alt

জাতীয়

ভারত-পাকিস্তান ‘যুদ্ধবিরতি’র স্থায়িত্ব নিয়ে সংশয়

সংবাদ ডেস্ক : রোববার, ১১ মে ২০২৫

পাল্টাপাল্টি হামলা যখন দৃশ্যতই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে ভারত ও পাকিস্তানের ‘অবিলম্বে যুদ্ধবিরতিতে’ সম্মত হওয়ার খবর দিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

পরমাণু অস্ত্রধর দুই প্রতিবেশীর মধ্যে সবচাইতে ভয়াবহ লড়াই গতকাল শনিবার অপ্রত্যাশিতভাবেই থেমেছে।

সিএনএন লিখেছে, যুদ্ধবিরতির কথা প্রথম ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প; এই সফলতার কৃতিত্বও তিনি দাবি করেন, তবে এই সমঝোতার পেছনে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার মাত্রা নিয়ে ভারত ও পাকিস্তানের ভাষ্য সাংঘর্ষিক।

যুদ্ধবিরতির ঘোষণার কয়েক ঘণ্টা বাদে তা লঙ্ঘনের অভিযোগ তুলেছে উভয়পক্ষ; তাতে এই সমঝোতা কতদিন স্থায়ী হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে।

কীভাবে সমঝোতা হলো?

ভারত ও পাকিস্তানে যখন সন্ধ্যা নামছিল, তখন ট্রাম্প ট্রুথ সোশ্যাল পোস্টে যুদ্ধবিরতির ঘোষণা দেন।

“যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাতভর দীর্ঘ আলোচনার পর, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, ভারত ও পাকিস্তান একটি ‘পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে’ সম্মত হয়েছে।”

দুই দেশের নেতাদের ‘কা-জ্ঞান ও গভীর বুদ্ধিমত্তার’ প্রশংসা করে তাদের অভিনন্দন জানান তিনি।

খানিকবাদে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেন, ভারত ও পাকিস্তান কেবল যুদ্ধবিরতিতেই সম্মত হয়নি, সেই সঙ্গে ‘একটি নিরপেক্ষ স্থানে বিস্তৃত পরিসরে আলোচনা শুরু করতেও’ রাজি।

রুবিও বলেন, গত দুই দিন ধরে তিনি ও ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পর এই যুদ্ধবিরতি সম্ভব হয়েছে।

এক মিনিট পরই পাকিস্তান জানায়, যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। এর পরপরই ভারতের তরফেও তা নিশ্চিত করা হয়।

সমঝোতাটি ‘দুই দেশের মধ্যে সরাসরি সম্পাদিত হয়েছে’ বলে ভারতের তথ্য মন্ত্রণালয়ের ভাষ্য। এভাবে যুক্তরাষ্ট্রের ভূমিকা খাটো করে ট্রাম্পের দাবিকে কার্যত অস্বীকার করা হয়। ভারতের তথ্য মন্ত্রণালয় বলেছে, ‘আরও আলোচনা করার কোনো সিদ্ধান্ত হয়নি।’

কিন্তু পাকিস্তানি কর্মকর্তারা ওয়াশিংটনের প্রশংসায় পঞ্চমুখ।

দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, ‘এই অঞ্চলের শান্তির জন্য নেতৃত্বদান ও সক্রিয় ভূমিকার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে আমরা ধন্যবাদ জানাই।’

আলোচনায় সম্পৃক্ত এক পাকিস্তানি সূত্র সিএনএনকে বলেছে, যুক্তরাষ্ট্র, বিশেষ করে মার্কো রুবিও এই চুক্তি সম্পাদনে মুখ্য ভূমিকা রেখেছেন। অস্ত্রবিরতি কার্যকর হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আলোচনায় অনিশ্চয়তা ছিল।

শনিবার কী ঘটেছে?

