alt

জাতীয়

নায়িকা নুসরাত কারাগারে: বিভিন্ন জনের প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্র ও সংস্কৃতি উপদেষ্টা

নিজস্ব বার্তা পরিবেশক : সোমবার, ১৯ মে ২০২৫

বৈষম্যবিরোধী আন্দোলনের ভাটারা থানার এক হত্যাচেষ্টা মামলায় ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার, (১৯ মে ২০২৫) সকালে শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম সারাহ্ ফারাজানা হক। এদিন সকাল ৯টার দিকে নুসরাত ফারিয়াকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাজতখানায় নেয়া হয়। ঘণ্টাখানেক বাদে তাকে এজলাসে নেয়া হয়। ফারিয়ার এই গ্রেপ্তার নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, সমলোচনা হচ্ছে এ বিষয়ে স্বরাষ্ট্র, সংস্কৃতি উপদেষ্টা ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কথা বলছেন।

আদালতে যা ঘটলো

আদালতে ভাটারা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই জাকির হোসেন জানান, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নায়িকাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই বিল্লাল ভূঁইয়া। শুনানি শেষে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। নুসরাতের

পক্ষে তার আইনজীবী ফারহান মোহাম্মদ আরাভ, মোর্শেদ আলম শাহিন জামিন চেয়ে শুনানি করেন। শুনানিতে তারা দাবি করেন, নুসরাত ৯ জুলাই বাংলাদেশ থেকে কানাডা যান। দেশে ফেরেন ১৪ আগস্ট। তিনি আন্দোলনের পক্ষে ছিলেন। এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন।

রাষ্ট্রপক্ষে পিপি ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। ঘটনার সময় নুসরাত ফারিয়া দেশের বাইরে ছিলেন কিনা, আন্দোলনের পক্ষে পোস্ট করেছেন কিনা- এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলেন বিচারক। প্রতিবেদন পাওয়ার পর জামিনের বিষয়ে ২২ মে ফের শুনানি হবে। থাইল্যান্ড যাওয়ার সময় গত রোববার সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হন নুসরাত ফারিয়া।

সকাল ৯টার দিকে ফারিয়াকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। শুনানির আগে সকাল ১০টার দিকে পুলিশ প্রহরায় তাকে হাজতখানা থেকে বের করা হয়। এ সময় তার মুখে সাদা মাস্ক, মাথায় হেলমেট ও গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট ছিল। ফারিয়াকে সিএমএম আদালতের দোতলায় নেয়া হয়। এরপর ১০টায় ফারিয়ার হেলমেট খুলে তাকে আসামির কাঠগড়ায় তোলা হয়।

তখন সাদা মাস্ক মুখ থেকে একটু নামিয়ে তিনি হাঁপাতে থাকেন। নারী পুলিশ সদস্যদের কাছ থেকে পানির বোতল নিয়ে পানি পান করেন। এরপর উল্টো দিকে ফিরে নিশ্চুপ দাঁড়িয়ে থাকতে দেখা যায় ফারিয়াকে। ১০টা ৫ মিনিটে বিচারক এজলাসে উঠলে ফারিয়া ফিরে তাকান। এ সময় সামনে ঘুরে কাঠগড়ার রেলিংয়ে দুই হাত রাখেন।

শুনানির শুরুতেই এক আইনজীবী নুসরাত ফারিয়ার ওকালতনামায় স্বাক্ষর নিতে আদালতের অনুমতি চান। তখন নুসরাত ফারিয়া আরেক আইনজীবীকে দেখান। পরে আইনজীবী ফারহান মোহাম্মদ আরাভ ওকালতনামা দিলে তিনি স্বাক্ষর দেন। এরপর ১০টা ৮ মিনিটে তার জামিন শুনানি শুরু হয়। এ সময় বিচারক সবাইকে নিশ্চুপ থাকতে বলেন।

এনামুল হক নামের এক ব্যক্তি গত মার্চ মাসে নায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আশনা হাবিব ভাবনা, নায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীসহ ২৮৩ জনের নামে আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে ভাটারা থানা গত ২৯ এপ্রিল তা এজাহার হিসেবে লিপিবদ্ধ করে। মামলার বিবরণ অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ১৯ জুলাই ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় গুলি চালানো হলে তা এনামুলের পায়ে লাগে। তিনি হাসপাতালে চিকিৎসা নেন।

ফারিয়াকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নুসরাত ফারিয়ার মামলার তদন্ত শেষ না হওয়ায় তিনি নিরপরাধ কিনা তা এখনও স্পষ্ট নয়। আর সেই কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। কোরবানির ঈদ উপলক্ষে সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘উনার বিরুদ্ধে তো তদন্ত শেষ হয়নি। তদন্ত শেষ হওয়ার আগে তো আমরা বলতে পারব না এই অবস্থায় আবার ছেড়ে দিলে আপনারাই বলবেন যে ছেড়ে দিলাম কেন?’

