ক্যাসপারস্কি ২০২৫ সিকিউরিটি বুলেটিন এ বছরের সাইবার দুনিয়ার একটি বাস্তব চিত্র সামনে এনেছে, যেখানে দেখা যাচ্ছে, আর্থিক খাত যত উন্নত হচ্ছে, সাইবার অপরাধীরা ততই নতুন নতুন কৌশল বের করছে। প্রতিবেদনে বলা হয়েছে, অনেক ব্যবহারকারী বুঝতেই পারেন না কখন মেসেজিং অ্যাপের মাধ্যমে ম্যালওয়্যার ঢুকে যাচ্ছে, আবার এআই-এর সাহায্যে তৈরি কোনো ভুয়া বার্তা তাদের তথ্য চুরি করে নিচ্ছে। একইভাবে, সাপ্লাই চেইন হ্যাক কিংবা এনএফসি প্রযুক্তি ব্যবহার করে প্রতারণার ঘটনাও বেড়েছে।
২০২৫ সালে আর্থিক খাতকে আরও তীব্র সাইবার হামলার চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। আক্রমণের পরিমাণ যেমন বেড়েছে, তেমনি বেড়েছে আক্রমণের কৌশলও। এ বছর আর্থিক খাতের মোট ব্যবহারকারীদের মধ্যে ৮.১৫% অনলাইন হুমকির মুখে পড়েছেন, আর ১৫.৮১% লোকাল হুমকি, যেমন- ডিভাইস সংক্রান্ত সমস্যা বা নেটওয়ার্ক সমস্যার সম্মুখীন হয়েছেন। র্যানসমওয়্যার এখনো সবচেয়ে বড় ঝুঁকি হিসেবে রয়েছে, যা ১২.৮% বি২বি আর্থিক প্রতিষ্ঠানকে আক্রান্ত করেছে, যদিও অঞ্চল ভেদে এর মাত্রা ভিন্ন ছিল। ২০২৪ এর তুলনায় এবার ৩৫.৭% বেশি আর্থিক ব্যবহারকারী র্যানসমওয়্যার হামলার স্বীকার হয়েছে। একই সঙ্গে পুরো খাতে মোট ১৩,৩৮,৩৫৭টি ব্যাংকিং ট্রোজান হামলা শনাক্ত হয়েছে, যা প্রমান করে, ডিজিটাল আর্থিক সেবা যত বাড়ছে, সাইবার অপরাধীরাও তত বেশি লক্ষ্যবস্তু করছে এই খাতকে।
অপরাধী চক্রগুলো এখন শুধু অনলাইনে নয়, ফিজিক্যাল ও ডিজিটাল দুই দিক মিলিয়ে আক্রমণ চালাচ্ছে। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, ইনসাইডার ফ্রড এবং অ্যাডভান্স এক্সপ্লয়টেশন একসাথে ব্যবহার করে তারা আরও শক্তিশালী হয়ে উঠেছে। এছাড়া পুরোনো ম্যালওয়্যারগুলোকে নতুনভাবে সাজিয়ে মেসেজিং অ্যাপের মাধ্যমে ছড়ানো এখন সাধারণ ঘটনা, যেখানে আগে ইমেইলই ছিল প্রধান মাধ্যম। এআই-চালিত ম্যালওয়্যার আক্রমণকে আরও দ্রুত, স্বয়ংক্রিয় এবং প্রতিরক্ষা এড়িয়ে যাওয়ার মতো সক্ষম করে তুলেছে। মোবাইল ব্যাংকিংয়েও হামলা বেড়েছে-বিশেষ করে এটিএস-ভিত্তিক অ্যান্ড্রয়েড ম্যালওয়্যার, যা স্বয়ংক্রিয়ভাবে টাকা ট্রান্সফার করে ফেলে।
ক্যাসপারস্কি জিআরইএটি-এর আমেরিকা ও ইউরোপ ইউনিটের প্রধান ফ্যাবিও আসোলিনি, ২০২৫ সালে আর্থিক খাতে সাইবার হুমকি এক জটিল রূপ নিয়েছে, যেখানে ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে সাধারণ ব্যবহারকারীর ওপরও সাইবার হামলা হচ্ছে। হ্যাকাররা এখন ডিজিটাল টুল, ইনসাইডার অ্যাকসেস, এআই এবং ব্লকচেইন একসাথে ব্যবহার করে আরও বড় পরিসরে হামলা চালাচ্ছে। ফলে প্রতিষ্ঠানগুলোকে শুধু তাদের সিস্টেমই নয় বরং যেসব মানুষ ও নেটওয়ার্ক এসব সিস্টেমকে চালায় তাদের সমানভাবে সুরক্ষিত করতে হচ্ছে।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