সকালের তীব্র লড়াইয়ের পর সন্ধ্যায় যুদ্ধবিরতির ঘোষণা ছিল বেশ বিস্ময়কর।

পাকিস্তান গতকাল শনিবার ভোররাতে দাবি করে, ভারত তাদের কয়েকটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তাদের দাবি, পাকিস্তানশাসিত কাশ্মীর থেকে রাজধানী ইসলামাবাদের কাছাকাছি একটি সামরিক ঘাঁটি পর্যন্ত এই হামলা হয়েছে।

এর জবাবে ভারতের সামরিক বিমানঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালানোর কথাও বলেছে ইসলামাবাদ। তাদের সামরিক বাহিনীর ভাষায় বিষয়টি ছিল, ‘চোখের বদলে চোখ’।

কয়েক ঘণ্টা বাদে ভারতশাসিত কাশ্মীরের বৃহৎ শহর শ্রীনগর ও জম্মুতে বিস্ফোরণের খবর আসে। প্রধানমন্ত্রী শরিফ বলেন, ভারতীয় আগ্রাসনের ‘জোরালো জবাব’ দিয়েছে পাকিস্তান।

চার দিন ধরে একে অপরের ভূখণ্ডে সরাসরি সামরিক হামলা চালানোয় অনেকেই আশঙ্কা করছিলেন, কার্যকর আন্তর্জাতিক চাপ না থাকলে এই পাল্টাপাল্টি হামলা আরও বাড়বে।

সংকটের নেপথ্যে কী?

১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর থেকে ভারত ও পাকিস্তানের উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে কাশ্মীর নিয়ে বিরোধ।

ব্রিটিশ ভারতের রক্তাক্ত বিভাজনে হিন্দু অধ্যুষিত এলাকায় ভারত এবং মুসলিম অধ্যুষিত এলাকা নিয়ে পাকিস্তান গঠিত। দুই দেশই কাশ্মীরকে সম্পূর্ণভাবে নিজেদের দাবি করে, যদিও কাশ্মীরের দুই অংশ দুই দেশের নিয়ন্ত্রণে রয়েছে। স্বাধীনতা লাভের কয়েক মাসের মধ্যেই তারা ওই ভূখণ্ড নিয়ে যুদ্ধে জড়ায়, যা ছিল তিনটি যুদ্ধের মধ্যে প্রথম।

গত ২৬ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পাহাড়ি পর্যটনস্থল পেহেলগামে একদল দর্শনার্থীর ওপর বন্দুকধারীরা গুলি চালায়। এই হামলায় অন্তত ২৫ ভারতীয় নাগরিক ও একজন নেপালি নিহত হন।

নয়াদিল্লি তাৎক্ষণিকভাবে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগ তুলে ইসলামাদের ওপর এ ঘটনার দায় চাপায়। পাকিস্তান হামলায় কোনো ধরনের সম্পৃক্ততা প্রত্যাখ্যান করে।

পেহেলগাম হত্যাকাণ্ডের দুই সপ্তাহ পর গত বুধবার পাকিস্তান ও তাদের নিয়ন্ত্রিত কাশ্মীর অঞ্চলে ধারাবাহিক হামলা চালায় ভারত। ওই অভিযানের নাম তারা দেয় ‘অপারেশন সিঁদুর’।

এরপরের সংঘাতের পরিধি আগের লড়াইগুলোর চেয়ে অনেক বিস্তৃত হয়, উভয়পক্ষই একে অপরের ভূখণ্ডের গভীরে হামলা চালায়।

যুক্তরাষ্ট্র কেন সম্পৃক্ত হলো?