ফারিয়ার গ্রেপ্তার ‘বিব্রতকর’, ফারুকী

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ নিয়ে যে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে, সেই ‘স্নায়ুচাপ’ থেকে নায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়ে থাকতে পারে বলে ধারণা সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর। তার ভাষ্যে, ‘আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশ গমনকে কেন্দ্র করে ক্ষোভের পর ওভার নার্ভাসনেস থেকেই হয়তোবা এইসব ঘটনা ঘটে থাকতে পারে। কয়দিন আগে ব্যারিস্টার আন্দালিব পার্থের স্ত্রীর সঙ্গেও এ রকম একটা ঘটনা ঘটেছে।

নুসরাত ফারিয়ার গ্রেপ্তারের ঘটনাকে ‘বিব্রতকর’ বর্ণনা করে ফারুকী বলেন, ‘আমাদের সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা। ঢালাও মামলার ক্ষেত্রে আমাদের পরিষ্কার অবস্থান প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেপ্তার করা হবে না এবং সেই নীতিই অনুসরণ করা হচ্ছিল। ‘ফারিয়ার বিরুদ্ধে এই মামলা তো অনেকদিন ধরেই ছিল। সরকারের পক্ষ থেকে তদন্ত শেষ হওয়ার আগে গ্রেপ্তারের কোনো উদ্যোগ নেয়ার বিষয় আমার নজরে আসেনি।’

রূপালী পর্দার জগৎ থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বনে যাওয়া ফারুকী সোমবার বেলা ১১টা ১২ মিনিটে ফেইসবুক পোস্টে লেখেন, ‘আমি সাধারণত চেষ্টা করি, আমার মন্ত্রণালয়ের কাজের বাইরে কথা না বলতে। কিন্তু আমার তো একটা পরিচয় আছে, আমি এই ইন্ডাস্ট্রিরই মানুষ ছিলাম এবং দুইদিন পর সেখানেই ফিরে যাব।’ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর বলেন, ‘তিনি কী বলেছেন, সেটা তো আর আমি জানি না। তবে একটা কথা হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা, যার যার ব্যক্তিগত মত প্রকাশের স্বাধীনতা তো থাকবেই।’

ফারিয়াকে গ্রেপ্তার নিয়ে হাসনাত আব্দুল্লাহ

অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার নিয়ে আলোচনার মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ ফেইসবুকে লিখেছেন, ‘এগুলো বিচার নয়, এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন (মনোযোগ সরিয়ে দেয়া)।’ ফারিয়াকে নিয়ে সোমবার দুপুরে এক ফেইসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ লিখেছেন, ‘সরাসরি হত্যাকা-ে জড়িত খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেয়া হয়, শিরীন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেয়া হয়। দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি।’

হাসনাত আবদুল্লাহ প্রশ্ন তুলেছেন, ‘ইন্টেরিম, ৬২৬ জনের লিস্ট কোথায়? ৬২৬ জনকে নিরাপদে বের করে দিয়ে এখন নুসরাত ফারিয়াকে হত্যা মামলায় গ্রেপ্তার করে বোঝাতে চাচ্ছেন, আপনারা খুব বিচার করছেন? এগুলো বিচার নয়, এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন।’ ফারিয়াকে গ্রেপ্তার নিয়ে সোচ্চার হয়েছেন অভিনয়শিল্পীরাও। অভিনেত্রী আজমেরী হক বাঁধন লিখেছেন, ‘কী এক লজ্জা। ফ্যাসিস্ট সরকার যা করেছে, সেখানে এই মেয়েটার কিছুই করার ছিল না। আমি এমন পরিস্থিতি এবং সিস্টেম সম্পর্কে গভীরভাবে উদ্বিগ্ন। আমরা এমন একটি দেশে বাস করি, যেখানে ন্যায্য অধিকার শব্দটা সাধারণ নয়। কিন্তু ‘সত্যিকারভাবেই এটা অগ্রহণযোগ্য।’

