alt

অপরাধ ও দুর্নীতি

মতিউর ও স্ত্রী-পুত্রের দেশত্যাগে নিষেধাজ্ঞা, দুদকের তদন্ত শুরু

বাকী বিল্লাহ ও মাসুদ রানা : সোমবার, ২৪ জুন ২০২৪

‘ছাগলকাণ্ডে’ আলোচিত রাজস্ব বোর্ডের প্রভাবশালী কর্মকর্তা মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কানিজ এবং ছেলে আহম্মেদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশন-দুদকের আবেদনের শুনানি করে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন সোমবার (২৪ জুন) এই নিষেধাজ্ঞা জারির আদেশ দেন।

অন্যদিকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছেন, আদালতের বিষয়টি জেনেছি। তবে সোমবার সন্ধ্যা পর্যন্ত আদেশের কপি ইমিগ্রেশন কর্তৃপক্ষ হাতে পায়নি। এরপর তারা বিষয়টি নিয়ে কাজ করছেন। আর দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ছেলে ও পরিবার নিয়ে ধূম্রজাল ছড়িয়েছে। তার দুইজন স্ত্রী ও সন্তানের কথা শুনেছি। কোন সংসারের স্ত্রী ও সন্তান পালিয়েছে তার তথ্য নিশ্চিতে অনুসন্ধান তদন্ত চলছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের মতে, এনবিআর কর্মকর্তা মতিউর ছিল ম্যানেজ মাস্টার। বিএনপি ও জামাত জোট সরকারের আমল থেকে শুরু করে বর্তমান সরকারের আমলে রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় সব কিছু ম্যানেজ করে আর্থিক ভাবে বেপরোয়া হয়ে উঠেছে। এরপর একে একে সুকৌশলে তার অপকর্ম চালিয়ে গেছেন। বাধাহীনভাবে তিনি অপরাধ করেছেন। নিয়ন্ত্রণ করার প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

একজন ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞ বলেন, টাকা কামানোর এটা একটা নেশা। যার ১০ টাকা আছে। সে ১ লাখ টাকা কামাইতে চায়। এরপর এক কোটি। এরপর ১শ’ কোটি টাকার মালিক হয়। নানা কৌশলে শত শত কোটি টাকার মালিক হওয়ার লোভ থেকে অনিয়মে জড়িড়ে পড়ে। তার ব্রেন থেকে শুরু করে সব কিছুই নেশার মতো কাজ করেছে।

এনবিআরের সাবেক কর্মকর্তাদের সূত্র জানায়, এনবিআর কর্মকর্তা মতিউর রহমানকে নানা অভিযোগে চট্টগ্রাম থেকে বদলি করার পরও প্রভাবশালীদেরকে দিয়ে তদবির করাত। তার তদবিরে এনবিআর অতিষ্ঠ ছিল। তিনি উল্টো প্রভাব খাটাতেন। নানা পর্যায়ে ছিল তার ঘনিষ্ঠ যোগাযোগ।

একজন অপরাধ বিশেষজ্ঞ জানান, এনবিআর কর্মকর্তা মতিউরের বিষয়টি হলো আইনি অপরাধ। এখনও আইনি প্রক্রিয়ায় তার অপরাধ প্রমাণিত হয়নি। তবে তার অপরাধ প্রাতিষ্ঠানিক বেশি। সেখানে তিনি দুর্নীতি করে লাভবান হয়েছে। সেখানে তার ব্যবস্থাপনায় দুর্বলতার কারণে বেপরোয়া হয়ে অনিয়ম করেছে। শুরুতে এনবিআরে তার অনিয়ম কঠোর ভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হলে রাষ্ট্র উপকৃত হতো। প্রতিষ্ঠানের সুনাম বাড়ত। তা করতে না পারায় কর্মকর্তা মতিউর অনিয়ম করে সম্পদের মালিক হয়েছেন। সেখান থেকে ছাগলকাণ্ড ঘটেছে। এই ধরনের আরও অনেকেই আছে। দুদকের তদন্তে তা প্রমাণিত হবে এটাই প্রত্যাশা।