ভারত-পাকিস্তানের সংঘাত তীব্র হওয়ার পরিপ্রেক্ষিতে জে ডি ভ্যান্স দুই দিন আগেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার সম্ভাবনা উড়িয়ে দিয়েছিলেন।

তিনি গত বৃহস্পতিবার ফক্স নিউজকে বলেছিলেন, ‘আমরা যেটা করতে পারি তা হলো উত্তেজনা কমাতে তাদের খানিকটা উৎসাহিত করার চেষ্টা করতে পারি, কিন্তু আমরা

একটা যুদ্ধের মাঝখানে গিয়ে জড়িয়ে পড়তে পারি না, কার্যত যেটা আমাদের দেখারই বিষয় নয় এবং আমাদের নিয়ন্ত্রণ-ক্ষমতার বাইরে।’

সেই ভ্যান্সের অবস্থান বদল এই ইঙ্গিত দেয় যে, পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে সংঘাত বৃদ্ধি পাওয়ায় যুক্তরাষ্ট্র এবং বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায় কতটা উদ্বিগ্ন হয়ে পড়েছিল।

ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা সিএনএনকে বলেছেন, গত শুক্রবার সংঘাত কতটা বাড়তে পারে সে সম্পর্কে আশঙ্কাজনক গোয়েন্দা তথ্য পেয়ে পররাষ্ট্র দপ্তর মনে করে, দুই পক্ষের আলোচনায় ভূমিকা রাখা ছাড়া তাদের আর কোনো বিকল্প নেই।

যুদ্ধবিরতি কি টিকবে?

সিএনএন লিখেছে, যদিও ভারত ও পাকিস্তান আপাতত সংঘাত থেকে সরে এসেছে, তবে অস্ত্রবিরতি বজায় থাকবে কিনা, তা এখন দেখার বিষয়।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি গতকাল শনিবার পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্রবিরতি সমঝোতা বারবার লঙ্ঘনের অভিযোগ তোলেন। এর আগে ভারত ও পাকিস্তানশাসিত কাশ্মীর উভয় অংশে বিস্ফোরণের আওয়াজ শোনা যায়।

পাকিস্তানও ভারতের বিরুদ্ধে সমঝোতা লঙ্ঘনের অভিযোগ তোলে, তবে জোর দিয়ে বলে তারা ‘অস্ত্রবিরতির শর্তের বিশ্বস্ত বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ’।

পর্যটক হত্যাকাণ্ডের পর দুই দেশই একে অপরের বিরুদ্ধে ভিসা স্থগিত ও বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের মতো ব্যবস্থা নেয়। ভারত একটি গুরুত্বপূর্ণ পানিবণ্টন চুক্তি থেকে সরে আসার কথা জানায়। এই পদক্ষেপগুলো প্রত্যাহার করা হবে কিনা তা এখনও স্পষ্ট নয়।

যুদ্ধবিরতির সিদ্ধান্তের প্রশংসায় বিশ্বনেতারা

কয়েক দিন ধরে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও গোলাবর্ষণের মাধ্যমে প্রাণঘাতী সংঘাতের পর একটি ‘সম্পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে’ উপনীত হয়েছে ভারত ও পাকিস্তান। গতকাল শনিবার দুই দেশের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিশ্বনেতারা।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। গুতেরেসের বরাতে এক বিবৃতিতে তার মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, মহাসচিব একে শান্তির পথে এগিয়ে যাওয়ার একটি ইতিবাচক পদক্ষেপ বলে উল্লেখ করেছেন।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, উভয় দেশকে সংলাপ প্রতিষ্ঠায় যুদ্ধবিরতির সর্বোচ্চ ব্যবহার করার আহ্বান জানিয়েছে তুরস্ক।

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণাকে স্বাগত জানাই। আমরা উভয়পক্ষকে যুদ্ধবিরতির সুযোগের সর্বোচ্চ ব্যবহার করে সরাসরি ও কার্যকর সংলাপে বসার আহ্বান জানাই।’

সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবেইর দুই দেশের মধ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন। দেশটির বৈদেশিক অধিদপ্তরের এক্স অ্যাকাউন্ট থেকে এক পোস্টে এ তথ্য পাওয়া গেছে।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লেখেন, ‘ভারত-পাকিস্তানের আজকের যুদ্ধবিরতিকে দারুণভাবে স্বাগত জানাই। আমি উভয়পক্ষকে এটি বজায় রাখার আহ্বান জানাই। সবার স্বার্থেই উত্তেজনা প্রশমন করা জরুরি।’