ফারিয়া গ্রেপ্তার হলে তিশা-ফারুকীরও হওয়ার কথা, রাশেদ খাঁন

গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারকে ‘হালকা’ করতেই নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। তার কথায়, ‘নুসরাত ফরিয়াদের গ্রেপ্তার করে মূলত গণহত্যার বিচারকে হালকা করা হচ্ছে। নুসরাত ফারিয়া গ্রেপ্তার হলে তিশারাও গ্রেপ্তার হবে। এমনকি সারাজীবন আওয়ামী লীগের সুবিধা নেয়ার জন্য ফারুকীরও অ্যারেস্ট হওয়ার কথা।’ গত রোববার গভীর রাতে ফেইসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

অন্তর্বর্তী সরকারের ভূমিকার সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, ‘ডামি ৩০০ এমপি ধরার খবর নেই, তাদের সম্পদ বাজেয়াপ্ত করার উদ্যোগ নেই, নুসরাত ফরিয়াদের গ্রেপ্তার করে হাস্যকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে।’ নায়িকা নুসরাতের গ্রেপ্তারের প্রসঙ্গ ধরে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক প্রশ্ন রাখেন, ‘কোনো সন্দেহ সংশয় থাকলে বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা দিয়ে তদন্ত করতে পারত। কিন্তু রাঘববোয়াল ছেড়ে ছিঁচকে চোর ধরে হৈচৈ তৈরি করার মহত্ত্ব কী?’

বিনোদন জগতের মানুষেরা ‘ফ্যাসিস্টকে সহযোগিতা করে গেছে’, পিপি

শেখ হাসিনার গত দেড় দশকের শাসনামলে বিনোদন জগতের মানুষেরা ‘ফ্যাসিবাদী গোষ্ঠীকে সহযোগিতা করেছে’ বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। এছাড়া জুলাই আন্দোলন দমাতে শেখ হাসিনা ‘হত্যা করার যে নির্দেশ দিয়েছিলেন’, সেই কাজে অভিনেতা-অভিনেত্রীরা যে কোনো স্থান থেকে ‘সহযোগিতা করেছে’ বলেও অভিযোগ করেছেন তিনি।

ঢাকার মহানগর হাকিম সারাহ্ ফারজানা হকের আদালতে হত্যাচেষ্টা মামলায় নুসরাত ফারিয়ার জামিন শুনানিতে সোমবার এ কথা বলেছেন আইনজীবী ফারুকী। শুনানিতে চিত্রনায়ক ও ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদকেও ‘খোঁজা হচ্ছে’ বলে আদালতকে বলেন ওমর ফারুকী।

নুসরাত ফারিয়া ও তার সিনেমা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘মুজিব, একটি জাতির রূপকার’ সিনেমায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন ফারিয়া। প্রয়াত ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় সিনেমাটি তৈরি হয়েছিল বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায়। ২০২৩ সালে মুক্তি পাওয়া এ সিনেমায় ফারিয়া ছাড়াও আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা, রিয়াজ আহমেদসহ অনেকে অভিনয় করেছেন। নুসরাত ফারিয়ার ক্যারিয়ার শুরু হয় রেডিও জকি ও উপস্থাপক হিসেবে। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় ‘আশিকী’ চলচ্চিত্রের মধ্য দিয়ে নায়িকা হিসেবে আবির্ভূত হন তিনি।

এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা-দ্য ডন’, ‘বস-টু’, ‘ধ্যাততেরিকি’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন ফারিয়া। চলচ্চিত্রের পাশাপাশি গানও করেন ফারিয়া। ২০১৮ সালে ‘পটাকা’ শিরোনামে একটি গানের মধ্য দিয়ে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ হয়েছিল তার। এছাড়া ‘হাবিবি’, ‘আমি চাই থাকতে’সহ আরও কিছু গান ফারিয়া গেয়েছেন, যেগুলো প্রকাশ পেয়েছে ইউটিউবসহ সোশ্যাল মিডিয়ার নানা মাধ্যমে।

