প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে নতুন করে গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকালে এ সংক্রান্ত জারি করা গণবিজ্ঞপ্তিতে ডিএমপি বলেছে, শনিবার (আজ) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
এবারের গণবিজ্ঞপ্তিতে প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স কথা উল্লেখ না করে বলা হয়েছে, ‘বাংলাদেশ সচিবালয় (সংলগ্ন এলাকাসহ) এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় (হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং, মিন্টু রোড ক্রসিং এর মধ্যবর্তী এলাকা) যে কোনো প্রকার সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো।’ বিভিন্ন সংগঠনের আন্দোলনের কারণে পুলিশের পক্ষ থেকে নিয়মিতভাবে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।
এর আগে গত ১৩ মার্চ, ১০ মে, ৯ জুন, ৮ জুলাই, ৪ সেপ্টেম্বর, ১১ অক্টোবর গণবিজ্ঞপ্তি জারি করে ডিএমপি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৯ ধারায় বলা হয়েছে, ‘জনশৃঙ্খলা বা নিরাপত্তা রক্ষার স্বার্থে’ পুলিশ কমিশনার লিখিত আদেশ দিয়ে যে কোনো সমাবেশ বা মিছিল নিষিদ্ধ করতে পারবেন। তবে সরকারের অনুমোদন ছাড়া এমন নিষেধাজ্ঞা ৩০ দিনের বেশি বলবৎ রাখার সুযোগ নেই।
এর ফলে দফায় দফায় গণবিজ্ঞপ্তি দিয়ে এসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধের সিদ্ধান্ত বলবৎ রাখছে পুলিশ। এদিন বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটরদের দেয়ার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখী মিছিল আটকে দিয়েছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের কয়েক দফা ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশ সদস্যরা কয়েকজনকে লাঠিচার্জ করেন। পরে বিক্ষোভকারীরা কাকরাইল মোড়েই বসে পড়লে সড়কের দুইপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে নতুন করে গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকালে এ সংক্রান্ত জারি করা গণবিজ্ঞপ্তিতে ডিএমপি বলেছে, শনিবার (আজ) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
এবারের গণবিজ্ঞপ্তিতে প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স কথা উল্লেখ না করে বলা হয়েছে, ‘বাংলাদেশ সচিবালয় (সংলগ্ন এলাকাসহ) এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় (হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং, মিন্টু রোড ক্রসিং এর মধ্যবর্তী এলাকা) যে কোনো প্রকার সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো।’ বিভিন্ন সংগঠনের আন্দোলনের কারণে পুলিশের পক্ষ থেকে নিয়মিতভাবে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।
এর আগে গত ১৩ মার্চ, ১০ মে, ৯ জুন, ৮ জুলাই, ৪ সেপ্টেম্বর, ১১ অক্টোবর গণবিজ্ঞপ্তি জারি করে ডিএমপি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৯ ধারায় বলা হয়েছে, ‘জনশৃঙ্খলা বা নিরাপত্তা রক্ষার স্বার্থে’ পুলিশ কমিশনার লিখিত আদেশ দিয়ে যে কোনো সমাবেশ বা মিছিল নিষিদ্ধ করতে পারবেন। তবে সরকারের অনুমোদন ছাড়া এমন নিষেধাজ্ঞা ৩০ দিনের বেশি বলবৎ রাখার সুযোগ নেই।
এর ফলে দফায় দফায় গণবিজ্ঞপ্তি দিয়ে এসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধের সিদ্ধান্ত বলবৎ রাখছে পুলিশ। এদিন বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটরদের দেয়ার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখী মিছিল আটকে দিয়েছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের কয়েক দফা ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশ সদস্যরা কয়েকজনকে লাঠিচার্জ করেন। পরে বিক্ষোভকারীরা কাকরাইল মোড়েই বসে পড়লে সড়কের দুইপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।