image

ওসি হারুন চরিত্রে মোশাররফ করিম

শনিবার, ১৯ জুন ২০২১
বিনোদন প্রতিবেদক

গল্পের প্রয়োজনে নানা চরিত্রে দেখা গেছে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে। এবার তিনি আসছেন ডিএমপি’র ওসি হারুন চরিত্রে। ‘মহানগর’- শিরোনামে একটি ওয়েব সিরিজে এমন চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা। ভারতীয় ওটিটি প্ল্যাটফরম ‘হইচই’য়ে আগামী ২৫শে জুন মুক্তি পাচ্ছে ওয়েব সিরিজটি। সম্প্রতি ওয়েব সিরিজের পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে। তাতেও মোশাররফ করিমকে ওসি হারুন হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয়েছে। পোস্টারে তার বক্তব্য হিসেবে বলা হচ্ছে ‘ক্রিমিনাল ও টাকা যদি থাকে নসিবে আপনা আপনিই আসিবে’।

এতে আরও অভিনয় করেছেন জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, মোস্তাফিজুর নূর ইমরান ও খায়রুল বাশার।

এটি নির্মাণ করেছেন আশফাক নিপুণ। থ্রিলার ঘরানার সিরিজ ‘মহানগর’ রাজধানী ঢাকায় একরাতে ৭ ঘণ্টায় ঘটে যাওয়া একটি গল্পের চিত্রায়ণ করা হয়েছে। যেখানে গল্পের চরিত্রগুলো মানুষের জীবনের গহীন অন্ধকার দিকগুলোর ওপর আলোকপাত করেছে। ঢাকা মহানগরের যে অন্ধকার গল্পগুলো আমাদের জানা, সেই গল্পগুলোর বাইরে যে গল্পগুলো থাকে, সে গল্পই বলা হয়েছে সিরিজটিতে।

সম্প্রতি