ছবি

যশোরে এক দশকে ভরাট হয়েছে শতাধিক জলাশয়

পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে ‘সার্চ কমিটি’ গঠন

ছবি

স্বাধীনতা জাদুঘরের ‘ধ্বংসস্তূপ’ পরিদর্শন সংস্কৃতি উপদেষ্টার

ছবি

‘সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান তিতুমীর শিক্ষার্থীদের

পুলিশের অতিরিক্ত আইজি, ডিআইজিসহ ৮২ কর্মকর্তা ওএসডি

কর্মবিরতিতে অচল চট্টগ্রাম কাস্টম হাউজ

বিমানের চাকা খুলে পড়ার ঘটনায় যা বলছে কর্তৃপক্ষ

ছবি

ভারতের নিষেধাজ্ঞা: দ্বিতীয় দিনও বিপাকে রপ্তানিকারক ও ট্রাকচালকরা

যশোরে বোমা বিস্ফোরণে তিন ভাইবোন হতাহত

আ’লীগের চোরতন্ত্রের আমলারা আবার উজ্জীবিত, অর্থনীতির ভালো লক্ষণ দেখা যাচ্ছে না: দেবপ্রিয়

ঐকমত্য কমিশনের অনেক প্রস্তাবে ‘ঘোরতর’ দ্বিমত সিপিবির

ছবি

দিনাজপুর ও হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৭ জনের প্রাণহানি

নতুন সংবিধান এনসিপির প্রধান লক্ষ্য

নির্বাচন কবে হবে, সরকার কতদিন থাকবে, এই অনিশ্চয়তার মধ্যেই দেশ চলছে: আমীর খসরু

শেখ পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ‘পৌনে ২ লাখ কোটি টাকার’ সম্পদ অবরুদ্ধ

ছবি

আজকের মধ্যে ইশরাকের শপথ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

ছবি

প্রথম এনআইডি সচল, দ্বিতীয়টি বাতিল: ইসির মহাপরিচালক

ছবি

নিরীহ কেউ যেন হয়রানির শিকার না হয়, বারবার বলা হয়েছে: জাহাঙ্গীর আলম চৌধুরী

ছবি

চাকরি ফিরে পাওয়ার দাবিতে বরখাস্ত সেনাসদস্যদের বিক্ষোভ, আইএসপিআরের বিবৃতি

মিঠাপুকুরে জামায়াত নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

নগদের সিইও জালিয়াতি করেছেন: গভর্নর

৩ বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

ছবি

আলাপে কয়েকজন রিকশাচালক: ‘দেশ চালাতে বি ক্লাস লোক লাগবে’

ছবি

‘হত্যাচেষ্টা’ মামলা: এবার বিমানবন্দর থেকে গ্রেপ্তার নুসরাত ফারিয়া

ছবি

সাত কলেজের প্রশাসক নিয়োগ, দপ্তর ঢাকা কলেজ

ছবি

সাম্য হত্যা: পৌনে দুই ঘণ্টা পর শাহবাগ ছাড়লো ছাত্রদল

শিক্ষা ক্যাডার: অধ্যাপকদের ৩য়, সহকারী অধ্যাপকদের ৫ম গ্রেড দেয়ার উদ্যোগ

ছবি

গাজায় হাসপাতাল অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েলি বাহিনী

ডিএসসিসির প্রশাসক পেলেন ঢাকা ওয়াসার এমডির দায়িত্ব

জুলাই অভ্যুত্থান: লুট হওয়া প্রায় চৌদ্দশ’ অস্ত্র ও আড়াই লাখ গোলাবারুদের এখনও হদিস নেই

ছবি

হাসিনার ভাসমান বিদ্যুৎকেন্দ্র মামলা সচলের উদ্যোগ

ডিসেম্বরের মধ্যে নির্বাচন, নয়তো আন্দোলন: বিএনপি

নির্বাচনের ‘পরিস্থিতি’ দেখছে না, জুলাই সনদে গণভোট চায় জামায়াত

বিদেশি নাগরিকত্বের অভিযোগের প্রমাণ চান নিরাপত্তা উপদেষ্টা খলিল

নতুন এডিপি: উল্লেখযোগ্যহারে কমেছে শিক্ষা ও স্বাস্থ্যে, অগ্রাধিকার পরিবহন ও যোগাযোগে

