ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের বাগমারা গ্রামে ভূমিহীনদের ঘর ও দোকানে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। এতে আসবাবপত্র ও দোকানের কিছু অংশ পুড়ে যায়। এ ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন ভুক্তভোগীরা। গত শুক্রবার দিবাগত রাতে হাটদীঘি পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভূমিহীন প্রতিবন্ধী মনির হোসেন ও ছেলে স্ত্রী সন্তান নিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পাশে আরেকটি ঘরে কেউ ছিল না। সেই ঘর এবং একই এলাকার পুকুর পাড়ের মরিয়ম খাতুনের দোকানে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা আগুন দেখে দোকানের আগুন দ্রুত নিভিয়ে ফেলে এতে কিছু অংশ পুরে যায়। অন্যদিকে ঘরের আসবাবপত্রে আগুন লাগায় তা দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভালেও এরই মধ্যে ভূমিহীন প্রতিবন্ধী মনির হোসেনের ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ভুক্তভোগী প্রতিবন্ধী মনির হোসেন জানান, তারা দীর্ঘ ৪০ বছর ধরে ওই পুকুরপাড় এলাকায় বসবাস করছেন। কিছুদিন আগে হাটদীঘি পুকুর নিয়ে স্থানীয়ভাবে বিরোধ দেখা দেয়। এ নিয়ে বর্তমানে আদালতে মামলা চলমান। এরই জের ধরে পরিকল্পিতভাবে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে বলে তারা অভিযোগ করেন।
স্থানীয়রা জানান, নিরাপত্তার অভাবে তারা দিনরাত দুশ্চিন্তয় রয়েছেন। তাদের সন্তানদের স্কুলে পাঠাতে পারছেন না। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের পাশাপাশি ভূমিহীনদের জন্য স্থায়ী পুনর্বাসনের দাবি জানান তারা। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মঈনুদ্দিন বলেন, আগুন দেওয়ার খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করে পদক্ষেপ গ্রহণ করা হবে। শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান বলেন, ঘটনাটি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হবে।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
রোববার, ০৫ অক্টোবর ২০২৫
বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের বাগমারা গ্রামে ভূমিহীনদের ঘর ও দোকানে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। এতে আসবাবপত্র ও দোকানের কিছু অংশ পুড়ে যায়। এ ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন ভুক্তভোগীরা। গত শুক্রবার দিবাগত রাতে হাটদীঘি পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভূমিহীন প্রতিবন্ধী মনির হোসেন ও ছেলে স্ত্রী সন্তান নিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পাশে আরেকটি ঘরে কেউ ছিল না। সেই ঘর এবং একই এলাকার পুকুর পাড়ের মরিয়ম খাতুনের দোকানে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা আগুন দেখে দোকানের আগুন দ্রুত নিভিয়ে ফেলে এতে কিছু অংশ পুরে যায়। অন্যদিকে ঘরের আসবাবপত্রে আগুন লাগায় তা দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভালেও এরই মধ্যে ভূমিহীন প্রতিবন্ধী মনির হোসেনের ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ভুক্তভোগী প্রতিবন্ধী মনির হোসেন জানান, তারা দীর্ঘ ৪০ বছর ধরে ওই পুকুরপাড় এলাকায় বসবাস করছেন। কিছুদিন আগে হাটদীঘি পুকুর নিয়ে স্থানীয়ভাবে বিরোধ দেখা দেয়। এ নিয়ে বর্তমানে আদালতে মামলা চলমান। এরই জের ধরে পরিকল্পিতভাবে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে বলে তারা অভিযোগ করেন।
স্থানীয়রা জানান, নিরাপত্তার অভাবে তারা দিনরাত দুশ্চিন্তয় রয়েছেন। তাদের সন্তানদের স্কুলে পাঠাতে পারছেন না। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের পাশাপাশি ভূমিহীনদের জন্য স্থায়ী পুনর্বাসনের দাবি জানান তারা। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মঈনুদ্দিন বলেন, আগুন দেওয়ার খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করে পদক্ষেপ গ্রহণ করা হবে। শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান বলেন, ঘটনাটি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হবে।