ঢাকার মিরপুরের পরিবর্তে গুলশানের ভোটার হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তার জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) এতদিন বর্তমান ঠিকানা হিসেবে মিরপুরের গ্রামীণ ব্যাংক কমপ্লেক্স, প্রধান কার্যালয়ের ঠিকানায় ছিল। ফলে তিনি ওই এলাকার ভোটার ছিলেন।
ইসি সচিবালয়ের কর্মকর্তারা জানান, গত ফেব্রুয়ারিতে গুলশানা উপজেলা/থানা অফিসারের কাছে ভোটার এলাকা স্থানান্তরের আবেদন করেন মুহাম্মদ ইউনূস। ১৭ ফেব্রুয়ারি ইসির এনআইডি উইং মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর তা অনুমোদন করেন এবং পরদিনই তা সংশোধন করে তথ্য হালনাগাদ করা হয়।
প্রধান উপদেষ্টার নতুন ভোটার এলাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৯ নম্বর ওয়ার্ডে পড়েছে। গুলশান ১ ও ২, বনানী এবং কড়াইল এলাকা নিয়ে এই ওয়ার্ড গঠিত।
ঠিকানা বদল হওয়ায় মুহাম্মদ ইউনূসকে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে হবে গুলশানের নির্ধারিত কেন্দ্রে।
প্রধান উপদেষ্টার ভোটার এলাকা স্থানান্তরের কাজ গত ফেব্রুয়ারিতে সম্পন্ন হলেও আট মাসের মাথায় রোববার,(১২ অক্টোবর ২০২৫) তা সাংবাদিকরা জানতে পারেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে গত ২০ জানুয়ারি বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু হয়। এ সময় নতুন ভোটার যুক্ত করার পাশাপাশি মৃতদের নাম বাদ দেয়া এবং স্থানান্তরের আবেদন নেয়া হয়। ভোটার হওয়ার সময় নাগরিকদের বর্তমান ঠিকানায় ভোটার হিসেবে তালিকাভুক্ত করা হয়। ভোটের সময় ওই ঠিকানা অনুযায়ী নির্ধরিত কেন্দ্রে ভোট দিতে পারেন তিনি।
ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের বলেন, ‘ভোটার এলাকা স্থানান্তর একটি চলমান প্রক্রিয়া। এজন্য বিধির নির্ধারিত ১৩ নম্বর ফরম নিজ হাতে পূরণ করে প্রয়োজনীয় দলিলপত্রসহ নির্বাচন অফিসে জমা দিতে হয়। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন যাচাই করে এনআইডি উইংয়ের অনুমোদন পেলে ভোটার এলাকা পরিবর্তন করে এনআইডি সংশোধন করে ইসি।’
রোববার, ১২ অক্টোবর ২০২৫
ঢাকার মিরপুরের পরিবর্তে গুলশানের ভোটার হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তার জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) এতদিন বর্তমান ঠিকানা হিসেবে মিরপুরের গ্রামীণ ব্যাংক কমপ্লেক্স, প্রধান কার্যালয়ের ঠিকানায় ছিল। ফলে তিনি ওই এলাকার ভোটার ছিলেন।
ইসি সচিবালয়ের কর্মকর্তারা জানান, গত ফেব্রুয়ারিতে গুলশানা উপজেলা/থানা অফিসারের কাছে ভোটার এলাকা স্থানান্তরের আবেদন করেন মুহাম্মদ ইউনূস। ১৭ ফেব্রুয়ারি ইসির এনআইডি উইং মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর তা অনুমোদন করেন এবং পরদিনই তা সংশোধন করে তথ্য হালনাগাদ করা হয়।
প্রধান উপদেষ্টার নতুন ভোটার এলাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৯ নম্বর ওয়ার্ডে পড়েছে। গুলশান ১ ও ২, বনানী এবং কড়াইল এলাকা নিয়ে এই ওয়ার্ড গঠিত।
ঠিকানা বদল হওয়ায় মুহাম্মদ ইউনূসকে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে হবে গুলশানের নির্ধারিত কেন্দ্রে।
প্রধান উপদেষ্টার ভোটার এলাকা স্থানান্তরের কাজ গত ফেব্রুয়ারিতে সম্পন্ন হলেও আট মাসের মাথায় রোববার,(১২ অক্টোবর ২০২৫) তা সাংবাদিকরা জানতে পারেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে গত ২০ জানুয়ারি বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু হয়। এ সময় নতুন ভোটার যুক্ত করার পাশাপাশি মৃতদের নাম বাদ দেয়া এবং স্থানান্তরের আবেদন নেয়া হয়। ভোটার হওয়ার সময় নাগরিকদের বর্তমান ঠিকানায় ভোটার হিসেবে তালিকাভুক্ত করা হয়। ভোটের সময় ওই ঠিকানা অনুযায়ী নির্ধরিত কেন্দ্রে ভোট দিতে পারেন তিনি।
ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের বলেন, ‘ভোটার এলাকা স্থানান্তর একটি চলমান প্রক্রিয়া। এজন্য বিধির নির্ধারিত ১৩ নম্বর ফরম নিজ হাতে পূরণ করে প্রয়োজনীয় দলিলপত্রসহ নির্বাচন অফিসে জমা দিতে হয়। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন যাচাই করে এনআইডি উইংয়ের অনুমোদন পেলে ভোটার এলাকা পরিবর্তন করে এনআইডি সংশোধন করে ইসি।’