাদাত রহমান ওরফে সিয়াম (১৬), একই এলাকার দুলাল মিয়ার ছেলে মো. রিয়াদ মিয়া (১৬) ও খতিবনগুয়া এলাকার কামাল পাশার ছেলে সাকিবুল ইসলাম (২১)।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, গতকাল শনিবার ভোরে ছাত্রলীগের নেতাকর্মী সদর উপজেলার চল্লিশা এলাকা থেকে হঠাৎ করে ঝটিকা মশাল মিছিল শুরু করে। পরে পুলিশ অভিযান চালিয়ে ৭ জনকে আটক করে। ঘটনায় নেত্রকোনা মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) মিনহাজুল হক বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে ওই দিন বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান মডেল থানার ওসি কাজি শাহনেওয়াজ।
সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার
আমাদের নাটোর প্রতিনিধি জানান, নাটোরের সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শেখ মো. ওহিদুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার, সকালে সিংড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয়রা জানান, রোববার, সকালে ওহিদুর রহমান সিংড়ায় তার নিজ বাসা থেকে বের হয়ে বাজারে কেনাকাটা করতে যান। এসময় তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। সিংড়া থানার ওসি মো. মমিনুজ্জামান বলেন, সকালে ওহিদুর রহমানকে আটক করা হয়। পরে মামলার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।
সিলেটে আওয়ামী লীগ সংশ্লিষ্ট চারজনকে গ্রেপ্তার
সিলেটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম। এই চারজন হলেন সিলেট মহানগর ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সদস্য মো. ওমর ফারুক (২৪), সিলেট নগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান (৪০), ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি জয়নাল আহমেদ (৫২) ও ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য আবদুর রশিদ (৩৯)।
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩
চট্টগ্রাম নগরে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। রোববার, ভোরে নগরের ষোলোশহর এলাকায় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের ব্যানারে এই মিছিল বের হয়। মিছিলে অংশ নেয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রামের পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৫-২০ জন কর্মী ভোরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে ঝটিকা মিছিল বের করেন। মিছিলে অংশ নেয়া তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের অভিযান চলছে। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া তিনজন হলেন আনোয়ারুল হক ওরফে ইশান, রাজন দাশ ও সৈকত চন্দ্র ভৌমিক। তিনজনের বাসা চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায়। এদিকে ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়েছে।
কুমিল্লায় ঝটিকা মিছিলের পর ৪৫ নেতাকর্মী গ্রেপ্তার
কুমিল্লার বুড়িচং উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের পর ৪৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। পুলিশের ভাষ্য, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, জননিরাপত্তায় বিঘ্ন ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে জেলা পুলিশের গোয়েন্দা শাখাসহ (ডিবি) থানা-পুলিশের সদস্যরা তাদের গ্রেপ্তার করেন।
গত শুক্রবার দুপুরে বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিল করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিকেলে ঝটিকা মিছিলের ৫৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের ব্যানারে ওই ঝটিকা মিছিল করতে দেখা যায়।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
রোববার, ০৯ নভেম্বর ২০২৫
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
রাজধানীতে ২৫ জন গ্রেপ্তার
রোববার,(০৯ নভেম্বর ২০২৫) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, ডিবি মিরপুর বিভাগ তিনজন, ডিবি রমনা বিভাগ তিনজন, ডিবি সাইবার বিভাগ দুইজন, ডিবি মতিঝিল বিভাগ চারজন, ডিবি ওয়ারী বিভাগ পাঁচজন, ডিবি উত্তরা বিভাগ দুইজন, ডিবি তেজগাঁও বিভাগ দুইজন, ডিবি লালবাগ বিভাগ তিনজন এবং ডিবি গুলশান বিভাগ একজনকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা ঢাকা শহরে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টিসহ আইনশৃঙ্খলা বিঘ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। এছাড়া আগামী ১০-১২ নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার আশপাশে ও ঢাকা শহরের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্লোগান সম্বলিত এক লাখ গ্যাস বেলুন ওড়ানোর পরিকল্পনা করছিলেন।
নেত্রকোনায় সাবেক কাউন্সিলরসহ গ্রেপ্তার ১০
