বেতন কাঠামো ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে চার ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্টরা। তারা দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবার, (০৪ ডিসেম্বর ২০২৫) সকাল ৮-১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন। এ কর্মসূচির কারণে চরম ভোগান্তিতে পড়েন সেবা নিতে আসা লোকজন।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ফার্মাসিস্ট আয়েশা পারভীন বৃহস্পতিবার, দুপুরে সাংবাদিকদের বলেন, তাদের ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করার জন্য দীর্ঘদিন ধরে সরকারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে; কিন্তু কোনো লাভ হচ্ছে না।
হৃদরোগ ইনস্টিটিউটে আসা এক রোগীর স্বজন গোলাম কিবরিয়া বলেন, কর্মবিরতির কারণে তারা সরকারি হাসপাতারে কোনো সেবা পাননি। এ কারণে ডাক্তারের দেয়া টেস্ট প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে করতে হয়েছে। এতে তাদের বাড়তি ব্যয় বহন করতে হয়েছে।
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের ব্যানারে এ আন্দোলন চলছে।
এ পরিষদের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত তুষার আহমেদ নিলয় বলেন, তারা ৩১ বছর ১০ম গ্রেডে বেতনের দাবি জানলেও তা বাস্তবায়ন হয়নি। এ কারণে গত ২৫ নভেম্বর সংবাদ সম্মেলন করে তারা ২৬-২৯ নভেম্বরের মধ্যে দাবি দাওয়া মেনে নিতে সরকারকে সময় দিয়েছিলেন।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার, থেকে হাসপাতালগুলোতে পূর্ণদিবস কর্মবিরতি পালনের কথা থাকলেও গত ২ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে এবং জনদুর্ভোগের কথা বিবেচনা করে তারা অর্ধদিবস কর্মবিরতি পালন করছেন।
এরপরও দাবি পূরণ না হলে স্বাস্থ্য সেবা ও চিকিৎসা শিক্ষা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ‘শাটডাউন’ কর্মসূচি পালনেরও ঘোষণা দিয়ে রেখেছেন তারা।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫
বেতন কাঠামো ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে চার ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্টরা। তারা দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবার, (০৪ ডিসেম্বর ২০২৫) সকাল ৮-১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন। এ কর্মসূচির কারণে চরম ভোগান্তিতে পড়েন সেবা নিতে আসা লোকজন।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ফার্মাসিস্ট আয়েশা পারভীন বৃহস্পতিবার, দুপুরে সাংবাদিকদের বলেন, তাদের ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করার জন্য দীর্ঘদিন ধরে সরকারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে; কিন্তু কোনো লাভ হচ্ছে না।
হৃদরোগ ইনস্টিটিউটে আসা এক রোগীর স্বজন গোলাম কিবরিয়া বলেন, কর্মবিরতির কারণে তারা সরকারি হাসপাতারে কোনো সেবা পাননি। এ কারণে ডাক্তারের দেয়া টেস্ট প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে করতে হয়েছে। এতে তাদের বাড়তি ব্যয় বহন করতে হয়েছে।
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের ব্যানারে এ আন্দোলন চলছে।
এ পরিষদের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত তুষার আহমেদ নিলয় বলেন, তারা ৩১ বছর ১০ম গ্রেডে বেতনের দাবি জানলেও তা বাস্তবায়ন হয়নি। এ কারণে গত ২৫ নভেম্বর সংবাদ সম্মেলন করে তারা ২৬-২৯ নভেম্বরের মধ্যে দাবি দাওয়া মেনে নিতে সরকারকে সময় দিয়েছিলেন।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার, থেকে হাসপাতালগুলোতে পূর্ণদিবস কর্মবিরতি পালনের কথা থাকলেও গত ২ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে এবং জনদুর্ভোগের কথা বিবেচনা করে তারা অর্ধদিবস কর্মবিরতি পালন করছেন।
এরপরও দাবি পূরণ না হলে স্বাস্থ্য সেবা ও চিকিৎসা শিক্ষা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ‘শাটডাউন’ কর্মসূচি পালনেরও ঘোষণা দিয়ে রেখেছেন তারা।