ছবি

স্থলপথে ভারতের নিষেধাজ্ঞা, প্রথম দিনই আটকে গেল বহু ট্রাক

tab

জাতীয়

নায়িকা নুসরাত কারাগারে: বিভিন্ন জনের প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্র ও সংস্কৃতি উপদেষ্টা

নিজস্ব বার্তা পরিবেশক

সোমবার, ১৯ মে ২০২৫

বৈষম্যবিরোধী আন্দোলনের ভাটারা থানার এক হত্যাচেষ্টা মামলায় ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার, (১৯ মে ২০২৫) সকালে শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম সারাহ্ ফারাজানা হক। এদিন সকাল ৯টার দিকে নুসরাত ফারিয়াকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাজতখানায় নেয়া হয়। ঘণ্টাখানেক বাদে তাকে এজলাসে নেয়া হয়। ফারিয়ার এই গ্রেপ্তার নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, সমলোচনা হচ্ছে এ বিষয়ে স্বরাষ্ট্র, সংস্কৃতি উপদেষ্টা ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কথা বলছেন।

আদালতে যা ঘটলো

আদালতে ভাটারা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই জাকির হোসেন জানান, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নায়িকাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই বিল্লাল ভূঁইয়া। শুনানি শেষে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। নুসরাতের

পক্ষে তার আইনজীবী ফারহান মোহাম্মদ আরাভ, মোর্শেদ আলম শাহিন জামিন চেয়ে শুনানি করেন। শুনানিতে তারা দাবি করেন, নুসরাত ৯ জুলাই বাংলাদেশ থেকে কানাডা যান। দেশে ফেরেন ১৪ আগস্ট। তিনি আন্দোলনের পক্ষে ছিলেন। এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন।

রাষ্ট্রপক্ষে পিপি ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। ঘটনার সময় নুসরাত ফারিয়া দেশের বাইরে ছিলেন কিনা, আন্দোলনের পক্ষে পোস্ট করেছেন কিনা- এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলেন বিচারক। প্রতিবেদন পাওয়ার পর জামিনের বিষয়ে ২২ মে ফের শুনানি হবে। থাইল্যান্ড যাওয়ার সময় গত রোববার সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হন নুসরাত ফারিয়া।

সকাল ৯টার দিকে ফারিয়াকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। শুনানির আগে সকাল ১০টার দিকে পুলিশ প্রহরায় তাকে হাজতখানা থেকে বের করা হয়। এ সময় তার মুখে সাদা মাস্ক, মাথায় হেলমেট ও গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট ছিল। ফারিয়াকে সিএমএম আদালতের দোতলায় নেয়া হয়। এরপর ১০টায় ফারিয়ার হেলমেট খুলে তাকে আসামির কাঠগড়ায় তোলা হয়।

তখন সাদা মাস্ক মুখ থেকে একটু নামিয়ে তিনি হাঁপাতে থাকেন। নারী পুলিশ সদস্যদের কাছ থেকে পানির বোতল নিয়ে পানি পান করেন। এরপর উল্টো দিকে ফিরে নিশ্চুপ দাঁড়িয়ে থাকতে দেখা যায় ফারিয়াকে। ১০টা ৫ মিনিটে বিচারক এজলাসে উঠলে ফারিয়া ফিরে তাকান। এ সময় সামনে ঘুরে কাঠগড়ার রেলিংয়ে দুই হাত রাখেন।

শুনানির শুরুতেই এক আইনজীবী নুসরাত ফারিয়ার ওকালতনামায় স্বাক্ষর নিতে আদালতের অনুমতি চান। তখন নুসরাত ফারিয়া আরেক আইনজীবীকে দেখান। পরে আইনজীবী ফারহান মোহাম্মদ আরাভ ওকালতনামা দিলে তিনি স্বাক্ষর দেন। এরপর ১০টা ৮ মিনিটে তার জামিন শুনানি শুরু হয়। এ সময় বিচারক সবাইকে নিশ্চুপ থাকতে বলেন।

এনামুল হক নামের এক ব্যক্তি গত মার্চ মাসে নায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আশনা হাবিব ভাবনা, নায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীসহ ২৮৩ জনের নামে আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে ভাটারা থানা গত ২৯ এপ্রিল তা এজাহার হিসেবে লিপিবদ্ধ করে। মামলার বিবরণ অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ১৯ জুলাই ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় গুলি চালানো হলে তা এনামুলের পায়ে লাগে। তিনি হাসপাতালে চিকিৎসা নেন।

