নেপাল আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে আমন্ত্রিত হয়েছে বাংলাদেশের একটি পূর্ণদৈর্ঘ্য ও দুটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা। এই উৎসবে জায়গা পেয়েছে চলচ্চিত্র ‘আগন্তুক’ ও স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘দ্য টেস্ট অব হানি’ এবং ‘আ স্নেইল উইদাউট শেল’। আগামী ২০ থেকে ২৪ মার্চ পর্যন্ত চলবে এই উৎসব। ‘আগন্তুক’ নির্মাণ করেছেন বিপ্লব সরকার। তিনি ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পেয়ে সিনেমাটির দৃশ্যধারণে হাত দেন।
পরে ২০২৩ সালে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নিউ কারেন্টস বিভাগে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার। শনিবার বিকেলে বাংলাদেশ প্যানারমা বিভাগে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় তাঁর সিনেমাটির। অন্যদিকে নেপালের এই আয়োজনে মোহাম্মদ রাকিবুল হাসান ও ফাবিহা মনিরের পরিচালনায় স্বল্পদৈর্ঘ্য ‘দ্য টেস্ট অব হানি’।
এর গল্পে উঠে এসেছে সুন্দরবনের মৌয়ালদের মধু সংগ্রহের সংগ্রামী গল্প। এ ছাড়া মোহিন রাখাইনের ‘আ স্নেইল উইদাউট শেল’ স্বল্পদৈর্ঘ্যে উঠে এসেছে গারো সম্প্রদায়ের জীবনভিত্তিক গল্প নিয়ে নির্মিত। এটি আচিক ভাষায় নির্মিত সিনেমা। ১৫ মিনিট দৈর্ঘ্যের এই গল্পে অভিনয়ও করেছেন গারো সম্প্রদায়ের মানুষ। প্রযোজনা করেছেন মনোজ প্রামাণিক।
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
নেপাল আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে আমন্ত্রিত হয়েছে বাংলাদেশের একটি পূর্ণদৈর্ঘ্য ও দুটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা। এই উৎসবে জায়গা পেয়েছে চলচ্চিত্র ‘আগন্তুক’ ও স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘দ্য টেস্ট অব হানি’ এবং ‘আ স্নেইল উইদাউট শেল’। আগামী ২০ থেকে ২৪ মার্চ পর্যন্ত চলবে এই উৎসব। ‘আগন্তুক’ নির্মাণ করেছেন বিপ্লব সরকার। তিনি ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পেয়ে সিনেমাটির দৃশ্যধারণে হাত দেন।
পরে ২০২৩ সালে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নিউ কারেন্টস বিভাগে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার। শনিবার বিকেলে বাংলাদেশ প্যানারমা বিভাগে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় তাঁর সিনেমাটির। অন্যদিকে নেপালের এই আয়োজনে মোহাম্মদ রাকিবুল হাসান ও ফাবিহা মনিরের পরিচালনায় স্বল্পদৈর্ঘ্য ‘দ্য টেস্ট অব হানি’।
এর গল্পে উঠে এসেছে সুন্দরবনের মৌয়ালদের মধু সংগ্রহের সংগ্রামী গল্প। এ ছাড়া মোহিন রাখাইনের ‘আ স্নেইল উইদাউট শেল’ স্বল্পদৈর্ঘ্যে উঠে এসেছে গারো সম্প্রদায়ের জীবনভিত্তিক গল্প নিয়ে নির্মিত। এটি আচিক ভাষায় নির্মিত সিনেমা। ১৫ মিনিট দৈর্ঘ্যের এই গল্পে অভিনয়ও করেছেন গারো সম্প্রদায়ের মানুষ। প্রযোজনা করেছেন মনোজ প্রামাণিক।