দুদক কর্মকর্তারা বলেছেন, মতিউর রহমানের ‘অবৈধ সম্পদের’ বিষয়ে অনুসন্ধানের জন্য গঠিত অনুসন্ধান দলের প্রধান দুদকের উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন আদালতে ওই আবেদন করেন। সেখানে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে ‘দুর্নীতির মাধ্যমে দেশে ও বিদেশে অবৈধ সম্পদ অর্জনসহ হুন্ডি ও আন্ডার ইনভয়েসিং/ওভার ইনভয়েসিং-এর মাধ্যমে বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগ’ অনুসন্ধানের জন্য দুদকের এই তিন সদস্যের অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।

জানা গেছে, মো. মতিউর রহমান ও তার পরিবারের অন্য সদস্যরা দেশত্যাগ করার চেষ্টা করছেন। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার এবং তার পরিবারের সদস্যদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা আবশ্যক। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমানকে ইতোমধ্যে এনবিআর থেকে সরিয়ে রোববারই অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করেছে অর্থ মন্ত্রণালয়।

জানা গেছে, মতিউর রহমান এর আগে ব্রাসেলসে বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সিলের, চট্টগ্রাম কাস্টমসের কমিশনার, ভ্যাট কমিশনারসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। ছাগল নিয়ে আলোচনার সূত্রপাত হলেও তার বিপুল সম্পদের তথ্য এখন গণমাধ্যমে শিরোনাম হচ্ছে।

প্রাপ্ত তথ্য মতে, মতিউর রহমানের গ্রামের বাড়ি বরিশালের মুলাদি। ১৯৯৪ সালে সরকারি চাকরিতে যোগ দেয়া এই কর্মকর্তা পড়ালেখা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে। এর আগেও তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, সেসব দুদক তদন্তও করেছে। সম্প্রতি বেসরকারি এক টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘চারবার দুদক তদন্ত করে দেখেছে, আমি কোনো দুর্নীতি করিনি।’ বিপুল আয়ের উৎস সম্পর্কে প্রশ্ন করলে মতিউর ওই সাক্ষাৎকারে বলেন, ‘একটা গ্রুপ অব কোম্পানির ৩০০ একরের জমিতে আমার একটা অংশ আছে। কোনো কারখানায় আমার বিনিয়োগ আছে। কিন্তু ৩০০ একর জমি বা কারখানার পুরোটা আমার না। আমাদের পরিবারের বিনিয়োগ আছে মাত্র।’

দুদক সচিব খোরশেদা ইয়াসমিন সোমবার দুপুরে দুদক কার্যালয়ে সাংবাদিকদেরকে বলেন, মতিউর রহমানের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের যে অভিযোগ উঠেছে, সে বিষয়ে দুদকের তদন্ত টিমের কাজ শুরু করেছেন। অগ্রগতি প্রসঙ্গে বলেন, মো. মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কানিজ ও ছেলে আহমদ তৌফিকুর রহমান যেন দেশের বাইরে যেতে না পারেন, সে জন্য দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে। দুদক সচিব আরও বলেন, দুদক স্বাধীন প্রতিষ্ঠান, কোনো দিক থেকে চাপ আসছে না।

অভিযোগ রয়েছে, এনবিআরের ভ্যাট ও কাস্টমসসহ অন্যান্য শাখার কর্মকর্তাদের সম্পদ নিয়ে অনুসন্ধান তদন্ত করলে আরও অনিয়ম দুর্নীতি বেরিয়ে আসবে। আর এনবিআরে সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তারা খুশি হবে। সরকারের রাজস্ব বাড়বে বলে অনেকেই মন্তব্য করেন। তাদের গাড়ি, বাড়ি, ফ্ল্যাট ও তাদের স্ত্রী ও সন্তানের লেখাপড়া থেকে শুরু করে বিদেশ ভ্রমণ সব কিছুতে রাষ্ট্রীয় তদারকি থাকলে কমবে দুর্নীতি। বাড়বে রাজস্ব। আর উন্নত হবে দেশ।

