সোমবার, কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ -সংবাদ
ঢাকার সাত সরকারি কলেজ নিয়ে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র খসড়া অধ্যাদেশের পক্ষে ও বিপক্ষে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এর মধ্যে ঢাকা কলেজের ‘স্বকীয়তা’ রক্ষার দাবিতে একদল শিক্ষার্থী নিজেদের ক্যাম্পাসে বিক্ষোভ করেছে। অন্য দল শিক্ষার্থী ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র খসড়া দ্রুত প্রকাশের দাবিতে রাজধানীর শিক্ষা ভবন ও সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে।
‘স্বকীয়তা’ রক্ষার দাবিতে ঢাকা কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ:
ঢাকা কলেজে উচ্চ মাধ্যমিক বহাল রাখা এবং কলেজের ‘স্বকীয়তা’ রক্ষার দাবিতে বিক্ষোভ করেছে কলেজটির একদল শিক্ষার্থী।
সোমবার, (১৩ অক্টোবর ২০২৫) দুপুরের দিকে ঢাকা কলেজ ক্যাম্পাস থেকে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে বিক্ষোভ করে। এসময় সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া অধ্যাদেশ নিয়ে তারা আপত্তি তোলেন।
তারা বলেন, ঢাকার সাত সরকারি কলেজ একীভূত করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি করা হলে ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষা ‘অস্তিত্বের সংকটে’ পড়বে।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের যে খসড়া প্রকাশ হয়েছে তা বাস্তবায়ন হলে ভবিষ্যতে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পর্যায় উঠে যেতে পারে বলে আশঙ্কা করছেন ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ওয়ালিদ হাসান রাহিম। উচ্চ মাধ্যমিক পর্যায়কে কলেজের ‘ঐতিহ্য’ উল্লেখ করে তিনি বলেন, ‘তা ধরে রাখতেই আমরা বিক্ষোভ করছি। অধ্যাদেশের খসড়ায় উচ্চ মাধ্যমিক শাখা বাদ দেয়ার কথা বলা হয়নি, তবে এই মডেলের উচ্চ মাধ্যমিক বেশি দিন রান করবে না। আমরা সেই জায়গা থেকে এসেছি।’
দ্রুত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ জারির দাবিতে বিক্ষোভ
ঢাকা কলেজসহ রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে সোমবার, শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এই দাবি আদায়ে শিক্ষা মন্ত্রণালয়কে আরও কিছুদিন সময় দিয়ে সন্ধ্যায় সড়ক ছেড়ে যায় শিক্ষার্থীরা।
এর আগে বিকেলে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরারের সঙ্গে আলোচনা শেষে সন্ধ্যা পৌনে ৭টায় শিক্ষা ভবনের সামনে প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন ঢাকা কলেজের শিক্ষার্থী তানজিমুল আবির।
তিনি বলেন, শিক্ষা উপদেষ্টা তাদের জানিয়েছেন অধ্যাদেশ জারি আর কী কী প্রশাসনিক ধাপ বাকি আছে। তারা ছয় হাজারের বেশি মতামত পেয়েছেন বলে জানিয়েছেন, সেগুলো সংকলন করা হচ্ছে। এরপর তারা অংশীজনদের সঙ্গে পরামর্শ সভার আয়োজন করবেন।
আবির বলেন, ‘উপদেষ্টা বলছেন, এই মুহূর্তে চাপের মুখে অধ্যাদেশ দিয়ে দেয়া তাদের দায়িত্বশীল জায়গা থেকে করা হয়ে উঠবে না। মতামতগুলো বিশ্লেষণ করা হয়ে গেলে ৮০ শতাংশ কাজ শেষ হবে বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।’
নতুন কোনো কর্মসূচি আসছে কী না জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের অন্য কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত দেব। তবে মনে হয় না, আজকের মতো থাকার দরকার আছে।’
এক প্রশ্নের জবাবে আবির বলেন, ‘যেহেতু রাত হয়ে গেছে, আমাদের এখানে মেয়ে শিক্ষার্থীরাও আছে, আন্দোলন স্থগিত করলাম।’
রাজধানীর সাত কলেজ নিয়ে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া চলছে। এ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কাঠামো প্রস্তাব করে গত ২৪ সেপ্টেম্বর অধ্যাদেশের খসড়া প্রকাশ করা হয়। এতে অংশীজনদের মতামত চায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। গত ৯ অক্টোবর পর্যন্ত ইমেইলে ও সরাসরি মতামত সংগ্রহ করা হয়। এ বিষয়ের ওপর ইতোমধ্যে ছয় হাজারেরও বেশি মতামত পাওয়া গেছে বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এসব মতামত সংকলন ও বিশ্লেষণের কাজ চলছে। এ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষাবিদ ও শিক্ষা সংশ্লিষ্ট নাগরিক সমাজের প্রতিনিধিসহ অংশীজনদের সঙ্গে শিগগিরই পরামর্শ সভার আয়োজন করা হবে।
ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহ্রাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজকে নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের কার্যক্রম এখন চলছে।
