এই প্রজন্মের সঙ্গীতশিল্পী কানিজ খাদিজা তিন্নি । ২০১৭ সালের ‘চ্যানেল আই সেরাকন্ঠ’ প্রতিযোগিতায় অংশগ্রহনের মধ্যদিয়ে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে পেশাগত ভাবে তার যাত্রা শুরু। তিন্নি জানান, ছোটবেলা থেকেই তার গানকে ঘিরেই অনেক স্বপ্ন রয়েছে। কিছু কিছু স্বপ্ন পূরণ হয়েছে কিছু স্বপ্ন পূরণের এখনো বাকী। তার ভাষ্যমতে জীবনতো মাত্র শুরু। সামনে হয়তো এখনো অনেক পথ বাকী।
তবে এই বাকী পথটার মধ্যেই তার ইচ্ছে তার স্বপ্নগুলো যেন পূরণ হয়ে যায়। এদিকে সঙ্গীত জীবনকে ঘিরে অনেক বড় একটি স্বপ্ন তার এরইমধ্যে পূরণ হয়েছে। ছোটবেলা থেকেই তিন্নির সবচেয়ে প্রিয় সঙ্গীতশিল্পী রুনা লায়লা, তিন্নির প্রবল ইচ্ছে ছিলো তার মাকে সঙ্গে নিয়েই কোনো একদিন রুনা লায়লার সঙ্গে দেখা করার। ২০২৩ সালে বিশ্ব মা’ দিবস উপলক্ষ্যে আয়োজিত ‘মা পদক ২০২৩’ অনুষ্ঠানে রুনা লায়লাকে ফুল দিয়ে বরণ করা এবং তার সঙ্গে মাকে নিয়ে দেখা করার সময়টা তার জীবনের শ্রেষ্ঠ সময় হিসেবেই বিবেচনা করেন তিন্নি। শুধু এই মহান শিল্পী রুনা লায়লাকে ঘিরেই তার আরো কতো কতো স্বপ্ন রয়েছে তা তিনি আপাতত প্রকাশ করতে চাচ্ছেন না।
আবার এদিকে ভারতের সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষালও তিন্নির ভীষণ প্রিয় শিল্পী। তিন্নি বলেন,‘ আমার পরম শ্রদ্ধার ভালোবাসার শিল্পী আমাদের দেশের গর্ব শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডাম। তিনি আমাকে চিনেন জানেন, যেন এটাই জীবনের অনেক বড় স্বীকৃতি বা প্রাপ্তি। ছোটবেলা থেকেই তার গান শুনে অনুপ্রাণিত, তার গানগুলোই বারবার গাইবার চেষ্টা করতাম।
সেই মহান শিল্পীর সান্নিধ্যে আসতে পেরেছি, এটা আমার জন্য কতোটা আনন্দের তা ভাষায় প্রকাশের নয়। আর ভারতের গুনী সঙ্গীতশিল্পী শ্রদ্ধেয় শ্রেয়া গোষালও আমার ভীষণ প্রিয়। তার কন্ঠের সব গানই আমার ভালোলাগে। হয়তো কোনো একদিন তাকে সরাসরি বলতে পারবো যে তাকে কতোটা ভালোবাসি।
আর এমন একটা গান চাই যে গান দেশের আনাচে কানাচে বাজবে। মানুষের কতো স্বপ্নই থাকে। আমার না হয় এই স্বপ্নগুলোই পূরণ হোক।’
শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪
এই প্রজন্মের সঙ্গীতশিল্পী কানিজ খাদিজা তিন্নি । ২০১৭ সালের ‘চ্যানেল আই সেরাকন্ঠ’ প্রতিযোগিতায় অংশগ্রহনের মধ্যদিয়ে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে পেশাগত ভাবে তার যাত্রা শুরু। তিন্নি জানান, ছোটবেলা থেকেই তার গানকে ঘিরেই অনেক স্বপ্ন রয়েছে। কিছু কিছু স্বপ্ন পূরণ হয়েছে কিছু স্বপ্ন পূরণের এখনো বাকী। তার ভাষ্যমতে জীবনতো মাত্র শুরু। সামনে হয়তো এখনো অনেক পথ বাকী।
তবে এই বাকী পথটার মধ্যেই তার ইচ্ছে তার স্বপ্নগুলো যেন পূরণ হয়ে যায়। এদিকে সঙ্গীত জীবনকে ঘিরে অনেক বড় একটি স্বপ্ন তার এরইমধ্যে পূরণ হয়েছে। ছোটবেলা থেকেই তিন্নির সবচেয়ে প্রিয় সঙ্গীতশিল্পী রুনা লায়লা, তিন্নির প্রবল ইচ্ছে ছিলো তার মাকে সঙ্গে নিয়েই কোনো একদিন রুনা লায়লার সঙ্গে দেখা করার। ২০২৩ সালে বিশ্ব মা’ দিবস উপলক্ষ্যে আয়োজিত ‘মা পদক ২০২৩’ অনুষ্ঠানে রুনা লায়লাকে ফুল দিয়ে বরণ করা এবং তার সঙ্গে মাকে নিয়ে দেখা করার সময়টা তার জীবনের শ্রেষ্ঠ সময় হিসেবেই বিবেচনা করেন তিন্নি। শুধু এই মহান শিল্পী রুনা লায়লাকে ঘিরেই তার আরো কতো কতো স্বপ্ন রয়েছে তা তিনি আপাতত প্রকাশ করতে চাচ্ছেন না।
আবার এদিকে ভারতের সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষালও তিন্নির ভীষণ প্রিয় শিল্পী। তিন্নি বলেন,‘ আমার পরম শ্রদ্ধার ভালোবাসার শিল্পী আমাদের দেশের গর্ব শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডাম। তিনি আমাকে চিনেন জানেন, যেন এটাই জীবনের অনেক বড় স্বীকৃতি বা প্রাপ্তি। ছোটবেলা থেকেই তার গান শুনে অনুপ্রাণিত, তার গানগুলোই বারবার গাইবার চেষ্টা করতাম।
সেই মহান শিল্পীর সান্নিধ্যে আসতে পেরেছি, এটা আমার জন্য কতোটা আনন্দের তা ভাষায় প্রকাশের নয়। আর ভারতের গুনী সঙ্গীতশিল্পী শ্রদ্ধেয় শ্রেয়া গোষালও আমার ভীষণ প্রিয়। তার কন্ঠের সব গানই আমার ভালোলাগে। হয়তো কোনো একদিন তাকে সরাসরি বলতে পারবো যে তাকে কতোটা ভালোবাসি।
আর এমন একটা গান চাই যে গান দেশের আনাচে কানাচে বাজবে। মানুষের কতো স্বপ্নই থাকে। আমার না হয় এই স্বপ্নগুলোই পূরণ হোক।’