গজারিয়ায় ডাকাতি প্রস্ততিকালে অস্ত্রসহ ৬ জন গ্রেপ্তার

ছবি

সন্তানকে গাছে বেঁধে স্বামীর কাছে ভিডিও পাঠিয়ে টাকা চাওয়ার অভিযোগ

সোনারগাঁয়ে ডাকাতি, প্রবাসির গ্রীনকার্ড, বৈদেশীক মুদ্রাসহ ১০ লাখ টাকার মালামাল লুট

ছবি

ছিনতাই ও চুরি হওয়া ৭৪টি মোবাইল ফোন সেট উদ্ধার

ছবি

জেনারেল আজিজের দুই ভাইয়ের চার এনআইডি বাতিল

ছবি

হত্যা মামলা: সাবেক আইজিপি মামুন ৪ দিনের রিমান্ডে

ছবি

এবার হত্যা মামলায় গ্রেপ্তার আনিসুল হক ও আব্দুল্লাহ আল মামুন

গোয়ালন্দে গুলি ও কুপিয়ে চরমপন্থী নেতা সুশিলকে হত্যা

ছবি

শরীয়তপুরে পিটিয়ে বৃদ্ধ বাবাকে মেরে ফেলা সেই ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ

ওষুধ ব্যবসায়ীদের দুই পক্ষের মারামারি

ছবি

ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ, চট্টগ্রামে ‘কিলার ফয়সাল’ গ্রেপ্তার

ছবি

সিলেটের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, আটক ৯

ছবি

চৌধুরী নাফিজ সরাফাতের প্রতিষ্ঠানের অনিয়ম তদন্তে কমিটি গঠন

ছবি

বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে ১০০০ কোটি টাকা পাচারের অভিযোগ, ১৭ মামলা

ছবি

আমি নিরপরাধ, এসব মামলা মিথ্যা-বানোয়াট: বিচারপতি মানিক

রংপুর খাদ্য গুদামের কোটি টাকার চাল-গম আত্মসাৎ

ছবি

নগদের প্রশাসককে সাবেক এমডির হুমকির অভিযোগ

ছবি

পুলিশ কর্মকর্তা কাফি ফের রিমান্ডে

ত্বকীহত্যার সাথে ‘জড়িত না’ দাবি করে গ্রেপ্তার শিপন-মামুনের পরিবারের সংবাদ সম্মেলন

ছবি

ত্বকী হত্যা: আজমেরী ওসমানের গাড়িচালক জামশেদ গ্রেপ্তার

ছবি

পেট্রো সেন্টারে হামলা: পেট্র্রোবাংলার ৫ জন বরখাস্ত, তিতাসের এক কর্মকর্তার পদাবনতি

ছবি

রিমান্ড শেষে কারাগারে সাবেক আইজিপি শহীদুল হক

ছবি

চুনারুঘাটে হামলা করে জমি দখলের চেষ্টায় অস্ত্রসহ গ্রেপ্তার -৩

নোয়াখালীর শীর্ষ সন্ত্রাসী খালাসি সুমন গ্রেপ্তার.

যশোরে চাঞ্চল্যকর মিঠু হত্যা মামলার অন্যতম আসামি গ্রেফতার

ছবি

সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি বিমানবন্দরে আটক

ছবি

শাহজালাল বিমানবন্দরে ২ কোটি ৬৪ লাখ টাকার সোনাসহ দুই নারী আটক

ছবি

কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ‘গন্ডার’কে গ্রেফতার করল র‌্যাব

ছবি

চিকিৎসকদের ওপর হামলা, গাইবান্ধা থেকে সঞ্জয় পাল গ্রেপ্তার

প্রভাবশালীদের দখলে বটতলী খাল : বানের পানি নামছে না, ভোগান্তিতে হাজার হাজার পরিবার

নোয়াখালীতে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

যমুনা সার কারখানায় চাঁদাবাজি নিয়ে বিএনপির দুই গ্রুপের মারামারি, আহত -৭

শ্রীনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-৩

ফরিদপুরে হত্যার দায়ে একজনের মৃত্যুদন্ড

ছবি

গণহত্যায় উস্কানি : ৩০ সাংবাদিকের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