ক্যাসপারস্কি ২০২৫ সিকিউরিটি বুলেটিন এ বছরের সাইবার দুনিয়ার একটি বাস্তব চিত্র সামনে এনেছে, যেখানে দেখা যাচ্ছে, আর্থিক খাত যত উন্নত হচ্ছে, সাইবার অপরাধীরা ততই নতুন নতুন কৌশল বের করছে। প্রতিবেদনে বলা হয়েছে, অনেক ব্যবহারকারী বুঝতেই পারেন না কখন মেসেজিং অ্যাপের মাধ্যমে ম্যালওয়্যার ঢুকে যাচ্ছে, আবার এআই-এর সাহায্যে তৈরি কোনো ভুয়া বার্তা তাদের তথ্য চুরি করে নিচ্ছে। একইভাবে, সাপ্লাই চেইন হ্যাক কিংবা এনএফসি প্রযুক্তি ব্যবহার করে প্রতারণার ঘটনাও বেড়েছে।
২০২৫ সালে আর্থিক খাতকে আরও তীব্র সাইবার হামলার চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। আক্রমণের পরিমাণ যেমন বেড়েছে, তেমনি বেড়েছে আক্রমণের কৌশলও। এ বছর আর্থিক খাতের মোট ব্যবহারকারীদের মধ্যে ৮.১৫% অনলাইন হুমকির মুখে পড়েছেন, আর ১৫.৮১% লোকাল হুমকি, যেমন- ডিভাইস সংক্রান্ত সমস্যা বা নেটওয়ার্ক সমস্যার সম্মুখীন হয়েছেন। র্যানসমওয়্যার এখনো সবচেয়ে বড় ঝুঁকি হিসেবে রয়েছে, যা ১২.৮% বি২বি আর্থিক প্রতিষ্ঠানকে আক্রান্ত করেছে, যদিও অঞ্চল ভেদে এর মাত্রা ভিন্ন ছিল। ২০২৪ এর তুলনায় এবার ৩৫.৭% বেশি আর্থিক ব্যবহারকারী র্যানসমওয়্যার হামলার স্বীকার হয়েছে। একই সঙ্গে পুরো খাতে মোট ১৩,৩৮,৩৫৭টি ব্যাংকিং ট্রোজান হামলা শনাক্ত হয়েছে, যা প্রমান করে, ডিজিটাল আর্থিক সেবা যত বাড়ছে, সাইবার অপরাধীরাও তত বেশি লক্ষ্যবস্তু করছে এই খাতকে।
অপরাধী চক্রগুলো এখন শুধু অনলাইনে নয়, ফিজিক্যাল ও ডিজিটাল দুই দিক মিলিয়ে আক্রমণ চালাচ্ছে। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, ইনসাইডার ফ্রড এবং অ্যাডভান্স এক্সপ্লয়টেশন একসাথে ব্যবহার করে তারা আরও শক্তিশালী হয়ে উঠেছে। এছাড়া পুরোনো ম্যালওয়্যারগুলোকে নতুনভাবে সাজিয়ে মেসেজিং অ্যাপের মাধ্যমে ছড়ানো এখন সাধারণ ঘটনা, যেখানে আগে ইমেইলই ছিল প্রধান মাধ্যম। এআই-চালিত ম্যালওয়্যার আক্রমণকে আরও দ্রুত, স্বয়ংক্রিয় এবং প্রতিরক্ষা এড়িয়ে যাওয়ার মতো সক্ষম করে তুলেছে। মোবাইল ব্যাংকিংয়েও হামলা বেড়েছে-বিশেষ করে এটিএস-ভিত্তিক অ্যান্ড্রয়েড ম্যালওয়্যার, যা স্বয়ংক্রিয়ভাবে টাকা ট্রান্সফার করে ফেলে।
ক্যাসপারস্কি জিআরইএটি-এর আমেরিকা ও ইউরোপ ইউনিটের প্রধান ফ্যাবিও আসোলিনি, ২০২৫ সালে আর্থিক খাতে সাইবার হুমকি এক জটিল রূপ নিয়েছে, যেখানে ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে সাধারণ ব্যবহারকারীর ওপরও সাইবার হামলা হচ্ছে। হ্যাকাররা এখন ডিজিটাল টুল, ইনসাইডার অ্যাকসেস, এআই এবং ব্লকচেইন একসাথে ব্যবহার করে আরও বড় পরিসরে হামলা চালাচ্ছে। ফলে প্রতিষ্ঠানগুলোকে শুধু তাদের সিস্টেমই নয় বরং যেসব মানুষ ও নেটওয়ার্ক এসব সিস্টেমকে চালায় তাদের সমানভাবে সুরক্ষিত করতে হচ্ছে।