দুই মাস আগে নাটকের জুটি হয়েছিলেন আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল। এবার এই জুটি হাজির হচ্ছেন রোমান্টিক গানের মিউজিক ভিডিওতে। গানটির সুর ও কণ্ঠ দিয়েছেন আবদুল কাইয়ূম। সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। গানের মিউজিক ভিডিও তৈরি করেছেন চন্দন রয় চৌধুরী। সম্প্রতি গানটির শুটিং হয়েছে।
গানটি দিয়ে দীর্ঘদিন পরে মিউজিক ভিডিওতে ফিরলেন বলে জানান সুনেরাহ। ‘ন ডরাই’ সিনেমা দিয়ে পরিচিতি পান অভিনেত্রী। ক্যারিয়ারের প্রথম সিনেমা দিয়ে পেয়ে যান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এর বাইরে প্রায়ই তাঁকে মডেলিং করতে দেখা যায়। তিনি জানান দীর্ঘদিন পর গানের মডেল হলেন সুনেরাহ। তিনি বলেন, ‘মিউজিক ভিডিও খুবই বেছে বেছে করি। “আয় গোছাই” গানটির গল্প আলাদা। কক্সবাজারে শুটিং হয়েছে। পরিচালক ও টিম ছিল গোছানো। সিনেমার মতোই আমরা সময় নিয়ে গানটির শুটিং করেছি। অভিনয়ের জায়গা ছিল।
বাজেটে কোনো ছাড় দেওয়া হয়নি। গানটির উপস্থাপনায় বৈচিত্র্য থাকবে। এসব কারণে মনে হয়েছে, কাজটির সঙ্গে আমার থাকা উচিত।’ জানা যায়, গানের সঙ্গে মিউজিক ভিডিওতে প্রেম ও বিচ্ছেদের আলাদা গল্প দিয়ে এটি সাজানো হয়েছে। রোমান্টিক নাটকের পরে আরশ খানের সঙ্গে রোমান্টিক মিউজিক ভিডিওর মডেল হওয়া প্রসঙ্গে
সুনেরাহ বলেন, ‘আমাদের এই জুটিকে গায়ক পছন্দ করেছেন। যেহেতু আমাদের একসঙ্গে আগে নাটকে অভিনয় করা, আমাদের একটা রসায়ন তৈরি হয়েছে। সেই জায়গা থেকে বলব, দর্শক নতুন কিছু অবশ্যই পাবেন।’
বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
দুই মাস আগে নাটকের জুটি হয়েছিলেন আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল। এবার এই জুটি হাজির হচ্ছেন রোমান্টিক গানের মিউজিক ভিডিওতে। গানটির সুর ও কণ্ঠ দিয়েছেন আবদুল কাইয়ূম। সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। গানের মিউজিক ভিডিও তৈরি করেছেন চন্দন রয় চৌধুরী। সম্প্রতি গানটির শুটিং হয়েছে।
গানটি দিয়ে দীর্ঘদিন পরে মিউজিক ভিডিওতে ফিরলেন বলে জানান সুনেরাহ। ‘ন ডরাই’ সিনেমা দিয়ে পরিচিতি পান অভিনেত্রী। ক্যারিয়ারের প্রথম সিনেমা দিয়ে পেয়ে যান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এর বাইরে প্রায়ই তাঁকে মডেলিং করতে দেখা যায়। তিনি জানান দীর্ঘদিন পর গানের মডেল হলেন সুনেরাহ। তিনি বলেন, ‘মিউজিক ভিডিও খুবই বেছে বেছে করি। “আয় গোছাই” গানটির গল্প আলাদা। কক্সবাজারে শুটিং হয়েছে। পরিচালক ও টিম ছিল গোছানো। সিনেমার মতোই আমরা সময় নিয়ে গানটির শুটিং করেছি। অভিনয়ের জায়গা ছিল।
বাজেটে কোনো ছাড় দেওয়া হয়নি। গানটির উপস্থাপনায় বৈচিত্র্য থাকবে। এসব কারণে মনে হয়েছে, কাজটির সঙ্গে আমার থাকা উচিত।’ জানা যায়, গানের সঙ্গে মিউজিক ভিডিওতে প্রেম ও বিচ্ছেদের আলাদা গল্প দিয়ে এটি সাজানো হয়েছে। রোমান্টিক নাটকের পরে আরশ খানের সঙ্গে রোমান্টিক মিউজিক ভিডিওর মডেল হওয়া প্রসঙ্গে
সুনেরাহ বলেন, ‘আমাদের এই জুটিকে গায়ক পছন্দ করেছেন। যেহেতু আমাদের একসঙ্গে আগে নাটকে অভিনয় করা, আমাদের একটা রসায়ন তৈরি হয়েছে। সেই জায়গা থেকে বলব, দর্শক নতুন কিছু অবশ্যই পাবেন।’