যাত্রাবাড়ীতে অন্তঃসত্ত্বার পেটে ছুরিকাঘাত গর্ভের সন্তানসহ মৃত্যু

tab

অপরাধ ও দুর্নীতি

মতিউর ও স্ত্রী-পুত্রের দেশত্যাগে নিষেধাজ্ঞা, দুদকের তদন্ত শুরু

বাকী বিল্লাহ ও মাসুদ রানা

সোমবার, ২৪ জুন ২০২৪

‘ছাগলকাণ্ডে’ আলোচিত রাজস্ব বোর্ডের প্রভাবশালী কর্মকর্তা মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কানিজ এবং ছেলে আহম্মেদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশন-দুদকের আবেদনের শুনানি করে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন সোমবার (২৪ জুন) এই নিষেধাজ্ঞা জারির আদেশ দেন।

অন্যদিকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছেন, আদালতের বিষয়টি জেনেছি। তবে সোমবার সন্ধ্যা পর্যন্ত আদেশের কপি ইমিগ্রেশন কর্তৃপক্ষ হাতে পায়নি। এরপর তারা বিষয়টি নিয়ে কাজ করছেন। আর দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ছেলে ও পরিবার নিয়ে ধূম্রজাল ছড়িয়েছে। তার দুইজন স্ত্রী ও সন্তানের কথা শুনেছি। কোন সংসারের স্ত্রী ও সন্তান পালিয়েছে তার তথ্য নিশ্চিতে অনুসন্ধান তদন্ত চলছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের মতে, এনবিআর কর্মকর্তা মতিউর ছিল ম্যানেজ মাস্টার। বিএনপি ও জামাত জোট সরকারের আমল থেকে শুরু করে বর্তমান সরকারের আমলে রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় সব কিছু ম্যানেজ করে আর্থিক ভাবে বেপরোয়া হয়ে উঠেছে। এরপর একে একে সুকৌশলে তার অপকর্ম চালিয়ে গেছেন। বাধাহীনভাবে তিনি অপরাধ করেছেন। নিয়ন্ত্রণ করার প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

একজন ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞ বলেন, টাকা কামানোর এটা একটা নেশা। যার ১০ টাকা আছে। সে ১ লাখ টাকা কামাইতে চায়। এরপর এক কোটি। এরপর ১শ’ কোটি টাকার মালিক হয়। নানা কৌশলে শত শত কোটি টাকার মালিক হওয়ার লোভ থেকে অনিয়মে জড়িড়ে পড়ে। তার ব্রেন থেকে শুরু করে সব কিছুই নেশার মতো কাজ করেছে।

এনবিআরের সাবেক কর্মকর্তাদের সূত্র জানায়, এনবিআর কর্মকর্তা মতিউর রহমানকে নানা অভিযোগে চট্টগ্রাম থেকে বদলি করার পরও প্রভাবশালীদেরকে দিয়ে তদবির করাত। তার তদবিরে এনবিআর অতিষ্ঠ ছিল। তিনি উল্টো প্রভাব খাটাতেন। নানা পর্যায়ে ছিল তার ঘনিষ্ঠ যোগাযোগ।

একজন অপরাধ বিশেষজ্ঞ জানান, এনবিআর কর্মকর্তা মতিউরের বিষয়টি হলো আইনি অপরাধ। এখনও আইনি প্রক্রিয়ায় তার অপরাধ প্রমাণিত হয়নি। তবে তার অপরাধ প্রাতিষ্ঠানিক বেশি। সেখানে তিনি দুর্নীতি করে লাভবান হয়েছে। সেখানে তার ব্যবস্থাপনায় দুর্বলতার কারণে বেপরোয়া হয়ে অনিয়ম করেছে। শুরুতে এনবিআরে তার অনিয়ম কঠোর ভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হলে রাষ্ট্র উপকৃত হতো। প্রতিষ্ঠানের সুনাম বাড়ত। তা করতে না পারায় কর্মকর্তা মতিউর অনিয়ম করে সম্পদের মালিক হয়েছেন। সেখান থেকে ছাগলকাণ্ড ঘটেছে। এই ধরনের আরও অনেকেই আছে। দুদকের তদন্তে তা প্রমাণিত হবে এটাই প্রত্যাশা।

