মুন্সীগঞ্জের শ্রীনগরে বহুল আলোচিত ইউপি সদস্য স্বপন মেম্বার(৪৮)কে গ্রেফতার করেছে র্যাব-১০।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদা খান আসামীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন , তাকে ধর্ষন ও পর্ণোগ্রাফি মামলায় গ্রেফতার করে বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা সুত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত পৌণে ২টার দিকে র্যাব-১০ গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক আসামী স্বপন মেম্বার (৪৮)কে গ্রেফতার করে শ্রীনগর থানায় হস্তান্তর করেন।
গ্রেফতারকৃত আসামী স্বপন মেম্বার শ্রীনগর উপজেলার দেওয়ানপাড়া শ্যামসিদ্ধি গ্রামের আবুল চৌধুরীর ছেলে। সে শ্রীনগর সদর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য । তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
মামলা সুত্রে জানা যায়, গত ১০ জুন রাত ৮ টার দিকে এক নারীকে প্রাক্তন স্বামীর বিরুদ্ধে মামলায় সহযোগীতা ও মিমাংসা করে দেয়ার কথা বলে স্বামী স্ত্রীর মধ্যে তালাক করিয়ে দেয় । আসামী স্বপন মেম্বার ভিকটিমের কাছ থেকে কাবিন নামার ১,৮০,০০০/- টাকা ও তিন ভরি স্বর্ণালংকার নিয়ে আত্মসাৎ করে এবং আসামী স্বপন মেম্বার সু-কৌশলে একটি বন্ধ ঘরে ভিকটিমকে নিয়ে মারধর করে। পরে বিভিন্ন রকম ভয়ভীতি দেখিয়ে ভিকটিমের ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়ার ভয় দেখায় এবং ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিম এ বিষয়ে আসামী স্বপন মেম্বারে বাড়িতে বিচার চাইতে গেলে আসামী স্বপন মেম্বারসহ অপরাপর আসামীগণ তাকে মারধর করে আহত করে এবং ভিকটিমকে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে ধর্ষণ ও পর্ণোগ্রাফি আইনে দুটি মামলা দায়ের করে।
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
মুন্সীগঞ্জের শ্রীনগরে বহুল আলোচিত ইউপি সদস্য স্বপন মেম্বার(৪৮)কে গ্রেফতার করেছে র্যাব-১০।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদা খান আসামীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন , তাকে ধর্ষন ও পর্ণোগ্রাফি মামলায় গ্রেফতার করে বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা সুত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত পৌণে ২টার দিকে র্যাব-১০ গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক আসামী স্বপন মেম্বার (৪৮)কে গ্রেফতার করে শ্রীনগর থানায় হস্তান্তর করেন।
গ্রেফতারকৃত আসামী স্বপন মেম্বার শ্রীনগর উপজেলার দেওয়ানপাড়া শ্যামসিদ্ধি গ্রামের আবুল চৌধুরীর ছেলে। সে শ্রীনগর সদর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য । তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
মামলা সুত্রে জানা যায়, গত ১০ জুন রাত ৮ টার দিকে এক নারীকে প্রাক্তন স্বামীর বিরুদ্ধে মামলায় সহযোগীতা ও মিমাংসা করে দেয়ার কথা বলে স্বামী স্ত্রীর মধ্যে তালাক করিয়ে দেয় । আসামী স্বপন মেম্বার ভিকটিমের কাছ থেকে কাবিন নামার ১,৮০,০০০/- টাকা ও তিন ভরি স্বর্ণালংকার নিয়ে আত্মসাৎ করে এবং আসামী স্বপন মেম্বার সু-কৌশলে একটি বন্ধ ঘরে ভিকটিমকে নিয়ে মারধর করে। পরে বিভিন্ন রকম ভয়ভীতি দেখিয়ে ভিকটিমের ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়ার ভয় দেখায় এবং ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিম এ বিষয়ে আসামী স্বপন মেম্বারে বাড়িতে বিচার চাইতে গেলে আসামী স্বপন মেম্বারসহ অপরাপর আসামীগণ তাকে মারধর করে আহত করে এবং ভিকটিমকে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে ধর্ষণ ও পর্ণোগ্রাফি আইনে দুটি মামলা দায়ের করে।