ফারিয়াকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নুসরাত ফারিয়ার মামলার তদন্ত শেষ না হওয়ায় তিনি নিরপরাধ কিনা তা এখনও স্পষ্ট নয়। আর সেই কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। কোরবানির ঈদ উপলক্ষে সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘উনার বিরুদ্ধে তো তদন্ত শেষ হয়নি। তদন্ত শেষ হওয়ার আগে তো আমরা বলতে পারব না এই অবস্থায় আবার ছেড়ে দিলে আপনারাই বলবেন যে ছেড়ে দিলাম কেন?’

ফারিয়ার গ্রেপ্তার ‘বিব্রতকর’, ফারুকী

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ নিয়ে যে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে, সেই ‘স্নায়ুচাপ’ থেকে নায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়ে থাকতে পারে বলে ধারণা সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর। তার ভাষ্যে, ‘আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশ গমনকে কেন্দ্র করে ক্ষোভের পর ওভার নার্ভাসনেস থেকেই হয়তোবা এইসব ঘটনা ঘটে থাকতে পারে। কয়দিন আগে ব্যারিস্টার আন্দালিব পার্থের স্ত্রীর সঙ্গেও এ রকম একটা ঘটনা ঘটেছে।

নুসরাত ফারিয়ার গ্রেপ্তারের ঘটনাকে ‘বিব্রতকর’ বর্ণনা করে ফারুকী বলেন, ‘আমাদের সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা। ঢালাও মামলার ক্ষেত্রে আমাদের পরিষ্কার অবস্থান প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেপ্তার করা হবে না এবং সেই নীতিই অনুসরণ করা হচ্ছিল। ‘ফারিয়ার বিরুদ্ধে এই মামলা তো অনেকদিন ধরেই ছিল। সরকারের পক্ষ থেকে তদন্ত শেষ হওয়ার আগে গ্রেপ্তারের কোনো উদ্যোগ নেয়ার বিষয় আমার নজরে আসেনি।’

রূপালী পর্দার জগৎ থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বনে যাওয়া ফারুকী সোমবার বেলা ১১টা ১২ মিনিটে ফেইসবুক পোস্টে লেখেন, ‘আমি সাধারণত চেষ্টা করি, আমার মন্ত্রণালয়ের কাজের বাইরে কথা না বলতে। কিন্তু আমার তো একটা পরিচয় আছে, আমি এই ইন্ডাস্ট্রিরই মানুষ ছিলাম এবং দুইদিন পর সেখানেই ফিরে যাব।’ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর বলেন, ‘তিনি কী বলেছেন, সেটা তো আর আমি জানি না। তবে একটা কথা হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা, যার যার ব্যক্তিগত মত প্রকাশের স্বাধীনতা তো থাকবেই।’

ফারিয়াকে গ্রেপ্তার নিয়ে হাসনাত আব্দুল্লাহ

অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার নিয়ে আলোচনার মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ ফেইসবুকে লিখেছেন, ‘এগুলো বিচার নয়, এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন (মনোযোগ সরিয়ে দেয়া)।’ ফারিয়াকে নিয়ে সোমবার দুপুরে এক ফেইসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ লিখেছেন, ‘সরাসরি হত্যাকা-ে জড়িত খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেয়া হয়, শিরীন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেয়া হয়। দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি।’

হাসনাত আবদুল্লাহ প্রশ্ন তুলেছেন, ‘ইন্টেরিম, ৬২৬ জনের লিস্ট কোথায়? ৬২৬ জনকে নিরাপদে বের করে দিয়ে এখন নুসরাত ফারিয়াকে হত্যা মামলায় গ্রেপ্তার করে বোঝাতে চাচ্ছেন, আপনারা খুব বিচার করছেন? এগুলো বিচার নয়, এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন।’ ফারিয়াকে গ্রেপ্তার নিয়ে সোচ্চার হয়েছেন অভিনয়শিল্পীরাও। অভিনেত্রী আজমেরী হক বাঁধন লিখেছেন, ‘কী এক লজ্জা। ফ্যাসিস্ট সরকার যা করেছে, সেখানে এই মেয়েটার কিছুই করার ছিল না। আমি এমন পরিস্থিতি এবং সিস্টেম সম্পর্কে গভীরভাবে উদ্বিগ্ন। আমরা এমন একটি দেশে বাস করি, যেখানে ন্যায্য অধিকার শব্দটা সাধারণ নয়। কিন্তু ‘সত্যিকারভাবেই এটা অগ্রহণযোগ্য।’

