রাজধানীতে ৩টি বাসে আগুন ও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার, (১০ নভেম্বর ২০২৫) সকাল থেকে রাত ৯টা পর্যন্ত এসব ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্র জানায়, সোমবার, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডি ল্যাব এইডের কাছে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের গাড়িতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে ছুটে গিয়ে রাত পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে সোমবার, ভোর ৫টা ৪০ মিনিটের সময় শাহাজাদপুর বাঁশতলা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা ভিক্টর পরিবহনের একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সকাল ৬টার দিকে রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় যাত্রীবিহীন দাঁড়িয়ে থাকা আরও একটি বাসে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। খবর পেয়ে সেখানে ফায়ার সার্ভিসের টিম গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
সোমবার, ভোর থেকে রাত ৯টা পর্যন্ত বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এর মধ্যে রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি মিডিয়া তালেবুর রহমান বলেন- মিরপুর, ধানমন্ডি ও মোহাম্মদপুরে হেলমেট পরে ককটেল বিস্ফোরণ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেয়া হবে। ককটেল বিস্ফোরণের স্থানগুলোর সিসি টিভির ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে। সব জায়গাতেই মোটরসাইকেলে হেলমেট পরা ব্যক্তিরা ককটেল নিক্ষেপ করে। তবে বিস্ফোরণে কেউ হতাহত হয়নি।
সোমবার, ভোরে মিরপুর গ্রামীণ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে হেলমেট পরা লোকজন মোটরসাইকেলযোগে ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।
পুলিশ জানায়, সকাল ৭টার দিকে মোহাম্মদপুরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং কবি ও চিন্তক ফরহাদ মজহারের খাদ্যপণ্যের প্রতিষ্ঠান প্রবর্তনার সামনের সড়কে ও সীমানার ভেতরে দুটি ককটেল বিস্ফোরণ করা হয়।
দুজন হেলমেট পরে মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণ ঘটান বলে সাংবাদিকদেরকে জানিয়েছেন প্রবর্তনার এক নিরাপত্তাকর্মী।
পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান সাংবাদিকদেরকে বলেছেন, ‘প্রবর্তনার সামনের সড়কে এবং বাউন্ডারির ভেতরে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়, কেউ আহত হয়নি।’ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে বলে তিনি জানান।
মিরপুরেও মোটরসাইকেলযোগে দুজন ব্যক্তি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন। তাদের মাথায় হেলমেট ছিল, চেহারা বোঝা যায়নি। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দুজনকে শনাক্তের চেষ্টা চলছে।
ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সকাল পৌনে ৭টা থেকে ৭টার মধ্যে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।
ধানমন্ডি থানার ওসি বলেন, মাইডাস সেন্টারের সামনে সকাল পৌনে ৭টার দিকে একটি
মোটরসাইকেলে দু-তিনজন ব্যক্তি গিয়ে দুটি ককটেল নিক্ষেপ করে। ককটেলগুলো বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এছাড়া সকাল ৭টার দিকে ইবনে সিনা হাসপাতালের সামনেও দুটি ককটেল ছোড়া হয়।
ধানমন্ডি জোনের সহকারী কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান সাংবাদিকদেরকে বলেন, মোটরসাইকেলে করে গিয়ে এসব বিস্ফোরণ ঘটানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশের টহল দল ছিল। ধারণা করা হচ্ছে, ভয় দেখানোর জন্যই এই ককটেল নিক্ষেপ করা হয়েছে। আলামত ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।
ডেমরায় ঝটিকা মিছিল, ডিবির অভিযানে ৩৪ জন গ্রেপ্তার
সোমবার, ভোরে রাজধানীর ডেমরা এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সদস্যরা ঝটিকা মিছিল করেছে। সকাল পৌনে ৭টার দিকে এ মিছিল বের করা হয় বলে আইনশৃঙ্খলা বাহিনীর একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। এছাড়াও নগরীর অন্য স্থানের ঝটিকা মিছিল হয়েছে কিনা তা নিশ্চিত করা যায়নি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি তালেবুর রহমান জানিয়েছেন, রাজধানীতে ঝটিকা মিছিলের পরিকল্পনা, অর্থায়ন ও অংশগ্রহণ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৩৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা পুলিশের বিভিন্ন টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো- আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য বেলাল হোসেন, টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার যুবলীগের সদস্য মাহবুবুল আলম পলাশ। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ নেতা খোকন মিয়া, মহানগর উত্তর ছাত্রলীগের নেতা তানজিল ইব্রাহিম, আওয়ামী লীগের সদস্য সাজ্জাতুল ইসলাস তুষার, ঢাকা দক্ষিণ সিটির নেতা আজিজুর রহমান উজ্জ্বল, আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী ও অর্থায়নকারী আব্দুস সোবহান, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের তথ্য সম্পাদক শাকিল আহমেদ জুয়েল ওরফে বাবু, শান্তিনগর বাজার কমিটির যুবলীগের সাবেক সভাপতি আদম আলী,ঢাকা মহানগর হকার্স লীগের নেতা সারোয়ার হোসেনসহ ৩৪ জনকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এভাবে রাজধানীর বিভিন্ন এলাকায় সোমবার, পর্যন্ত ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী ৩ হাজারেরও বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