সোমবার, কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ -সংবাদ
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
ঢাকার সাত সরকারি কলেজ নিয়ে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র খসড়া অধ্যাদেশের পক্ষে ও বিপক্ষে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এর মধ্যে ঢাকা কলেজের ‘স্বকীয়তা’ রক্ষার দাবিতে একদল শিক্ষার্থী নিজেদের ক্যাম্পাসে বিক্ষোভ করেছে। অন্য দল শিক্ষার্থী ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র খসড়া দ্রুত প্রকাশের দাবিতে রাজধানীর শিক্ষা ভবন ও সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে।
‘স্বকীয়তা’ রক্ষার দাবিতে ঢাকা কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ:
ঢাকা কলেজে উচ্চ মাধ্যমিক বহাল রাখা এবং কলেজের ‘স্বকীয়তা’ রক্ষার দাবিতে বিক্ষোভ করেছে কলেজটির একদল শিক্ষার্থী।
সোমবার, (১৩ অক্টোবর ২০২৫) দুপুরের দিকে ঢাকা কলেজ ক্যাম্পাস থেকে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে বিক্ষোভ করে। এসময় সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া অধ্যাদেশ নিয়ে তারা আপত্তি তোলেন।
তারা বলেন, ঢাকার সাত সরকারি কলেজ একীভূত করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি করা হলে ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষা ‘অস্তিত্বের সংকটে’ পড়বে।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের যে খসড়া প্রকাশ হয়েছে তা বাস্তবায়ন হলে ভবিষ্যতে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পর্যায় উঠে যেতে পারে বলে আশঙ্কা করছেন ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ওয়ালিদ হাসান রাহিম। উচ্চ মাধ্যমিক পর্যায়কে কলেজের ‘ঐতিহ্য’ উল্লেখ করে তিনি বলেন, ‘তা ধরে রাখতেই আমরা বিক্ষোভ করছি। অধ্যাদেশের খসড়ায় উচ্চ মাধ্যমিক শাখা বাদ দেয়ার কথা বলা হয়নি, তবে এই মডেলের উচ্চ মাধ্যমিক বেশি দিন রান করবে না। আমরা সেই জায়গা থেকে এসেছি।’
দ্রুত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ জারির দাবিতে বিক্ষোভ
ঢাকা কলেজসহ রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে সোমবার, শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এই দাবি আদায়ে শিক্ষা মন্ত্রণালয়কে আরও কিছুদিন সময় দিয়ে সন্ধ্যায় সড়ক ছেড়ে যায় শিক্ষার্থীরা।
এর আগে বিকেলে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরারের সঙ্গে আলোচনা শেষে সন্ধ্যা পৌনে ৭টায় শিক্ষা ভবনের সামনে প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন ঢাকা কলেজের শিক্ষার্থী তানজিমুল আবির।
তিনি বলেন, শিক্ষা উপদেষ্টা তাদের জানিয়েছেন অধ্যাদেশ জারি আর কী কী প্রশাসনিক ধাপ বাকি আছে। তারা ছয় হাজারের বেশি মতামত পেয়েছেন বলে জানিয়েছেন, সেগুলো সংকলন করা হচ্ছে। এরপর তারা অংশীজনদের সঙ্গে পরামর্শ সভার আয়োজন করবেন।
আবির বলেন, ‘উপদেষ্টা বলছেন, এই মুহূর্তে চাপের মুখে অধ্যাদেশ দিয়ে দেয়া তাদের দায়িত্বশীল জায়গা থেকে করা হয়ে উঠবে না। মতামতগুলো বিশ্লেষণ করা হয়ে গেলে ৮০ শতাংশ কাজ শেষ হবে বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।’
নতুন কোনো কর্মসূচি আসছে কী না জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের অন্য কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত দেব। তবে মনে হয় না, আজকের মতো থাকার দরকার আছে।’
এক প্রশ্নের জবাবে আবির বলেন, ‘যেহেতু রাত হয়ে গেছে, আমাদের এখানে মেয়ে শিক্ষার্থীরাও আছে, আন্দোলন স্থগিত করলাম।’
রাজধানীর সাত কলেজ নিয়ে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া চলছে। এ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কাঠামো প্রস্তাব করে গত ২৪ সেপ্টেম্বর অধ্যাদেশের খসড়া প্রকাশ করা হয়। এতে অংশীজনদের মতামত চায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। গত ৯ অক্টোবর পর্যন্ত ইমেইলে ও সরাসরি মতামত সংগ্রহ করা হয়। এ বিষয়ের ওপর ইতোমধ্যে ছয় হাজারেরও বেশি মতামত পাওয়া গেছে বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এসব মতামত সংকলন ও বিশ্লেষণের কাজ চলছে। এ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষাবিদ ও শিক্ষা সংশ্লিষ্ট নাগরিক সমাজের প্রতিনিধিসহ অংশীজনদের সঙ্গে শিগগিরই পরামর্শ সভার আয়োজন করা হবে।
ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহ্রাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজকে নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের কার্যক্রম এখন চলছে।