ফারিয়া গ্রেপ্তার হলে তিশা-ফারুকীরও হওয়ার কথা, রাশেদ খাঁন

গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারকে ‘হালকা’ করতেই নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। তার কথায়, ‘নুসরাত ফরিয়াদের গ্রেপ্তার করে মূলত গণহত্যার বিচারকে হালকা করা হচ্ছে। নুসরাত ফারিয়া গ্রেপ্তার হলে তিশারাও গ্রেপ্তার হবে। এমনকি সারাজীবন আওয়ামী লীগের সুবিধা নেয়ার জন্য ফারুকীরও অ্যারেস্ট হওয়ার কথা।’ গত রোববার গভীর রাতে ফেইসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

অন্তর্বর্তী সরকারের ভূমিকার সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, ‘ডামি ৩০০ এমপি ধরার খবর নেই, তাদের সম্পদ বাজেয়াপ্ত করার উদ্যোগ নেই, নুসরাত ফরিয়াদের গ্রেপ্তার করে হাস্যকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে।’ নায়িকা নুসরাতের গ্রেপ্তারের প্রসঙ্গ ধরে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক প্রশ্ন রাখেন, ‘কোনো সন্দেহ সংশয় থাকলে বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা দিয়ে তদন্ত করতে পারত। কিন্তু রাঘববোয়াল ছেড়ে ছিঁচকে চোর ধরে হৈচৈ তৈরি করার মহত্ত্ব কী?’

বিনোদন জগতের মানুষেরা ‘ফ্যাসিস্টকে সহযোগিতা করে গেছে’, পিপি

শেখ হাসিনার গত দেড় দশকের শাসনামলে বিনোদন জগতের মানুষেরা ‘ফ্যাসিবাদী গোষ্ঠীকে সহযোগিতা করেছে’ বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। এছাড়া জুলাই আন্দোলন দমাতে শেখ হাসিনা ‘হত্যা করার যে নির্দেশ দিয়েছিলেন’, সেই কাজে অভিনেতা-অভিনেত্রীরা যে কোনো স্থান থেকে ‘সহযোগিতা করেছে’ বলেও অভিযোগ করেছেন তিনি।

ঢাকার মহানগর হাকিম সারাহ্ ফারজানা হকের আদালতে হত্যাচেষ্টা মামলায় নুসরাত ফারিয়ার জামিন শুনানিতে সোমবার এ কথা বলেছেন আইনজীবী ফারুকী। শুনানিতে চিত্রনায়ক ও ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদকেও ‘খোঁজা হচ্ছে’ বলে আদালতকে বলেন ওমর ফারুকী।

নুসরাত ফারিয়া ও তার সিনেমা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘মুজিব, একটি জাতির রূপকার’ সিনেমায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন ফারিয়া। প্রয়াত ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় সিনেমাটি তৈরি হয়েছিল বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায়। ২০২৩ সালে মুক্তি পাওয়া এ সিনেমায় ফারিয়া ছাড়াও আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা, রিয়াজ আহমেদসহ অনেকে অভিনয় করেছেন। নুসরাত ফারিয়ার ক্যারিয়ার শুরু হয় রেডিও জকি ও উপস্থাপক হিসেবে। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় ‘আশিকী’ চলচ্চিত্রের মধ্য দিয়ে নায়িকা হিসেবে আবির্ভূত হন তিনি।

এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা-দ্য ডন’, ‘বস-টু’, ‘ধ্যাততেরিকি’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন ফারিয়া। চলচ্চিত্রের পাশাপাশি গানও করেন ফারিয়া। ২০১৮ সালে ‘পটাকা’ শিরোনামে একটি গানের মধ্য দিয়ে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ হয়েছিল তার। এছাড়া ‘হাবিবি’, ‘আমি চাই থাকতে’সহ আরও কিছু গান ফারিয়া গেয়েছেন, যেগুলো প্রকাশ পেয়েছে ইউটিউবসহ সোশ্যাল মিডিয়ার নানা মাধ্যমে।

back to top