ছবি

আওয়ামী লীগের নিবন্ধন: নিষিদ্ধের প্রজ্ঞাপন দেখে সিদ্ধান্ত নেবে ইসি

ছবি

জুলাইয়ের দমন-পীড়নের ‘মাস্টারমাইন্ড ও হুকুমদাতা’ শেখ হাসিনা: ট্রাইব্যুনালের তদন্ত প্রতিবেদন

ছবি

শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে গণহত্যা মামলায় তদন্ত প্রতিবেদন জমা

ছবি

দাবদাহ: ৭ পরামর্শ দিল স্বাস্থ্য অধিদপ্তর

বনশ্রীতে শিশু গৃহকর্মীকে ধর্ষণ, গৃহকর্তা গ্রেপ্তার

এক যুগ পর ভাইয়ের বাসায় খালেদা জিয়া

নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম শক্ত হাতে দমন করা হবে -ঢাকা রেঞ্জ ডিআইজি

ছবি

পাথারিয়ায় বনভূমি দখল, জীববৈচিত্র্য হুমকির মুখে

ছবি

ঝিকরগাছা ও গুরুদাসপুরে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ, এক কর্মীর মৃত্যু

ছবি

২৫ মে পেট্রোল পাম্প মালিকদের কর্মবিরতির ঘোষণা

ছবি

প্রাকৃতিক দুর্যোগের আগাম তথ্য জানাতে রাডার স্টেশন চালু

ছবি

সারাদেশে গরম চরমে, অতিষ্ঠ মানুষ ও প্রাণিকুল

‘ট্রেড বাস্কেটে’ সর্বোচ্চ গুরুত্ব যুক্তরাষ্ট্রের

আওয়ামী লীগের কার্যক্রম বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি

শেয়ারবাজারের জন্য প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা

আ’লীগের নিবন্ধন বিষয়ে সরকারের নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত: সিইসি

নতুন সংবিধান প্রণয়নে ‘২ থেকে ৩ বছর সময় লাগতে পারে’: আইন উপদেষ্টা

ছবি

গেজেট সংশোধন: ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হলে রাজনৈতিক দল নিষিদ্ধ, সম্পত্তি বাজেয়াপ্তের বিধান

ছবি

বিমানবন্দর ত্যাগের প্রক্রিয়া পর্যালোচনায় তিন উপদেষ্টার সমন্বয়ে তদন্ত কমিটি

সাবেক রাষ্ট্রপতির বিদেশ গমন তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন

ছবি

সন্ত্রাসে জড়িত ব্যক্তি ও সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত হচ্ছে

ছবি

পুঁজিবাজারে সরকারী মালিকানাধীন বহুজাতিক কোম্পানির শেয়ার কমানোর নির্দেশ

ছবি

৭২ সালের সংবিধানেই চলবে অন্তর্বর্তীকালীন সময়, বললেন আইন উপদেষ্টা

রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইনের সংশোধন, গেজেট প্রকাশ

ছবি

যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ

ছবি

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত, বিচার না হওয়া পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ

এখনও কোনো তথ্য পায়নি পুলিশ, অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা

শ্রীপুরে শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা

মেয়াদোত্তীর্ণ হলেও শেষ হচ্ছে না খুলনার ১৮৩ সড়কের কাজ

ছবি

মরু অঞ্চলের দুম্বার খামার করে স্বাবলম্বী ভৈরবের সবুজ

ছবি

গাজীপুরে বাস থেকে ফেলে ছাত্র হত্যা, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

ছবি

সংগীতজ্ঞ মুস্তাফা জামান আব্বাসীর মৃত্যু

ছবি

শ্রীমঙ্গল, আখাউড়ায় ট্রেন লাইনচ্যুত

ছবি

৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই

ছবি

রংপুরে ৩ জনের হিট স্ট্রোক, গরমে বিপর্যস্ত জনজীবন

টানা তিন দিন চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা

tab

জাতীয়

ভারত-পাকিস্তান ‘যুদ্ধবিরতি’র স্থায়িত্ব নিয়ে সংশয়

সংবাদ ডেস্ক

রোববার, ১১ মে ২০২৫

পাল্টাপাল্টি হামলা যখন দৃশ্যতই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে ভারত ও পাকিস্তানের ‘অবিলম্বে যুদ্ধবিরতিতে’ সম্মত হওয়ার খবর দিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

