কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের হাত ধরে পশ্চিমবঙ্গের এক কিশোরী অভিনয়ে পা রেখেছিল বহু দশক আগে, সময়ের সাথে তিনি অভিনেত্রী পরিচয় ছাপিয়ে হয়ে ওঠেন নির্মাতাও। সেই অভিনেত্রী অপর্ণা সেন। তাকে নিয়ে তৈরি ‘পরমা: আ জার্নি উইথ অপর্ণা সেন’ তথ্যচিত্র, যা দেশ-বিদেশের সিনে উৎসব পাড়ি দিয়ে এবার মুক্তি পেতে যাচ্ছে প্রেক্ষাগৃহে।
জানা গেছে,আসছে বছরের ৩ জানুয়ারি তথ্যচিত্রটি বড় পর্দায় মুক্তি দেওয়া হবে। ‘পরমা: আ জার্নি উইথ অপর্ণা সেন’ বানিয়েছেন কলকাতার পরিচালক সুমন ঘোষ। ‘বসু পরিবার’ সিনেমা বানাতে গিয়ে এই তথ্যচিত্র তৈরির পরিকল্পনা মাথায় আসে সুমনের।
তথ্যচিত্র সাধারণত চলচ্চিত্র উৎসব বা হালের ওটিটিতে দেখে অভ্যস্ত দর্শক, সেখানে বড় পর্দায় অপর্ণাকে নিয়ে আসার সিদ্ধান্ত কেন জানতে চাইলে পরিচালক বলেন, ‘তথ্যচিত্র দেখার ক্ষেত্রে সীমিত হলেও দর্শক রয়েছেন। তাছাড়া, অপর্ণা সেনের মত একজন ব্যক্তিত্বকে নিয়ে তৈরি তথ্যচিত্র। সেটা দেখলেই বোঝা যাবে, এটা খুবই সিনেম্যাটিক। বিভিন্ন চলচ্চিত্র উৎসবে নিজে দেখার পর মনে হয়, এ রকম একটা তথ্যচিত্র বড় পর্দায় মুক্তি পাওয়াই যুক্তিযুক্ত।’
দুই বছর আগে তথ্যচিত্রের শুটিং করেন সুমন। চলতি বছরে রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় ‘পরমা: আ জার্নি উইথ অপর্ণা সেন’র। এই অভিনেত্রীকে নিয়ে সুমন বললেন, ‘একজন অভিনেত্রী, পরিচালক, সাংবাদিক, সমাজকর্মী হিসেবে অপর্ণা সেনের অনেকগুলো সত্ত্বা রয়েছে। তিনি তো আক্ষরিক অর্থেই একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব। তার জীবনকে তথ্যচিত্রে ধরে রাখার লোভ সামলাতে পারিনি।’
রোববার, ০৮ ডিসেম্বর ২০২৪
কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের হাত ধরে পশ্চিমবঙ্গের এক কিশোরী অভিনয়ে পা রেখেছিল বহু দশক আগে, সময়ের সাথে তিনি অভিনেত্রী পরিচয় ছাপিয়ে হয়ে ওঠেন নির্মাতাও। সেই অভিনেত্রী অপর্ণা সেন। তাকে নিয়ে তৈরি ‘পরমা: আ জার্নি উইথ অপর্ণা সেন’ তথ্যচিত্র, যা দেশ-বিদেশের সিনে উৎসব পাড়ি দিয়ে এবার মুক্তি পেতে যাচ্ছে প্রেক্ষাগৃহে।
জানা গেছে,আসছে বছরের ৩ জানুয়ারি তথ্যচিত্রটি বড় পর্দায় মুক্তি দেওয়া হবে। ‘পরমা: আ জার্নি উইথ অপর্ণা সেন’ বানিয়েছেন কলকাতার পরিচালক সুমন ঘোষ। ‘বসু পরিবার’ সিনেমা বানাতে গিয়ে এই তথ্যচিত্র তৈরির পরিকল্পনা মাথায় আসে সুমনের।
তথ্যচিত্র সাধারণত চলচ্চিত্র উৎসব বা হালের ওটিটিতে দেখে অভ্যস্ত দর্শক, সেখানে বড় পর্দায় অপর্ণাকে নিয়ে আসার সিদ্ধান্ত কেন জানতে চাইলে পরিচালক বলেন, ‘তথ্যচিত্র দেখার ক্ষেত্রে সীমিত হলেও দর্শক রয়েছেন। তাছাড়া, অপর্ণা সেনের মত একজন ব্যক্তিত্বকে নিয়ে তৈরি তথ্যচিত্র। সেটা দেখলেই বোঝা যাবে, এটা খুবই সিনেম্যাটিক। বিভিন্ন চলচ্চিত্র উৎসবে নিজে দেখার পর মনে হয়, এ রকম একটা তথ্যচিত্র বড় পর্দায় মুক্তি পাওয়াই যুক্তিযুক্ত।’
দুই বছর আগে তথ্যচিত্রের শুটিং করেন সুমন। চলতি বছরে রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় ‘পরমা: আ জার্নি উইথ অপর্ণা সেন’র। এই অভিনেত্রীকে নিয়ে সুমন বললেন, ‘একজন অভিনেত্রী, পরিচালক, সাংবাদিক, সমাজকর্মী হিসেবে অপর্ণা সেনের অনেকগুলো সত্ত্বা রয়েছে। তিনি তো আক্ষরিক অর্থেই একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব। তার জীবনকে তথ্যচিত্রে ধরে রাখার লোভ সামলাতে পারিনি।’