বহিষ্কার ২২ জন ২ মাসেই ফল প্রকাশের ঘোষণা শিক্ষা উপদেষ্টার
এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে রাজধানীর একটি পরীক্ষা কেন্দ্র -সংবাদ
এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে সারাদেশে অনুপস্থিত ছিল ২৬ হাজার ৯২৮ জন পরীক্ষার্থী। আর ২২ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। এবার অনুপস্থিতির হার এক দশমিক ৫৬ শতাংশ। গত বছর প্রথম দিনে দেশব্যাপী অনুপস্থিত ছিল ১৯ হাজার ৩৫৯ জন পরীক্ষার্থী। সেই হিসেবে এবার অনুপস্থিতি বেড়েছে।
বৃহস্পতিবার এ পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
প্রথমদিন নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথম পত্র পরীক্ষায় ১৩ লাখ ১৯ হাজার ৮৯২ জন পরীক্ষার্থী অংশ নেন। অনুপস্থিত ছিল ১৪ হাজার ৭৩৮ জন পরীক্ষার্থী। মোট দুই হাজার ২৮২টি কেন্দ্রে বাংলা প্রথম পত্র পরীক্ষা নেয়া হয়।
বাংলা প্রথম পত্র পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডের দুই জন, কুমিল্লা বোর্ডের এক জন, যশোর বোর্ডের এক জন, সিলেট বোর্ডের এক জন, বরিশাল বোর্ডের দুই জন ও ময়মনসিংহ বোর্ডের তিন জন পরীক্ষার্থী বহিস্কার হয়েছে।
আর মাদ্রাসা শিক্ষা বোর্ডে দশ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে দুই জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। প্রথম দিনে মাদ্রাসারা বোর্ডের অধীনে দাখিলের কুরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আর ঢাকা বোর্ডের তিন হাজার ৪৯৬ জন, চট্টগ্রাম বোর্ডে এক হাজার ১৭৩, রাজশাহী বোর্ডে এক হাজার ৬২২, বরিশাল বোর্ডে এক হাজার ৩৩, সিলেট বোর্ডের ৮৭৮, দিনাজপুর বোর্ডে এক হাজার ৩৪১, কুমিল্লা বোর্ডের দুই হাজার ৫৫৩, ময়মনসিংহ বোর্ডে ৮৪২ এবং যশোর বোর্ডে এক হাজার ৮০০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
মাদ্রাসার দাখিল পরীক্ষায় অনুপস্থিত ছিল ৯ হাজার ৬২৩ জন। সারা দেশের ৭২৫টি কেন্দ্রে কুরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রথম দিনে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও ভোকেশনালের বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। কারিগরিতে অনুপস্থিত ছিল দুই হাজার ৫৬৭ জন।
এসএসসি এবং দাখিল ও এসএসসি ভোকেশনালের প্রথম দিনের পরীক্ষায় কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
দুই মাসেই ফলাফল :
এসএসসি ও সমমান পরীক্ষার ফল দুই মাসের মধ্যেই প্রকাশের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল (সি আর) আবরার।
তিনি বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘প্রশ্নফাঁসের তথ্য পেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগে জানাতে হবে। যাতে তারা যাচাই-বাছাই করতে পারে। কিন্তু আপনি
একটা বিষয় পেলেন সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলেন এবং তার দায়দায়িত্ব অবশ্যই আপনাকে নিতে হবে। এর মাধ্যমে কিন্তু অনেক ক্ষতি হয়ে যায়। তাই আমাদের আবেদন থাকবে আপনারা এসব থেকে বিরত থাকবেন।’
সংশ্লিষ্ট সবাইকে প্রশ্নপক্র ফাঁসের চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘আমার রাজনৈতিক অবস্থান যাই থাকুক না কেন দেশের মঙ্গলের জন্য এসব থেকে বিরত থাকবেন। পরীক্ষা এমন একটা বিষয় এটি অনেক প্রস্তুতির পর নেয়া হচ্ছে। এতে শিক্ষার্থী-অভিভাবকদের মানসিক চাপ তৈরি হয়।’
সরকার সচেতনভাবে কাজ করায় এবার এ পরীক্ষায় এখনো প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি মন্তব্য করে তিনি বলেন, গুজব পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের মানসিকভাবে চাপে ফেলে দেয়।
এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এ পরীক্ষা আগামী ১৩ মে শেষ হবে। আর ব্যবহারিক পরীক্ষা চলবে ১৫ থেকে ২২ মে পর্যন্ত।
