টালিউড পাড়ায় নতুন করে একটি গুঞ্জন শোনা যাচ্ছে। ভাঙনের পথে নুসরাত জাহান এবং যশ দাশগুপ্তের সম্পর্ক। যদিও কিছু দিন আগে হাতে হাত ধরে ছবির প্রচার করতে দেখা গেছে এই জুটিকে। সম্প্রতি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি স্টোরি দিয়েছেন যশ। যে পোস্টের বাংলা অর্থ, ‘শেষে তোমার পাশে একমাত্র তুমিই থাকো’। এই পোস্টের পরপরই টালিপাড়ার ফিসফাস আরও বেড়েছে। অনেকের ধারণা এই লেখা অনেক কিছু ইঙ্গিত দেয়। তবে এ আলোচনা আরও বেশি দানা বেঁধেছে নায়িকার ইনস্টাগ্রামের প্রোফাইল দেখার
পরে। সেখানেই দেখা গেল পরিবর্তন। অভিনেতা-অভিনেত্রী পরস্পরকে ‘আনফলো’ করেছেন ইনস্টাগ্রাম থেকে। তার পর থেকেই তাদের বিচ্ছেদের জল্পনা তুঙ্গে। এ দিনই নুসরাত তার ইনস্টাগ্রামে ছেলে ঈশানের ছবি পোস্ট করেছেন। অন্যদিকে যশ পোস্ট করেছেন তার বড় ছেলের ছবি। যা উস্কে দিয়েছে যশ-নুসরাতের বিচ্ছেদের জল্পনা। যদিও নায়ক, নায়িকা এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি। তাদের সম্পর্কের শুরুতেও তৈরি হয়েছিল বিপুল বিতর্ক। নিখিল জৈনের সঙ্গে বিবাহবিচ্ছেদ থেকে সন্তানের জন্ম পর্যন্ত— একের পর এক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল যশ-নুসরাতকে।
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
টালিউড পাড়ায় নতুন করে একটি গুঞ্জন শোনা যাচ্ছে। ভাঙনের পথে নুসরাত জাহান এবং যশ দাশগুপ্তের সম্পর্ক। যদিও কিছু দিন আগে হাতে হাত ধরে ছবির প্রচার করতে দেখা গেছে এই জুটিকে। সম্প্রতি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি স্টোরি দিয়েছেন যশ। যে পোস্টের বাংলা অর্থ, ‘শেষে তোমার পাশে একমাত্র তুমিই থাকো’। এই পোস্টের পরপরই টালিপাড়ার ফিসফাস আরও বেড়েছে। অনেকের ধারণা এই লেখা অনেক কিছু ইঙ্গিত দেয়। তবে এ আলোচনা আরও বেশি দানা বেঁধেছে নায়িকার ইনস্টাগ্রামের প্রোফাইল দেখার
পরে। সেখানেই দেখা গেল পরিবর্তন। অভিনেতা-অভিনেত্রী পরস্পরকে ‘আনফলো’ করেছেন ইনস্টাগ্রাম থেকে। তার পর থেকেই তাদের বিচ্ছেদের জল্পনা তুঙ্গে। এ দিনই নুসরাত তার ইনস্টাগ্রামে ছেলে ঈশানের ছবি পোস্ট করেছেন। অন্যদিকে যশ পোস্ট করেছেন তার বড় ছেলের ছবি। যা উস্কে দিয়েছে যশ-নুসরাতের বিচ্ছেদের জল্পনা। যদিও নায়ক, নায়িকা এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি। তাদের সম্পর্কের শুরুতেও তৈরি হয়েছিল বিপুল বিতর্ক। নিখিল জৈনের সঙ্গে বিবাহবিচ্ছেদ থেকে সন্তানের জন্ম পর্যন্ত— একের পর এক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল যশ-নুসরাতকে।