দক্ষিণ কোরিয়ার কিহাক সাংকে দেয়া হলো সম্মানসূচক নাগরিকত্ব
বাংলাদেশের অর্থনীতিতে ‘গুরুত্বপূর্ণ অবদানের’ জন্য পাঁচ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মানিত করেছে সরকার। এর মধ্যে দক্ষিণ কোরিয়াভিত্তিক ইয়ংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাংকে দেয়া হয়েছে বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব।
মঙ্গলবার ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এই সম্মাননা দেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
বিনিয়োগে বিশেষ অবদানের জন্য ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড’ দেয়া হয়েছে চার কোম্পানিকে। এর মধ্যে ইনোভেশন ক্যাটাগরিতে ফেব্রিক লাগবে লিমিটেড, বিদেশি বিনিয়োগ ক্যাটাগরিতে ওয়ালটন ও বিকাশ এবং দেশীয় প্রতিষ্ঠান ক্যাটাগরিতে স্কয়ার ফার্মাসিউটিক্যালস অ্যাওয়ার্ড পেয়েছে।
এছাড়া তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের ‘অগ্রদূত’ কিহাক সাংকে ‘সম্মানসূচক নাগরিকত্ব’ দিয়েছে সরকার। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস অনুষ্ঠানে তার হাতে সম্মাননাপত্র তুলে দেন।
সম্মাননা পেয়ে কিহাক সাং বলেন, ‘সম্মানসূচক নাগরিকত্ব পেয়ে আমি সত্যিই গর্বিত ও কৃতজ্ঞ।’
১৯৮০-এর দশকের মাঝামাঝি সময়ে বাংলাদেশে আসেন কিহাক সাং। ওই সময় বাংলাদেশের পোশাকশিল্প উদ্যোক্তাদের মধ্যে তিনি ছিলেন প্রথম বিদেশি বিনিয়োগকারী।
তখন থেকেই বাংলাদেশের অর্থনীতিতে তার সক্রিয় অংশগ্রহণ শুরু হয়। দেশের শিল্প খাতের বিকাশ ও বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থান, বৈদেশিক আয়ে রয়েছে তার বড় অবদান।
কিহাক সাং চট্টগ্রামের আনোয়ারায় গড়ে তুলেছেন কোরীয় রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বা কেইপিজেড। সেখানে তার ইয়াংওয়ানের ৪৮টি কারখানা রয়েছে।
এনবিআরের তথ্যানুযায়ী, ইয়াংওয়ান করপোরেশন ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ থেকে ৮৬ কোটি ২৪ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে। এর মধ্যে ৮০ কোটি ৬৪ লাখ ডলারের পোশাকপণ্য ছিল।
ঢাকায় বিনিয়োগ সম্মেলনের অংশ হিসেবে কোরিয়ার বিনিয়োগকারীদের একটি প্রতিনিধিদল বাংলাদেশ এসে চট্টগ্রামের কোরীয় ইপিজেড ঘুরে দেখেন। এর পেছনে মুখ্য ভূমিকা রাখেন কিহাক সাং।
কোরিয়া বিনিয়োগকারীদের প্রতিনিধিদলটি মঙ্গলবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।
দক্ষিণ কোরিয়ার কিহাক সাংকে দেয়া হলো সম্মানসূচক নাগরিকত্ব
বুধবার, ০৯ এপ্রিল ২০২৫
বাংলাদেশের অর্থনীতিতে ‘গুরুত্বপূর্ণ অবদানের’ জন্য পাঁচ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মানিত করেছে সরকার। এর মধ্যে দক্ষিণ কোরিয়াভিত্তিক ইয়ংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাংকে দেয়া হয়েছে বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব।
মঙ্গলবার ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এই সম্মাননা দেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
বিনিয়োগে বিশেষ অবদানের জন্য ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড’ দেয়া হয়েছে চার কোম্পানিকে। এর মধ্যে ইনোভেশন ক্যাটাগরিতে ফেব্রিক লাগবে লিমিটেড, বিদেশি বিনিয়োগ ক্যাটাগরিতে ওয়ালটন ও বিকাশ এবং দেশীয় প্রতিষ্ঠান ক্যাটাগরিতে স্কয়ার ফার্মাসিউটিক্যালস অ্যাওয়ার্ড পেয়েছে।
এছাড়া তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের ‘অগ্রদূত’ কিহাক সাংকে ‘সম্মানসূচক নাগরিকত্ব’ দিয়েছে সরকার। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস অনুষ্ঠানে তার হাতে সম্মাননাপত্র তুলে দেন।
সম্মাননা পেয়ে কিহাক সাং বলেন, ‘সম্মানসূচক নাগরিকত্ব পেয়ে আমি সত্যিই গর্বিত ও কৃতজ্ঞ।’
১৯৮০-এর দশকের মাঝামাঝি সময়ে বাংলাদেশে আসেন কিহাক সাং। ওই সময় বাংলাদেশের পোশাকশিল্প উদ্যোক্তাদের মধ্যে তিনি ছিলেন প্রথম বিদেশি বিনিয়োগকারী।
তখন থেকেই বাংলাদেশের অর্থনীতিতে তার সক্রিয় অংশগ্রহণ শুরু হয়। দেশের শিল্প খাতের বিকাশ ও বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থান, বৈদেশিক আয়ে রয়েছে তার বড় অবদান।
কিহাক সাং চট্টগ্রামের আনোয়ারায় গড়ে তুলেছেন কোরীয় রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বা কেইপিজেড। সেখানে তার ইয়াংওয়ানের ৪৮টি কারখানা রয়েছে।
এনবিআরের তথ্যানুযায়ী, ইয়াংওয়ান করপোরেশন ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ থেকে ৮৬ কোটি ২৪ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে। এর মধ্যে ৮০ কোটি ৬৪ লাখ ডলারের পোশাকপণ্য ছিল।
ঢাকায় বিনিয়োগ সম্মেলনের অংশ হিসেবে কোরিয়ার বিনিয়োগকারীদের একটি প্রতিনিধিদল বাংলাদেশ এসে চট্টগ্রামের কোরীয় ইপিজেড ঘুরে দেখেন। এর পেছনে মুখ্য ভূমিকা রাখেন কিহাক সাং।
কোরিয়া বিনিয়োগকারীদের প্রতিনিধিদলটি মঙ্গলবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।