পাঠাও কুরিয়ার, তৃতীয়বারের মতো তাদের টপ মার্চেন্টদের এয়ার টিকেট দিয়ে সম্মাননা জানালো। বিভিন্ন ক্যাটাগরিতে টপ পারফর্ম করে মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল এবং কক্সবাজার যাওয়া-আসার কাপল এয়ার টিকেট জিতে নিয়েছেন চারজন মার্চেন্ট। সম্প্রতি আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়। বিভিন্ন ক্যাটাগরিতে সেরা পারফরম্যান্সের উপর ভিত্তি করে বিজয়ীদের নির্বাচিত করা হয়।
এবারের টপ মার্চেন্ট সম্মাননায় গতবারের তিনটি ক্যাটাগরির পাশাপাশি ‘ইন্সটাপে টপ মার্চেন্ট’ নামে নতুন একটি ক্যাটাগরি যুক্ত হয়েছে। সবচেয়ে বেশি ইন্সটাপে ব্যাবহার করে এই ক্যাটাগরিতে ঢাকা-কাঠমান্ডু-ঢাকা কাপল এয়ার টিকেট জিতে নিয়েছেন এইচ টি বাজারের মোঃ জাহিদ হাসান। এছাড়াও বেস্ট মার্চেন্ট (পুরুষ) ক্যাটাগরিতে ঢাকা-ব্যাংকক-ঢাকা কাপল এয়ার টিকেট জিতে নেন শিরিন ফ্যাশনের ডি. এম. শামীম আহমেদ, বেস্ট মার্চেন্ট (নারী) ক্যাটাগরিতে ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা কাপল এয়ার টিকেট জিতে নেন পাইকারি ঘরের নাহিয়ান তাসনিম এবং বেস্ট ইমারজিং মার্চেন্ট ক্যাটাগরিতে ঢাকা-কক্সবাজার-ঢাকা কাপল এয়ার টিকেট জিতে নেন কোজি নিডের শাহবুর রহমান।
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫
পাঠাও কুরিয়ার, তৃতীয়বারের মতো তাদের টপ মার্চেন্টদের এয়ার টিকেট দিয়ে সম্মাননা জানালো। বিভিন্ন ক্যাটাগরিতে টপ পারফর্ম করে মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল এবং কক্সবাজার যাওয়া-আসার কাপল এয়ার টিকেট জিতে নিয়েছেন চারজন মার্চেন্ট। সম্প্রতি আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়। বিভিন্ন ক্যাটাগরিতে সেরা পারফরম্যান্সের উপর ভিত্তি করে বিজয়ীদের নির্বাচিত করা হয়।
এবারের টপ মার্চেন্ট সম্মাননায় গতবারের তিনটি ক্যাটাগরির পাশাপাশি ‘ইন্সটাপে টপ মার্চেন্ট’ নামে নতুন একটি ক্যাটাগরি যুক্ত হয়েছে। সবচেয়ে বেশি ইন্সটাপে ব্যাবহার করে এই ক্যাটাগরিতে ঢাকা-কাঠমান্ডু-ঢাকা কাপল এয়ার টিকেট জিতে নিয়েছেন এইচ টি বাজারের মোঃ জাহিদ হাসান। এছাড়াও বেস্ট মার্চেন্ট (পুরুষ) ক্যাটাগরিতে ঢাকা-ব্যাংকক-ঢাকা কাপল এয়ার টিকেট জিতে নেন শিরিন ফ্যাশনের ডি. এম. শামীম আহমেদ, বেস্ট মার্চেন্ট (নারী) ক্যাটাগরিতে ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা কাপল এয়ার টিকেট জিতে নেন পাইকারি ঘরের নাহিয়ান তাসনিম এবং বেস্ট ইমারজিং মার্চেন্ট ক্যাটাগরিতে ঢাকা-কক্সবাজার-ঢাকা কাপল এয়ার টিকেট জিতে নেন কোজি নিডের শাহবুর রহমান।