জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, মাত্র ১৫ লাখ সক্রিয় করদাতার মাধ্যমে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব নয়। গত অর্থবছরে ৪৫ লাখ করদাতা আয়কর রিটার্ন দাখিল করলেও এর মধ্যে ৩০ লাখ শূন্য রিটার্ন জমা দিয়েছে।
চট্টগ্রামে এক মতবিনিময় সভায় তিনি বলেন, "ট্যাক্স টু জিডিপি রেশিও খুবই কম। তাই করহার বাড়ানো ছাড়া বিকল্প নেই। যারা রিটার্ন দাখিল করে না, তাদের বিরুদ্ধে নোটিশ দেওয়া হচ্ছে এবং ব্যাংক হিসেব তলব করা হবে।"
চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এই প্রাক-বাজেট আলোচনায় তিনি জানান, আগামী বাজেটে ঘাটতি থাকবে, তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা হবে। ব্যবসায়ীদের সুবিধার্থে ভ্যাট ও বন্ড ব্যবস্থা ডিজিটালাইজেশন করা হচ্ছে।
এনবিআর চেয়ারম্যান আরও বলেন, মার্কিন শুল্ক নীতির প্রভাব মোকাবিলায় পোশাক খাতকে রক্ষায় সরকার কাজ করছে। অনুষ্ঠানে চেম্বার নেতৃবৃন্দ ও বাণিজ্য সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, মাত্র ১৫ লাখ সক্রিয় করদাতার মাধ্যমে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব নয়। গত অর্থবছরে ৪৫ লাখ করদাতা আয়কর রিটার্ন দাখিল করলেও এর মধ্যে ৩০ লাখ শূন্য রিটার্ন জমা দিয়েছে।
চট্টগ্রামে এক মতবিনিময় সভায় তিনি বলেন, "ট্যাক্স টু জিডিপি রেশিও খুবই কম। তাই করহার বাড়ানো ছাড়া বিকল্প নেই। যারা রিটার্ন দাখিল করে না, তাদের বিরুদ্ধে নোটিশ দেওয়া হচ্ছে এবং ব্যাংক হিসেব তলব করা হবে।"
চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এই প্রাক-বাজেট আলোচনায় তিনি জানান, আগামী বাজেটে ঘাটতি থাকবে, তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা হবে। ব্যবসায়ীদের সুবিধার্থে ভ্যাট ও বন্ড ব্যবস্থা ডিজিটালাইজেশন করা হচ্ছে।
এনবিআর চেয়ারম্যান আরও বলেন, মার্কিন শুল্ক নীতির প্রভাব মোকাবিলায় পোশাক খাতকে রক্ষায় সরকার কাজ করছে। অনুষ্ঠানে চেম্বার নেতৃবৃন্দ ও বাণিজ্য সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।