পরমাণু অস্ত্রধর দুই প্রতিবেশীর মধ্যে সবচাইতে ভয়াবহ লড়াই গতকাল শনিবার অপ্রত্যাশিতভাবেই থেমেছে।

সিএনএন লিখেছে, যুদ্ধবিরতির কথা প্রথম ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প; এই সফলতার কৃতিত্বও তিনি দাবি করেন, তবে এই সমঝোতার পেছনে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার মাত্রা নিয়ে ভারত ও পাকিস্তানের ভাষ্য সাংঘর্ষিক।

যুদ্ধবিরতির ঘোষণার কয়েক ঘণ্টা বাদে তা লঙ্ঘনের অভিযোগ তুলেছে উভয়পক্ষ; তাতে এই সমঝোতা কতদিন স্থায়ী হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে।

কীভাবে সমঝোতা হলো?

ভারত ও পাকিস্তানে যখন সন্ধ্যা নামছিল, তখন ট্রাম্প ট্রুথ সোশ্যাল পোস্টে যুদ্ধবিরতির ঘোষণা দেন।

“যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাতভর দীর্ঘ আলোচনার পর, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, ভারত ও পাকিস্তান একটি ‘পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে’ সম্মত হয়েছে।”

দুই দেশের নেতাদের ‘কা-জ্ঞান ও গভীর বুদ্ধিমত্তার’ প্রশংসা করে তাদের অভিনন্দন জানান তিনি।

খানিকবাদে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেন, ভারত ও পাকিস্তান কেবল যুদ্ধবিরতিতেই সম্মত হয়নি, সেই সঙ্গে ‘একটি নিরপেক্ষ স্থানে বিস্তৃত পরিসরে আলোচনা শুরু করতেও’ রাজি।

রুবিও বলেন, গত দুই দিন ধরে তিনি ও ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পর এই যুদ্ধবিরতি সম্ভব হয়েছে।

এক মিনিট পরই পাকিস্তান জানায়, যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। এর পরপরই ভারতের তরফেও তা নিশ্চিত করা হয়।

সমঝোতাটি ‘দুই দেশের মধ্যে সরাসরি সম্পাদিত হয়েছে’ বলে ভারতের তথ্য মন্ত্রণালয়ের ভাষ্য। এভাবে যুক্তরাষ্ট্রের ভূমিকা খাটো করে ট্রাম্পের দাবিকে কার্যত অস্বীকার করা হয়। ভারতের তথ্য মন্ত্রণালয় বলেছে, ‘আরও আলোচনা করার কোনো সিদ্ধান্ত হয়নি।’

কিন্তু পাকিস্তানি কর্মকর্তারা ওয়াশিংটনের প্রশংসায় পঞ্চমুখ।

দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, ‘এই অঞ্চলের শান্তির জন্য নেতৃত্বদান ও সক্রিয় ভূমিকার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে আমরা ধন্যবাদ জানাই।’

আলোচনায় সম্পৃক্ত এক পাকিস্তানি সূত্র সিএনএনকে বলেছে, যুক্তরাষ্ট্র, বিশেষ করে মার্কো রুবিও এই চুক্তি সম্পাদনে মুখ্য ভূমিকা রেখেছেন। অস্ত্রবিরতি কার্যকর হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আলোচনায় অনিশ্চয়তা ছিল।

শনিবার কী ঘটেছে?