বহিষ্কার ২২ জন ২ মাসেই ফল প্রকাশের ঘোষণা শিক্ষা উপদেষ্টার
এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে রাজধানীর একটি পরীক্ষা কেন্দ্র -সংবাদ
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে সারাদেশে অনুপস্থিত ছিল ২৬ হাজার ৯২৮ জন পরীক্ষার্থী। আর ২২ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। এবার অনুপস্থিতির হার এক দশমিক ৫৬ শতাংশ। গত বছর প্রথম দিনে দেশব্যাপী অনুপস্থিত ছিল ১৯ হাজার ৩৫৯ জন পরীক্ষার্থী। সেই হিসেবে এবার অনুপস্থিতি বেড়েছে।
বৃহস্পতিবার এ পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
প্রথমদিন নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথম পত্র পরীক্ষায় ১৩ লাখ ১৯ হাজার ৮৯২ জন পরীক্ষার্থী অংশ নেন। অনুপস্থিত ছিল ১৪ হাজার ৭৩৮ জন পরীক্ষার্থী। মোট দুই হাজার ২৮২টি কেন্দ্রে বাংলা প্রথম পত্র পরীক্ষা নেয়া হয়।
বাংলা প্রথম পত্র পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডের দুই জন, কুমিল্লা বোর্ডের এক জন, যশোর বোর্ডের এক জন, সিলেট বোর্ডের এক জন, বরিশাল বোর্ডের দুই জন ও ময়মনসিংহ বোর্ডের তিন জন পরীক্ষার্থী বহিস্কার হয়েছে।
আর মাদ্রাসা শিক্ষা বোর্ডে দশ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে দুই জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। প্রথম দিনে মাদ্রাসারা বোর্ডের অধীনে দাখিলের কুরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আর ঢাকা বোর্ডের তিন হাজার ৪৯৬ জন, চট্টগ্রাম বোর্ডে এক হাজার ১৭৩, রাজশাহী বোর্ডে এক হাজার ৬২২, বরিশাল বোর্ডে এক হাজার ৩৩, সিলেট বোর্ডের ৮৭৮, দিনাজপুর বোর্ডে এক হাজার ৩৪১, কুমিল্লা বোর্ডের দুই হাজার ৫৫৩, ময়মনসিংহ বোর্ডে ৮৪২ এবং যশোর বোর্ডে এক হাজার ৮০০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
মাদ্রাসার দাখিল পরীক্ষায় অনুপস্থিত ছিল ৯ হাজার ৬২৩ জন। সারা দেশের ৭২৫টি কেন্দ্রে কুরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রথম দিনে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও ভোকেশনালের বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। কারিগরিতে অনুপস্থিত ছিল দুই হাজার ৫৬৭ জন।
এসএসসি এবং দাখিল ও এসএসসি ভোকেশনালের প্রথম দিনের পরীক্ষায় কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
দুই মাসেই ফলাফল :
এসএসসি ও সমমান পরীক্ষার ফল দুই মাসের মধ্যেই প্রকাশের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল (সি আর) আবরার।
তিনি বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘প্রশ্নফাঁসের তথ্য পেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগে জানাতে হবে। যাতে তারা যাচাই-বাছাই করতে পারে। কিন্তু আপনি
একটা বিষয় পেলেন সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলেন এবং তার দায়দায়িত্ব অবশ্যই আপনাকে নিতে হবে। এর মাধ্যমে কিন্তু অনেক ক্ষতি হয়ে যায়। তাই আমাদের আবেদন থাকবে আপনারা এসব থেকে বিরত থাকবেন।’
সংশ্লিষ্ট সবাইকে প্রশ্নপক্র ফাঁসের চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘আমার রাজনৈতিক অবস্থান যাই থাকুক না কেন দেশের মঙ্গলের জন্য এসব থেকে বিরত থাকবেন। পরীক্ষা এমন একটা বিষয় এটি অনেক প্রস্তুতির পর নেয়া হচ্ছে। এতে শিক্ষার্থী-অভিভাবকদের মানসিক চাপ তৈরি হয়।’
সরকার সচেতনভাবে কাজ করায় এবার এ পরীক্ষায় এখনো প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি মন্তব্য করে তিনি বলেন, গুজব পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের মানসিকভাবে চাপে ফেলে দেয়।
এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এ পরীক্ষা আগামী ১৩ মে শেষ হবে। আর ব্যবহারিক পরীক্ষা চলবে ১৫ থেকে ২২ মে পর্যন্ত।