আমাদের নেত্রকোনা প্রতিনিধি জানান, নেত্রকোনায় সাবেক কাউন্সিলর নাজমুল হুদাসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের অন্তত ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোর থেকে রোববার, ভোর পর্যন্ত ২৪ ঘণ্টায় মোহনগঞ্জ, মদন, পূর্বধলা ও সদর উপজেলায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-জেলার মোহনগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলার ও জেলা কৃষকলীগের সদস্য নাজমুল হুদা, পূর্বধলার হোগলা ইউনিয়নের পানিশা গ্রামের বাসিন্দা যুবলীগ নেতা জুবায়ের আল হাসান, মদন উপজেলার কাইটাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম, সদর উপজেলার বটতলা এলাকার জমশেদ মিয়ার ছেলে ছাত্রলীগকর্মী আলম মিয়া (১৮), অরংগবাজ এলাকার মেহেদী হাসানের ছেলে ইব্রাহিম খলিল (১৮), একই এলাকার তাইজুল ইসলামের ছেলে মো. জুনায়েদ হাসান ওরফে রাফি (১৬), সুলতানপুর এলাকার মোস্তফা কামালের ছেলে মো. আরিফ ওরফে জারিফ (১৬), সাতবেরিকান্দা এলাকার আনোয়ার হোসেনের ছেলে শাহাদাত রহমান ওরফে সিয়াম (১৬), একই এলাকার দুলাল মিয়ার ছেলে মো. রিয়াদ মিয়া (১৬) ও খতিবনগুয়া এলাকার কামাল পাশার ছেলে সাকিবুল ইসলাম (২১)।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, গতকাল শনিবার ভোরে ছাত্রলীগের নেতাকর্মী সদর উপজেলার চল্লিশা এলাকা থেকে হঠাৎ করে ঝটিকা মশাল মিছিল শুরু করে। পরে পুলিশ অভিযান চালিয়ে ৭ জনকে আটক করে। ঘটনায় নেত্রকোনা মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) মিনহাজুল হক বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে ওই দিন বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান মডেল থানার ওসি কাজি শাহনেওয়াজ।
সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার
আমাদের নাটোর প্রতিনিধি জানান, নাটোরের সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শেখ মো. ওহিদুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার, সকালে সিংড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয়রা জানান, রোববার, সকালে ওহিদুর রহমান সিংড়ায় তার নিজ বাসা থেকে বের হয়ে বাজারে কেনাকাটা করতে যান। এসময় তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। সিংড়া থানার ওসি মো. মমিনুজ্জামান বলেন, সকালে ওহিদুর রহমানকে আটক করা হয়। পরে মামলার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।
সিলেটে আওয়ামী লীগ সংশ্লিষ্ট চারজনকে গ্রেপ্তার
সিলেটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম। এই চারজন হলেন সিলেট মহানগর ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সদস্য মো. ওমর ফারুক (২৪), সিলেট নগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান (৪০), ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি জয়নাল আহমেদ (৫২) ও ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য আবদুর রশিদ (৩৯)।
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩
চট্টগ্রাম নগরে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। রোববার, ভোরে নগরের ষোলোশহর এলাকায় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের ব্যানারে এই মিছিল বের হয়। মিছিলে অংশ নেয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রামের পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৫-২০ জন কর্মী ভোরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে ঝটিকা মিছিল বের করেন। মিছিলে অংশ নেয়া তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের অভিযান চলছে। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া তিনজন হলেন আনোয়ারুল হক ওরফে ইশান, রাজন দাশ ও সৈকত চন্দ্র ভৌমিক। তিনজনের বাসা চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায়। এদিকে ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়েছে।
কুমিল্লায় ঝটিকা মিছিলের পর ৪৫ নেতাকর্মী গ্রেপ্তার
কুমিল্লার বুড়িচং উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের পর ৪৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। পুলিশের ভাষ্য, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, জননিরাপত্তায় বিঘ্ন ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে জেলা পুলিশের গোয়েন্দা শাখাসহ (ডিবি) থানা-পুলিশের সদস্যরা তাদের গ্রেপ্তার করেন।
গত শুক্রবার দুপুরে বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিল করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিকেলে ঝটিকা মিছিলের ৫৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের ব্যানারে ওই ঝটিকা মিছিল করতে দেখা যায়।