ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী। আজ শনিবার ইসরায়েলের এক সামরিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ইরানের বেআইনি ও নজিরবিহীন হামলার জবাব দিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) কাজ করছে। তবে প্রতিশোধের ধরন বা সময় নিয়ে বিস্তারিত কোনো তথ্য তিনি দেননি।
গত মঙ্গলবার (১ অক্টোবর) ইরান থেকে ইসরায়েলের উদ্দেশে অন্তত ১৮০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড ও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বেশির ভাগ ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করতে সক্ষম হলেও কয়েকটি ইসরায়েলের বিভিন্ন জায়গায় আঘাত হানে। ইসরায়েলের বিভিন্ন জায়গায় গভীর গর্তের ছবি দেখা গেলেও হতাহতের তেমন কোনো খবর পাওয়া যায়নি। তবে অধিকৃত পশ্চিম তীরে একজন ফিলিস্তিনি নিহত হন।
হামলার পর ইসরায়েল জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিমানঘাঁটিগুলোতে আঘাত হেনেছে, তবে কোন কোন ঘাঁটিতে আঘাত হেনেছে তা প্রকাশ করা হয়নি। ঘটনার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পাল্টা হামলার ঘোষণা দেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও ইসরায়েলের প্রতিক্রিয়ার পক্ষে সমর্থন জানিয়েছেন, তবে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়ে তিনি ভিন্নমত পোষণ করেন।
বিজ্ঞান ও প্রযুক্তি: ডিজিটাল ও জনপরিসরকে সমুন্নত রাখার আহবান
বিজ্ঞান ও প্রযুক্তি: ২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ১টি গোল্ড মেডেলসহ ১১টি পদক অর্জন করল বাংলাদেশ
বিজ্ঞান ও প্রযুক্তি: ডিস্ট্রিবিউশন চ্যানেলের ১৬ হাজারের বেশি কর্মীকে প্রশিক্ষণ দিলো বিকাশ
সারাদেশ: পঞ্চগড়ে বড় দিন উদযাপিত