তারুণ্যের উৎসব প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে রাজশাহী গভ. মডেল স্কুল ১২৩ রানের বিশাল ব্যবধানে হাজি মুহাম্মদ সরকারি স্কুলকে হারায়। ৩ফেব্রুয়ারি সোমবার মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে টস জয়ী রাজশাহী সরকারি মডেল স্কুল ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে করে ২০৫ রান। সাদিক ৬৬, আবির ২৮ ও আবরার ৩২ রান করে। বিপক্ষ দলের সাকিব ৩০ রানে ৪টি ও ওসমান ২৬ রানে ৩টি উইকেট নেয়। জবাবে হাজি মুহাম্মদ মুহাসিন গভ. স্কুল ২১.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ৮২ রান। শুভ ২৪ রান করে। বিজয়ী দলের সাদিক ১৫ রানে ২টি, বাধন ১৩ রানে ৪টি ও আশরাফুল ১৯ রানে ৩টি করে উইকেট নেয়। বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স মাঠে দিনের অন্য খেলায় লোকনাথ হাই স্কুল ১৭২ রানের বিশাল ব্যবধানে গভ. ল্যাবরেটরী হাই স্কুলকে হারায়। টস জয়ী লোকনাথ হাই স্কুল ব্যাট করতে নেমে ৪০.১ ওভারেও সবকটি উইকেট হারিয়ে ২৪১ রান তোলে। নাহিদ ৬১ ও আলিম আলী ৭১ রান করে। বিপক্ষ দলের সাকলাইন ৯৪ রানে ৪টি ও মেজবান ৫১ রানে ২টি উইকেট নেয়। জবাবে ল্যাবরেটরী হাই ২৪.৫ ওভারে সব উইকেট হারিয়ে তোলে ৬৯ রান। সর্বোচ্চ ১১ রান করে মেহেদী হাসান। আসাদুজ্জামান ৮ রানে ২টি, আশরাফুল ৩১ রানে ২টি ও আলিম আলী ৯ রানে ৫টি উইকেট নেয়।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫
তারুণ্যের উৎসব প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে রাজশাহী গভ. মডেল স্কুল ১২৩ রানের বিশাল ব্যবধানে হাজি মুহাম্মদ সরকারি স্কুলকে হারায়। ৩ফেব্রুয়ারি সোমবার মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে টস জয়ী রাজশাহী সরকারি মডেল স্কুল ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে করে ২০৫ রান। সাদিক ৬৬, আবির ২৮ ও আবরার ৩২ রান করে। বিপক্ষ দলের সাকিব ৩০ রানে ৪টি ও ওসমান ২৬ রানে ৩টি উইকেট নেয়। জবাবে হাজি মুহাম্মদ মুহাসিন গভ. স্কুল ২১.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ৮২ রান। শুভ ২৪ রান করে। বিজয়ী দলের সাদিক ১৫ রানে ২টি, বাধন ১৩ রানে ৪টি ও আশরাফুল ১৯ রানে ৩টি করে উইকেট নেয়। বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স মাঠে দিনের অন্য খেলায় লোকনাথ হাই স্কুল ১৭২ রানের বিশাল ব্যবধানে গভ. ল্যাবরেটরী হাই স্কুলকে হারায়। টস জয়ী লোকনাথ হাই স্কুল ব্যাট করতে নেমে ৪০.১ ওভারেও সবকটি উইকেট হারিয়ে ২৪১ রান তোলে। নাহিদ ৬১ ও আলিম আলী ৭১ রান করে। বিপক্ষ দলের সাকলাইন ৯৪ রানে ৪টি ও মেজবান ৫১ রানে ২টি উইকেট নেয়। জবাবে ল্যাবরেটরী হাই ২৪.৫ ওভারে সব উইকেট হারিয়ে তোলে ৬৯ রান। সর্বোচ্চ ১১ রান করে মেহেদী হাসান। আসাদুজ্জামান ৮ রানে ২টি, আশরাফুল ৩১ রানে ২টি ও আলিম আলী ৯ রানে ৫টি উইকেট নেয়।