গতকাল দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস
দিনাজপুরের বীরগঞ্জে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। আহতদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার, (১৯ মে ২০২৫) সকাল ৭টায় দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জ উপজেলার বাবলু ফার্মের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশে খাদে পড়ে থাকে।
নিহতরা হলেন, ঠাকুরগাঁও জেলা সদর রোড কলোনি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মাইক্রোবাস চালক আরিফ হোসেন মানিক (৩৪), ঠাকুরগাঁও জেলার হাজীপাড়া এলাকার মৃত হাফিজুর রহমানের ছেলে দিনাজপুর ট্রেজারি অফিসের মো. দেলোয়ার হোসেন(৩৫), এডিটর ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বোয়ালডাঙ্গী গ্রামের মৃত ইদ্রিস আলী ছেলে ইমরুল ইসলাম (৪৩) এবং এডিটর রাণীসংকৈল উপজেলার মালভিটা গ্রামের মৃত দবির ইসলামের ছেলে জুলফিকার আলী ভুটু (৪২)।
বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর ও উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মোসলেম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৭টায় প্রচ- বৃষ্টির মধ্যে ঠাকুরগাঁও থেকে রংপুরগামী একটি মাইক্রোবাস (মেট্রো-চ-৫১-৮২৫৭) এবং বিপরীতমুখী সিমেন্ট বাহী ঢাকা (মেট্রো-ট -২২-১৫৬৭) ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মাইক্রোবাসের ড্রাইভার মানিক হোসেন ও যাত্রী দেলোয়ার মারা যান এবং হাসপাতালে নেয়ার পথে জুলফিকার ও ইমরুলসহ মোট ৪ জন মারা যায়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বীরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন সাব অফিসার মো. মসলেম উদ্দিন জানান, মাইক্রোবাস যোগে ঠাকুরগাঁও হতে রংপুর যাওয়ার পথে বাবলু ফার্মের সামনে বিপরীতমুখী একটি সিমেন্টবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে মাইক্রোবাসের চালক মানিক হোসেন এবং যাত্রী মো. দেলোয়ার হোসেন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। মাইক্রোবাস এবং ট্রাক সংঘর্ষে রাস্তার ধারে পড়ে যায়।
বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর জানান, ভোরে দিকে প্রচ- বৃষ্টি চলছিল, বৃষ্টির কারণে ঘটনা ঘটে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিস তাৎক্ষণিক ঘটনাস্থলে চলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়।
দশমাইল হাইওয়ে পুলিশের ওসি মো. ওমর ফারুক জানান, এ ব্যাপারে আইনি প্রক্রিয়া শুরু করেছে হাইওয়ে পুলিশ।
হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
হবিগঞ্জ প্রতিনিধি জনান, প্রতিনিধি, হবিগঞ্জ :
হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ জন নিহত হয়েছে। সোমবার বিকেল ৩টায় উপজেলার চারগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাহুবল থানার ওসি জাহিদুল হাসান জানান, বিকেলে সিলেট থেকে ছেড়ে যাওয়া কুমিল্লাগামী একটি বাস উপজেলার মিরপুর চারগাঁও এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কুমিল্লাগামী বাসের চালকসহ ২ জন নিহত হয়। দুর্ঘটনায় আহত ২০ যাত্রীকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে তৌকির আহমেদ নামে আরও একজন নিহত হয়। নিহত বাকি ২ জনের নাম-পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
এর আগে, দুপুরে উপজেলার ডুবাই বাজার এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষ হয়। আশঙ্কাজনক অবস্থায় ট্রাকচালক সোহেল মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। দুর্ঘটনার পর সড়কের দু’পাশে শতাধিক যানবাহন আটক পড়ে। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশ।
গতকাল দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস
সোমবার, ১৯ মে ২০২৫
দিনাজপুরের বীরগঞ্জে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। আহতদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার, (১৯ মে ২০২৫) সকাল ৭টায় দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জ উপজেলার বাবলু ফার্মের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশে খাদে পড়ে থাকে।
নিহতরা হলেন, ঠাকুরগাঁও জেলা সদর রোড কলোনি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মাইক্রোবাস চালক আরিফ হোসেন মানিক (৩৪), ঠাকুরগাঁও জেলার হাজীপাড়া এলাকার মৃত হাফিজুর রহমানের ছেলে দিনাজপুর ট্রেজারি অফিসের মো. দেলোয়ার হোসেন(৩৫), এডিটর ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বোয়ালডাঙ্গী গ্রামের মৃত ইদ্রিস আলী ছেলে ইমরুল ইসলাম (৪৩) এবং এডিটর রাণীসংকৈল উপজেলার মালভিটা গ্রামের মৃত দবির ইসলামের ছেলে জুলফিকার আলী ভুটু (৪২)।
বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর ও উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মোসলেম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৭টায় প্রচ- বৃষ্টির মধ্যে ঠাকুরগাঁও থেকে রংপুরগামী একটি মাইক্রোবাস (মেট্রো-চ-৫১-৮২৫৭) এবং বিপরীতমুখী সিমেন্ট বাহী ঢাকা (মেট্রো-ট -২২-১৫৬৭) ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মাইক্রোবাসের ড্রাইভার মানিক হোসেন ও যাত্রী দেলোয়ার মারা যান এবং হাসপাতালে নেয়ার পথে জুলফিকার ও ইমরুলসহ মোট ৪ জন মারা যায়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বীরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন সাব অফিসার মো. মসলেম উদ্দিন জানান, মাইক্রোবাস যোগে ঠাকুরগাঁও হতে রংপুর যাওয়ার পথে বাবলু ফার্মের সামনে বিপরীতমুখী একটি সিমেন্টবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে মাইক্রোবাসের চালক মানিক হোসেন এবং যাত্রী মো. দেলোয়ার হোসেন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। মাইক্রোবাস এবং ট্রাক সংঘর্ষে রাস্তার ধারে পড়ে যায়।
বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর জানান, ভোরে দিকে প্রচ- বৃষ্টি চলছিল, বৃষ্টির কারণে ঘটনা ঘটে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিস তাৎক্ষণিক ঘটনাস্থলে চলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়।
দশমাইল হাইওয়ে পুলিশের ওসি মো. ওমর ফারুক জানান, এ ব্যাপারে আইনি প্রক্রিয়া শুরু করেছে হাইওয়ে পুলিশ।
হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
হবিগঞ্জ প্রতিনিধি জনান, প্রতিনিধি, হবিগঞ্জ :
হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ জন নিহত হয়েছে। সোমবার বিকেল ৩টায় উপজেলার চারগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাহুবল থানার ওসি জাহিদুল হাসান জানান, বিকেলে সিলেট থেকে ছেড়ে যাওয়া কুমিল্লাগামী একটি বাস উপজেলার মিরপুর চারগাঁও এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কুমিল্লাগামী বাসের চালকসহ ২ জন নিহত হয়। দুর্ঘটনায় আহত ২০ যাত্রীকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে তৌকির আহমেদ নামে আরও একজন নিহত হয়। নিহত বাকি ২ জনের নাম-পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
এর আগে, দুপুরে উপজেলার ডুবাই বাজার এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষ হয়। আশঙ্কাজনক অবস্থায় ট্রাকচালক সোহেল মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। দুর্ঘটনার পর সড়কের দু’পাশে শতাধিক যানবাহন আটক পড়ে। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশ।