জিততে ভুলেই গিয়েছে পাকিস্তান। একের পর এক ম্যাচ হারছে তারা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটিও ম্যাচ জিততে পারেনি তারা। এবার নিউজিল্যান্ডের কাছে পরপর দুটি টি-টোয়েন্টি হেরেছে পাকিস্তান। পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-২০ শুক্রবার।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটে হারের পর সাংবাদ সম্মেলনে পাক ক্রিকেটার হারিস রউফকে প্রশ্ন করা হয়, পাকিস্তানের মানুষই যেভাবে তাদের সমালোচনা করছেন, তাতে কি তাদের মনোবল আরও কমছে? জবাবে রউফ বলেন, ‘ক্রিকেটারদের সমালোচনা পাকিস্তানে খুবই সাধারণ বিষয়। এই দলে অনেক তরুণ ক্রিকেটার রয়েছে। ওদের সময় দিতে হবে। বাকি দলগুলোকে দেখুন। তরুণদের সময় দেয়া হয়। স্বাধীনতা দেয়া হয়।’
বাকি দেশগুলোকে দেখে পাকিস্তানের মানুষের শেখা উচিত বলে মনে করিয়ে দিয়েছেন রউফ। তিনি বলেন, ‘বাকি সব দেশে তরুণ ক্রিকেটারদের ১০ থেকে ১৫টা ম্যাচ দেয়া হয়। কারণ, আন্তর্জাতিক ক্রিকেটে শুরুতে একটু সমস্যা হবেই। ধীরে ধীরে তারা অভ্যস্ত হবে। কিন্তু আমাদের দেশে তা হবে না। আমাদের দেশের মানুষ আমাদের হার দেখার জন্য বসে থাকে।’
গত কয়েকটি আইসিসি ট্রফিতে ভাল খেলতে পারেনি পাকিস্তান। ২০২৩ সালের একদিনের বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল তারা।
২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপেও গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিলেন বাবর আজমরা। ২৯ বছর পর দেশের মাটিতে কোনও আইসিসি ট্রফি আয়োজন করেছিল পাকিস্তান। সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতেও প্রথম দেশ হিসেবে বিদায় নিয়েছে তারা। সাবেক ক্রিকেটার থেকে শুরু করে দেশের মানুষ ক্রিকেটারদের সমালোচনা করছেন।
বুধবার, ১৯ মার্চ ২০২৫
জিততে ভুলেই গিয়েছে পাকিস্তান। একের পর এক ম্যাচ হারছে তারা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটিও ম্যাচ জিততে পারেনি তারা। এবার নিউজিল্যান্ডের কাছে পরপর দুটি টি-টোয়েন্টি হেরেছে পাকিস্তান। পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-২০ শুক্রবার।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটে হারের পর সাংবাদ সম্মেলনে পাক ক্রিকেটার হারিস রউফকে প্রশ্ন করা হয়, পাকিস্তানের মানুষই যেভাবে তাদের সমালোচনা করছেন, তাতে কি তাদের মনোবল আরও কমছে? জবাবে রউফ বলেন, ‘ক্রিকেটারদের সমালোচনা পাকিস্তানে খুবই সাধারণ বিষয়। এই দলে অনেক তরুণ ক্রিকেটার রয়েছে। ওদের সময় দিতে হবে। বাকি দলগুলোকে দেখুন। তরুণদের সময় দেয়া হয়। স্বাধীনতা দেয়া হয়।’
বাকি দেশগুলোকে দেখে পাকিস্তানের মানুষের শেখা উচিত বলে মনে করিয়ে দিয়েছেন রউফ। তিনি বলেন, ‘বাকি সব দেশে তরুণ ক্রিকেটারদের ১০ থেকে ১৫টা ম্যাচ দেয়া হয়। কারণ, আন্তর্জাতিক ক্রিকেটে শুরুতে একটু সমস্যা হবেই। ধীরে ধীরে তারা অভ্যস্ত হবে। কিন্তু আমাদের দেশে তা হবে না। আমাদের দেশের মানুষ আমাদের হার দেখার জন্য বসে থাকে।’
গত কয়েকটি আইসিসি ট্রফিতে ভাল খেলতে পারেনি পাকিস্তান। ২০২৩ সালের একদিনের বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল তারা।
২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপেও গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিলেন বাবর আজমরা। ২৯ বছর পর দেশের মাটিতে কোনও আইসিসি ট্রফি আয়োজন করেছিল পাকিস্তান। সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতেও প্রথম দেশ হিসেবে বিদায় নিয়েছে তারা। সাবেক ক্রিকেটার থেকে শুরু করে দেশের মানুষ ক্রিকেটারদের সমালোচনা করছেন।