সকালের তীব্র লড়াইয়ের পর সন্ধ্যায় যুদ্ধবিরতির ঘোষণা ছিল বেশ বিস্ময়কর।

পাকিস্তান গতকাল শনিবার ভোররাতে দাবি করে, ভারত তাদের কয়েকটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তাদের দাবি, পাকিস্তানশাসিত কাশ্মীর থেকে রাজধানী ইসলামাবাদের কাছাকাছি একটি সামরিক ঘাঁটি পর্যন্ত এই হামলা হয়েছে।

এর জবাবে ভারতের সামরিক বিমানঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালানোর কথাও বলেছে ইসলামাবাদ। তাদের সামরিক বাহিনীর ভাষায় বিষয়টি ছিল, ‘চোখের বদলে চোখ’।

কয়েক ঘণ্টা বাদে ভারতশাসিত কাশ্মীরের বৃহৎ শহর শ্রীনগর ও জম্মুতে বিস্ফোরণের খবর আসে। প্রধানমন্ত্রী শরিফ বলেন, ভারতীয় আগ্রাসনের ‘জোরালো জবাব’ দিয়েছে পাকিস্তান।

চার দিন ধরে একে অপরের ভূখণ্ডে সরাসরি সামরিক হামলা চালানোয় অনেকেই আশঙ্কা করছিলেন, কার্যকর আন্তর্জাতিক চাপ না থাকলে এই পাল্টাপাল্টি হামলা আরও বাড়বে।

সংকটের নেপথ্যে কী?

১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর থেকে ভারত ও পাকিস্তানের উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে কাশ্মীর নিয়ে বিরোধ।

ব্রিটিশ ভারতের রক্তাক্ত বিভাজনে হিন্দু অধ্যুষিত এলাকায় ভারত এবং মুসলিম অধ্যুষিত এলাকা নিয়ে পাকিস্তান গঠিত। দুই দেশই কাশ্মীরকে সম্পূর্ণভাবে নিজেদের দাবি করে, যদিও কাশ্মীরের দুই অংশ দুই দেশের নিয়ন্ত্রণে রয়েছে। স্বাধীনতা লাভের কয়েক মাসের মধ্যেই তারা ওই ভূখণ্ড নিয়ে যুদ্ধে জড়ায়, যা ছিল তিনটি যুদ্ধের মধ্যে প্রথম।

গত ২৬ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পাহাড়ি পর্যটনস্থল পেহেলগামে একদল দর্শনার্থীর ওপর বন্দুকধারীরা গুলি চালায়। এই হামলায় অন্তত ২৫ ভারতীয় নাগরিক ও একজন নেপালি নিহত হন।

নয়াদিল্লি তাৎক্ষণিকভাবে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগ তুলে ইসলামাদের ওপর এ ঘটনার দায় চাপায়। পাকিস্তান হামলায় কোনো ধরনের সম্পৃক্ততা প্রত্যাখ্যান করে।

পেহেলগাম হত্যাকাণ্ডের দুই সপ্তাহ পর গত বুধবার পাকিস্তান ও তাদের নিয়ন্ত্রিত কাশ্মীর অঞ্চলে ধারাবাহিক হামলা চালায় ভারত। ওই অভিযানের নাম তারা দেয় ‘অপারেশন সিঁদুর’।

এরপরের সংঘাতের পরিধি আগের লড়াইগুলোর চেয়ে অনেক বিস্তৃত হয়, উভয়পক্ষই একে অপরের ভূখণ্ডের গভীরে হামলা চালায়।

যুক্তরাষ্ট্র কেন সম্পৃক্ত হলো?

