ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
ভেনেজুয়েলার গণতন্ত্রপন্থি নেতা মারিয়া কোরিনা মাচাদো নোবেল শান্তি পুরস্কার জেতার পর মার্কিন প্রশাসন নোবেল কমিটিকে কঠোর ভাষায় সমালোচনা করেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রথমে নীরব থাকলেও পরে মাচাদোর সঙ্গে ফোনালাপের কথা জানিয়ে বলেন, ও চাইলে পুরস্কারটা আমাকেই দিয়ে দিত।’
নোবেল কমিটি জানিয়েছে, ‘একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে শান্তিপূর্ণ উত্তরণে সংগ্রাম’ ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে মাচাদোকে ২০২৫ সালের শান্তি পুরস্কার দেওয়া হয়েছে। ভেনেজুয়েলায় দীর্ঘদিন ধরে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর শাসনের বিরুদ্ধে তিনি আন্দোলন করে আসছেন।
পুরস্কার ঘোষণার কিছুক্ষণ পর স্প্যানিশ দৈনিক এল পাইসের সঙ্গে আলাপে মাচাদো বলেন, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন, তবে বিস্তারিত কিছু জানাতে চান না। তিনি শুধু বলেন, ট্রাম্পের প্রতি তিনি কৃতজ্ঞ। পরে শুক্রবার সন্ধ্যায় ট্রাম্প নিজেই নিশ্চিত করেন, ‘যিনি পুরস্কার পেয়েছেন, তিনি আমাকে ফোন করে বললেন, ‘আমি এই পুরস্কারটি আপনার সম্মানে গ্রহণ করছি, কারণ আসলে আপনিই এটি পাওয়ার যোগ্য।’ এটা খুব সুন্দর ব্যাপার। আমি বলিনি, তাহলে আমাকেই দাও-যদিও উনি দিলে খারাপ হতো না!’
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
শনিবার, ১১ অক্টোবর ২০২৫
ভেনেজুয়েলার গণতন্ত্রপন্থি নেতা মারিয়া কোরিনা মাচাদো নোবেল শান্তি পুরস্কার জেতার পর মার্কিন প্রশাসন নোবেল কমিটিকে কঠোর ভাষায় সমালোচনা করেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রথমে নীরব থাকলেও পরে মাচাদোর সঙ্গে ফোনালাপের কথা জানিয়ে বলেন, ও চাইলে পুরস্কারটা আমাকেই দিয়ে দিত।’
নোবেল কমিটি জানিয়েছে, ‘একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে শান্তিপূর্ণ উত্তরণে সংগ্রাম’ ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে মাচাদোকে ২০২৫ সালের শান্তি পুরস্কার দেওয়া হয়েছে। ভেনেজুয়েলায় দীর্ঘদিন ধরে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর শাসনের বিরুদ্ধে তিনি আন্দোলন করে আসছেন।
পুরস্কার ঘোষণার কিছুক্ষণ পর স্প্যানিশ দৈনিক এল পাইসের সঙ্গে আলাপে মাচাদো বলেন, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন, তবে বিস্তারিত কিছু জানাতে চান না। তিনি শুধু বলেন, ট্রাম্পের প্রতি তিনি কৃতজ্ঞ। পরে শুক্রবার সন্ধ্যায় ট্রাম্প নিজেই নিশ্চিত করেন, ‘যিনি পুরস্কার পেয়েছেন, তিনি আমাকে ফোন করে বললেন, ‘আমি এই পুরস্কারটি আপনার সম্মানে গ্রহণ করছি, কারণ আসলে আপনিই এটি পাওয়ার যোগ্য।’ এটা খুব সুন্দর ব্যাপার। আমি বলিনি, তাহলে আমাকেই দাও-যদিও উনি দিলে খারাপ হতো না!’