দুদক কর্মকর্তারা বলেছেন, মতিউর রহমানের ‘অবৈধ সম্পদের’ বিষয়ে অনুসন্ধানের জন্য গঠিত অনুসন্ধান দলের প্রধান দুদকের উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন আদালতে ওই আবেদন করেন। সেখানে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে ‘দুর্নীতির মাধ্যমে দেশে ও বিদেশে অবৈধ সম্পদ অর্জনসহ হুন্ডি ও আন্ডার ইনভয়েসিং/ওভার ইনভয়েসিং-এর মাধ্যমে বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগ’ অনুসন্ধানের জন্য দুদকের এই তিন সদস্যের অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।

জানা গেছে, মো. মতিউর রহমান ও তার পরিবারের অন্য সদস্যরা দেশত্যাগ করার চেষ্টা করছেন। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার এবং তার পরিবারের সদস্যদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা আবশ্যক। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমানকে ইতোমধ্যে এনবিআর থেকে সরিয়ে রোববারই অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করেছে অর্থ মন্ত্রণালয়।

জানা গেছে, মতিউর রহমান এর আগে ব্রাসেলসে বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সিলের, চট্টগ্রাম কাস্টমসের কমিশনার, ভ্যাট কমিশনারসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। ছাগল নিয়ে আলোচনার সূত্রপাত হলেও তার বিপুল সম্পদের তথ্য এখন গণমাধ্যমে শিরোনাম হচ্ছে।

প্রাপ্ত তথ্য মতে, মতিউর রহমানের গ্রামের বাড়ি বরিশালের মুলাদি। ১৯৯৪ সালে সরকারি চাকরিতে যোগ দেয়া এই কর্মকর্তা পড়ালেখা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে। এর আগেও তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, সেসব দুদক তদন্তও করেছে। সম্প্রতি বেসরকারি এক টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘চারবার দুদক তদন্ত করে দেখেছে, আমি কোনো দুর্নীতি করিনি।’ বিপুল আয়ের উৎস সম্পর্কে প্রশ্ন করলে মতিউর ওই সাক্ষাৎকারে বলেন, ‘একটা গ্রুপ অব কোম্পানির ৩০০ একরের জমিতে আমার একটা অংশ আছে। কোনো কারখানায় আমার বিনিয়োগ আছে। কিন্তু ৩০০ একর জমি বা কারখানার পুরোটা আমার না। আমাদের পরিবারের বিনিয়োগ আছে মাত্র।’

দুদক সচিব খোরশেদা ইয়াসমিন সোমবার দুপুরে দুদক কার্যালয়ে সাংবাদিকদেরকে বলেন, মতিউর রহমানের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের যে অভিযোগ উঠেছে, সে বিষয়ে দুদকের তদন্ত টিমের কাজ শুরু করেছেন। অগ্রগতি প্রসঙ্গে বলেন, মো. মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কানিজ ও ছেলে আহমদ তৌফিকুর রহমান যেন দেশের বাইরে যেতে না পারেন, সে জন্য দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে। দুদক সচিব আরও বলেন, দুদক স্বাধীন প্রতিষ্ঠান, কোনো দিক থেকে চাপ আসছে না।

অভিযোগ রয়েছে, এনবিআরের ভ্যাট ও কাস্টমসসহ অন্যান্য শাখার কর্মকর্তাদের সম্পদ নিয়ে অনুসন্ধান তদন্ত করলে আরও অনিয়ম দুর্নীতি বেরিয়ে আসবে। আর এনবিআরে সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তারা খুশি হবে। সরকারের রাজস্ব বাড়বে বলে অনেকেই মন্তব্য করেন। তাদের গাড়ি, বাড়ি, ফ্ল্যাট ও তাদের স্ত্রী ও সন্তানের লেখাপড়া থেকে শুরু করে বিদেশ ভ্রমণ সব কিছুতে রাষ্ট্রীয় তদারকি থাকলে কমবে দুর্নীতি। বাড়বে রাজস্ব। আর উন্নত হবে দেশ।

back to top