সোমবার, ১০ নভেম্বর ২০২৫
রাজধানীতে ৩টি বাসে আগুন ও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার, (১০ নভেম্বর ২০২৫) সকাল থেকে রাত ৯টা পর্যন্ত এসব ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্র জানায়, সোমবার, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডি ল্যাব এইডের কাছে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের গাড়িতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে ছুটে গিয়ে রাত পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে সোমবার, ভোর ৫টা ৪০ মিনিটের সময় শাহাজাদপুর বাঁশতলা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা ভিক্টর পরিবহনের একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সকাল ৬টার দিকে রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় যাত্রীবিহীন দাঁড়িয়ে থাকা আরও একটি বাসে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। খবর পেয়ে সেখানে ফায়ার সার্ভিসের টিম গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
সোমবার, ভোর থেকে রাত ৯টা পর্যন্ত বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এর মধ্যে রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি মিডিয়া তালেবুর রহমান বলেন- মিরপুর, ধানমন্ডি ও মোহাম্মদপুরে হেলমেট পরে ককটেল বিস্ফোরণ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেয়া হবে। ককটেল বিস্ফোরণের স্থানগুলোর সিসি টিভির ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে। সব জায়গাতেই মোটরসাইকেলে হেলমেট পরা ব্যক্তিরা ককটেল নিক্ষেপ করে। তবে বিস্ফোরণে কেউ হতাহত হয়নি।
সোমবার, ভোরে মিরপুর গ্রামীণ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে হেলমেট পরা লোকজন মোটরসাইকেলযোগে ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।
পুলিশ জানায়, সকাল ৭টার দিকে মোহাম্মদপুরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং কবি ও চিন্তক ফরহাদ মজহারের খাদ্যপণ্যের প্রতিষ্ঠান প্রবর্তনার সামনের সড়কে ও সীমানার ভেতরে দুটি ককটেল বিস্ফোরণ করা হয়।
দুজন হেলমেট পরে মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণ ঘটান বলে সাংবাদিকদেরকে জানিয়েছেন প্রবর্তনার এক নিরাপত্তাকর্মী।
পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান সাংবাদিকদেরকে বলেছেন, ‘প্রবর্তনার সামনের সড়কে এবং বাউন্ডারির ভেতরে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়, কেউ আহত হয়নি।’ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে বলে তিনি জানান।
মিরপুরেও মোটরসাইকেলযোগে দুজন ব্যক্তি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন। তাদের মাথায় হেলমেট ছিল, চেহারা বোঝা যায়নি। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দুজনকে শনাক্তের চেষ্টা চলছে।
ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সকাল পৌনে ৭টা থেকে ৭টার মধ্যে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।
ধানমন্ডি থানার ওসি বলেন, মাইডাস সেন্টারের সামনে সকাল পৌনে ৭টার দিকে একটি
মোটরসাইকেলে দু-তিনজন ব্যক্তি গিয়ে দুটি ককটেল নিক্ষেপ করে। ককটেলগুলো বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এছাড়া সকাল ৭টার দিকে ইবনে সিনা হাসপাতালের সামনেও দুটি ককটেল ছোড়া হয়।
ধানমন্ডি জোনের সহকারী কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান সাংবাদিকদেরকে বলেন, মোটরসাইকেলে করে গিয়ে এসব বিস্ফোরণ ঘটানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশের টহল দল ছিল। ধারণা করা হচ্ছে, ভয় দেখানোর জন্যই এই ককটেল নিক্ষেপ করা হয়েছে। আলামত ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।
ডেমরায় ঝটিকা মিছিল, ডিবির অভিযানে ৩৪ জন গ্রেপ্তার
সোমবার, ভোরে রাজধানীর ডেমরা এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সদস্যরা ঝটিকা মিছিল করেছে। সকাল পৌনে ৭টার দিকে এ মিছিল বের করা হয় বলে আইনশৃঙ্খলা বাহিনীর একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। এছাড়াও নগরীর অন্য স্থানের ঝটিকা মিছিল হয়েছে কিনা তা নিশ্চিত করা যায়নি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি তালেবুর রহমান জানিয়েছেন, রাজধানীতে ঝটিকা মিছিলের পরিকল্পনা, অর্থায়ন ও অংশগ্রহণ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৩৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা পুলিশের বিভিন্ন টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো- আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য বেলাল হোসেন, টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার যুবলীগের সদস্য মাহবুবুল আলম পলাশ। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ নেতা খোকন মিয়া, মহানগর উত্তর ছাত্রলীগের নেতা তানজিল ইব্রাহিম, আওয়ামী লীগের সদস্য সাজ্জাতুল ইসলাস তুষার, ঢাকা দক্ষিণ সিটির নেতা আজিজুর রহমান উজ্জ্বল, আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী ও অর্থায়নকারী আব্দুস সোবহান, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের তথ্য সম্পাদক শাকিল আহমেদ জুয়েল ওরফে বাবু, শান্তিনগর বাজার কমিটির যুবলীগের সাবেক সভাপতি আদম আলী,ঢাকা মহানগর হকার্স লীগের নেতা সারোয়ার হোসেনসহ ৩৪ জনকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এভাবে রাজধানীর বিভিন্ন এলাকায় সোমবার, পর্যন্ত ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী ৩ হাজারেরও বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।