ভারত-পাকিস্তানের সংঘাত তীব্র হওয়ার পরিপ্রেক্ষিতে জে ডি ভ্যান্স দুই দিন আগেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার সম্ভাবনা উড়িয়ে দিয়েছিলেন।

তিনি গত বৃহস্পতিবার ফক্স নিউজকে বলেছিলেন, ‘আমরা যেটা করতে পারি তা হলো উত্তেজনা কমাতে তাদের খানিকটা উৎসাহিত করার চেষ্টা করতে পারি, কিন্তু আমরা

একটা যুদ্ধের মাঝখানে গিয়ে জড়িয়ে পড়তে পারি না, কার্যত যেটা আমাদের দেখারই বিষয় নয় এবং আমাদের নিয়ন্ত্রণ-ক্ষমতার বাইরে।’

সেই ভ্যান্সের অবস্থান বদল এই ইঙ্গিত দেয় যে, পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে সংঘাত বৃদ্ধি পাওয়ায় যুক্তরাষ্ট্র এবং বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায় কতটা উদ্বিগ্ন হয়ে পড়েছিল।

ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা সিএনএনকে বলেছেন, গত শুক্রবার সংঘাত কতটা বাড়তে পারে সে সম্পর্কে আশঙ্কাজনক গোয়েন্দা তথ্য পেয়ে পররাষ্ট্র দপ্তর মনে করে, দুই পক্ষের আলোচনায় ভূমিকা রাখা ছাড়া তাদের আর কোনো বিকল্প নেই।

যুদ্ধবিরতি কি টিকবে?

সিএনএন লিখেছে, যদিও ভারত ও পাকিস্তান আপাতত সংঘাত থেকে সরে এসেছে, তবে অস্ত্রবিরতি বজায় থাকবে কিনা, তা এখন দেখার বিষয়।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি গতকাল শনিবার পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্রবিরতি সমঝোতা বারবার লঙ্ঘনের অভিযোগ তোলেন। এর আগে ভারত ও পাকিস্তানশাসিত কাশ্মীর উভয় অংশে বিস্ফোরণের আওয়াজ শোনা যায়।

পাকিস্তানও ভারতের বিরুদ্ধে সমঝোতা লঙ্ঘনের অভিযোগ তোলে, তবে জোর দিয়ে বলে তারা ‘অস্ত্রবিরতির শর্তের বিশ্বস্ত বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ’।

পর্যটক হত্যাকাণ্ডের পর দুই দেশই একে অপরের বিরুদ্ধে ভিসা স্থগিত ও বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের মতো ব্যবস্থা নেয়। ভারত একটি গুরুত্বপূর্ণ পানিবণ্টন চুক্তি থেকে সরে আসার কথা জানায়। এই পদক্ষেপগুলো প্রত্যাহার করা হবে কিনা তা এখনও স্পষ্ট নয়।

যুদ্ধবিরতির সিদ্ধান্তের প্রশংসায় বিশ্বনেতারা

কয়েক দিন ধরে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও গোলাবর্ষণের মাধ্যমে প্রাণঘাতী সংঘাতের পর একটি ‘সম্পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে’ উপনীত হয়েছে ভারত ও পাকিস্তান। গতকাল শনিবার দুই দেশের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিশ্বনেতারা।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। গুতেরেসের বরাতে এক বিবৃতিতে তার মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, মহাসচিব একে শান্তির পথে এগিয়ে যাওয়ার একটি ইতিবাচক পদক্ষেপ বলে উল্লেখ করেছেন।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, উভয় দেশকে সংলাপ প্রতিষ্ঠায় যুদ্ধবিরতির সর্বোচ্চ ব্যবহার করার আহ্বান জানিয়েছে তুরস্ক।

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণাকে স্বাগত জানাই। আমরা উভয়পক্ষকে যুদ্ধবিরতির সুযোগের সর্বোচ্চ ব্যবহার করে সরাসরি ও কার্যকর সংলাপে বসার আহ্বান জানাই।’

সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবেইর দুই দেশের মধ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন। দেশটির বৈদেশিক অধিদপ্তরের এক্স অ্যাকাউন্ট থেকে এক পোস্টে এ তথ্য পাওয়া গেছে।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লেখেন, ‘ভারত-পাকিস্তানের আজকের যুদ্ধবিরতিকে দারুণভাবে স্বাগত জানাই। আমি উভয়পক্ষকে এটি বজায় রাখার আহ্বান জানাই। সবার স্বার্থেই উত্তেজনা প্রশমন করা জরুরি।’

back to top